NAFI Entertainment

  • Home
  • NAFI Entertainment

NAFI Entertainment Hi, Everyone’s |🤍💙[ Like,follow and comment ]
Just do it now.🖤

১ কেজি চাল দিয়ে জরদা পোলাও রান্নার উপকরণ লিস্ট আকারে দেওয়া হলো:✅ জরদা পোলাও রান্নার উপকরণ (১ কেজি চালের জন্য) 1. বাসমতি ...
16/06/2025

১ কেজি চাল দিয়ে জরদা পোলাও রান্নার উপকরণ লিস্ট আকারে দেওয়া হলো:

✅ জরদা পোলাও রান্নার উপকরণ (১ কেজি চালের জন্য)
1. বাসমতি / পোলাও চাল – ১ কেজি
2. চিনি – ১ কেজি
3. পানি – ১.৫ লিটার
4. ঘি – ২০০ গ্রাম
5. দুধ – ১ কাপ (ঐচ্ছিক)
6. দারচিনি – ২–৩ টুকরা
7. এলাচ – ৪–৫টা
8. লবঙ্গ – ৪–৫টা
9. তেজপাতা – ২টি
10. ফুড কালার / কেশর – সামান্য
11. কিসমিস – ৫০ গ্রাম
12. কাজু বাদাম – ৫০ গ্রাম
13. পেস্তা বাদাম – ২৫ গ্রাম (ঐচ্ছিক)
14. গোলাপ জল / কেওড়া জল – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
15. এক চিমটি লবণ (স্বাদ ভারসাম্য রাখতে)
16. মোরব্বা, কিসমিস, বেবি সুইট , ডালিম

🥘 জরদা পোলাও রান্নার পদ্ধতি (১ কেজি চাল)

🔹 প্রস্তুতির ধাপ:
1. চাল ধোয়া ও ভিজানো:
চাল ভালোভাবে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর পানি ঝরিয়ে রাখুন।
2. ফুটানো পানি তৈরি:
পাত্রে ১.৫ লিটার পানি দিন। এতে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও এক চিমটি লবণ দিন। পানি ফুটে উঠলে চাল দিন।
3. চাল সেদ্ধ:
চাল ৮০% সেদ্ধ হলে ছেকে পানি ফেলে দিন। চাল বেশি সেদ্ধ হলে ঝরঝরে থাকবে না।



🔹 মিষ্টি ঘন মিশ্রণ তৈরি:
4. চিনি মেশানো:
অন্য একটি পাত্রে দুধ ও চিনি একসাথে দিয়ে চুলায় দিন। ফুড কালার বা কেশর দিন। মিশ্রণ একটু ঘন হলে নামিয়ে রাখুন।



🔹 চাল ও চিনি একসাথে রান্না:
5. ঘি ও বাদাম ভাজা:
বড় হাঁড়িতে ঘি গরম করে তাতে বাদাম ও কিসমিস হালকা ভেজে তুলে রাখুন।
6. চাল বসানো:
সেই ঘিতে সেদ্ধ চাল দিয়ে হালকা নেড়ে দিন। এবার তার উপর চিনি-দুধের মিশ্রণ ঢেলে দিন।
7. দম দেওয়া:
ঢেকে খুব অল্প আঁচে (চুলার নিচে তাওয়া রাখলে ভালো হয়) ১৫–২০ মিনিট দমে রাখুন। চাইলে গোলাপ জল বা কেওড়া জল ছিটিয়ে দিন।



🔹 পরিবেশন:
8. পোলাও ভালোভাবে মেশানো হলে গরম গরম পরিবেশন করুন। উপরে ভাজা বাদাম-কিসমিস মোরব্বা, বেবি সুইট , ডালিম, আনারস কুচি দিয়ে পরিবেশন করুন।



✅ টিপস:
• চিনি একটু কমিয়ে নিলে অতিরিক্ত মিষ্টি হবে না।
• দুধ ব্যবহার করলে স্বাদ আরও মোলায়েম হয়।
• কেশর না থাকলে ফুড কালারেই যথেষ্ট।

৩০-৩৫ জনের জন্য বিরিয়ানি রান্নার রেসিপি৬ কেজি চাল ও ৬ কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ নিচে দ...
04/05/2025

৩০-৩৫ জনের জন্য বিরিয়ানি রান্নার রেসিপি

৬ কেজি চাল ও ৬ কেজি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ নিচে দেওয়া হলো—

উপকরণ:

প্রধান উপকরণ:

পোলাও চাল – ৬ কেজি
মুরগির মাংস – ৬ কেজি ( ফ্রেস)

তেল-ঘি ও দুগ্ধজাত পণ্য:

সয়াবিন তেল – ২.৫ লিটার মুরগি ভাজা সহ
ঘি – ১৫০ গ্রাম
টক দই – ২০০ গ্রাম
তরল দুধ – ১/২ লিটার / গুড়ো দুধ ৩০০ গ্রাম
আলুবোখারা ১০০ গ্রাম
কিসমিস ৫০ গ্রাম

মসলা:

পেঁয়াজ – ১.৫ কেজি (বেরেস্তা ৩০০ গ্রাম ও রান্নার জন্য ১ কেজি .২০০ গ্রাম)
রসুন বাটা – ১৫০ গ্রাম
আদা বাটা – ১৫০ গ্রাম
কাঁচা মরিচ – ১৫-২০ টি
বাদাম বাটা – চিনা বাদাম ১৫০ গ্রাম, কাজু বাদাম ৫০ গ্রাম
পোস্ত দানা বাটা – ২৫ গ্রাম
টমেটো – টমেটো সস ৩৫০ এম এল

গরম মসলা (এলাচ ৭-৮ টি, দারুচিনি ৬-৭ টি, লবঙ্গ ৭-৮ টি, জয়ত্রি বাটা ১/২ চা চা, জৈফল ১ টা বাটা)

ধনে গুঁড়া – ৭৫ গ্রাম
জিরা গুঁড়া /বাটা – ১০০ গ্রাম
গোলমরিচ গুঁড়া – ২৫ গ্রাম

অন্যান্য:

আলু – ৩ কেজি (ঐচ্ছিক) ভেজে দিতে হবে।
লবণ – ২০০- ২৫০ গ্রাম /পরিমান মত (যে যেমন খাবেন)
গরম পানি – ১০ লিটার পানি
ক্যাওড়া জল - ১ চা চা
গোলাপ জল - ১ চা চা

রান্না:

কড়াইতে তেল দিয়ে মুরগির মাংস ভেজে নিন বাদামী করে, ভাজার পর যে তেল থাকবে তাতে পেয়াজ কুচি বাদামী করে ভাজুন তাতে গরম মসলা, বাদাম, আদারসুন জিরে, ধনিয়া মরিচ গুঁড়ো, জিরে বাটা ধনিয়া গুড়ো, পোস্ত দানা, গোল মরিচ গুঁড়ো, টক দই এবং লবন দিয়ে মাংসের জন্য মসলা কষিয়ে নিন। কষানো মসলায় টমেটো সস এবং টক দই দিয়ে দিন ৫ মিনিট রান্না করে তাতে ভেজে রাখা মুরগির মাংস এবং ১৫০ এম এল পানি নিয়ে রান্না করুন আরো ১০ মিনিট। মাংসের ঝোল কমে আসলে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে সামান্য ভেজে নিন। এবার চালের জন্য পরিমান মত পানি দিয়ে দিন। পানি গরম হয়ে আসলে তাতে দুধ দিয়ে দিন। নাড়তে থাকুন আর খেয়ল রাখুন যেনো নিচে লেগে না যায়। এবার ঘি এবং আলুবোখারা কিসমিস দিয়ে দিন। এভাবে পানি ৯০% শুকিয়ে আসলে ক্যাওড়া জল এবং গোলাপ জল দিয়ে নামিয়ে কয়লার দমে দিতে হবে ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর চাল গুলো উলটে পালটে দিতে হবে। হয়ে গেলে উপরে পেয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

৬+৬ কেজিতে ৩০-৩৫ জন বসে খেতে পারবেন, প্যাকেট করলে ৫০-৬০ টি প্যাকেট হবে ২০০ গ্রামের। অনেক এলাকায় ২০-২৫ জন এই খাবার শেষ করতে পারে।

19/03/2025
07/01/2025

একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকে যাচ্ছে না..
❝যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে, তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই❞🌸

কি শক্তিশালী চিন্তা!🖤

নিয়মিত মানসম্মত ইসলামিক পোস্ট পেতে এক্ষুনি আমাদের এই NAFI Entertainment পেইজটি ফলো করুন! ❤️

07/01/2025

আমি বললাম, আমি দেখতে খুবই অসুন্দর! আল্লাহ বলেন: আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে!’💙

(সূরা- আত-ত্বীন- ৯৫:৪)

18/05/2024

Hi,Everyone ☺️
I am Extremely Sorry for inactive in page 🥀
hope inshallah 🤍
Tomorrow i will active to in the page 💙
Please Support to the Post ❤️😊

😅কথা সত্যি না মিথ্যা? 😅
04/05/2024

😅কথা সত্যি না মিথ্যা? 😅

17/07/2022

HI❤️❤️
Plz suport this page🚾🚾☑️

Address


Telephone

+8801893153668

Website

Alerts

Be the first to know and let us send you an email when NAFI Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share