Future It Zone 3.0

  • Home
  • Future It Zone 3.0

Future It Zone 3.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Future It Zone 3.0, Social Media Agency, .

Web Development || Graphic Design || Digital marketing || Video Editing | SEO Optimized || Cyber Security at a Low Price ||
Call: 01617 150673
Or Visit
futureitzone.com

নতুন উদ্যোক্তা প্যাকেজ এ কি কি থাকছে?১. ডোমেইন রেজিস্ট্রেশন উদ্যোক্তার জন্য কেনো জরুরী: যে কোনো ব্যবসা শুরু করার আগেই ডো...
30/11/2024

নতুন উদ্যোক্তা প্যাকেজ এ কি কি থাকছে?
১. ডোমেইন রেজিস্ট্রেশন উদ্যোক্তার জন্য কেনো জরুরী: যে কোনো ব্যবসা শুরু করার আগেই ডোমেইন কিনতে হয়। ডোমেইন না কিনে ব্যবসা শুরু করাটা বড্ড বোকামি। কেউ ওয়েবসাইট যদি পরেও তৈরী করার মনস্থির করে, তবুও তাকে ডোমেইন কেনা উচিত। কারণ আপনার ব্যবসার নামই যদি অন্য কেউ নিয়ে নেয়, তাহলে আপনার ঐ ব্র্যান্ড এর কোনো মূল্য নেই। এজন্য ব্যবসা শুরু করার আগে প্রথম যে কাজটি করতে হয়; তা হলো ব্যবসার নামের সাথে সামঞ্জস্য রেখে ডোমেইন কিনে ফেলা। এখন প্রশ্ন হলো, ডোমেইন কেনার প্রথম ধাপ কি? সাধারণত ব্যবসার জন্য .com ডোমেইন সবচেয়ে ভালো। বিভিন্ন এনজিও কিংবা বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের জন্য সাধারণত .org ডোমেইন এক্সটেনশন, নেটওয়ার্কিং এর জন্য .net বেশি ব্যবহার করে।
মনে রাখবেন, ট্রেড লাইসেন্স এর চেয়েও বেশি জরুরী হলো ব্যবসার নামে ডোমেইন কেনা। সুতরাং ডোমেইন কেনার ব্যাপারে কার্পন্য একদমই গ্রহনযোগ্য নয়।
এই নতুন উদ্যোক্তা প্যাকেজ এ আপনি আপনার নামেই ডোমেইন রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।
২. হোস্টিং রেজিস্ট্রেশন: কোনো ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন এবং উক্ত ওয়েব সাইটটির যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা প্রদান করা হয় ওয়েব হোস্টিং এর মাধ্যমে । এক কথায়, হোস্টিং ছাড়া ওয়েবসাইট ডেভলপমেন্ট করা যায় না। এই নতুন উদ্যোক্তা প্যাকেজ এ আপনি পাবেন Litespeed Server (BDIX Hosting), Disk Space 2 GB, এবং অন্যান্য রেগুলার সুযোগ-সুবিধা।
৩. ওয়েবসাইট ডেভলপমেন্ট: আপনার ব্যবসা এর জন্য সাধারণ একটি ওয়েবসাইট ডেভলপ করে দেওয়া হবে। ই-কমার্স, কোম্পানী, সংগঠন, পোর্টফলিও, ক্লিনিক, নিউজপোর্টাল সহ যে কোনো কোম্পানীর ওয়েবসাইট তৈরী করে দেওয়া হবে। তবে পেইড থিম এই প্যাকেজ এর জন্য প্রযোজ্য হবে না।
৪. ফেসবুক পেইজ সেট-আপ: একটা ফেসবুক পেইজ এর সাধারণ কিছু কাজ যেমন-প্রোফাইল, কাভার ইমেজ, এবাউট সেকশনসহ কিছু কাজ করে দেওয়া হবে এই প্যাকেজ এ।
৫. গুগল ম্যাপ সেট-আপ: আপনার ব্যবসার লোকেশন গুগলে সাবমিট করা এবং সাধারণ কিছু কাজ করে দেওয়া হবে, যাতে করে আপনার সার্ভিস/পণ্য সম্বন্ধে অতি সহজেই গুগল সার্চ করে আপনার কোম্পানী সম্বন্ধে সম্যক ধারণা পেতে পারে। বর্তমানে অর্গানিক রিচ হওয়ার জন্য এটি খুব ভালো একটি মাধ্যম। যেখানে পেইড প্রমোশন ছাড়াই আপনি অর্ডার পেতে পারেন। ম্যাপ এ আপনার ঠিকানা গুগল রিভিউ করে লাইভ করবে। ম্যাপে লাইভ হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুগল নিশ্চিত করবে। আমরা শুধু সাবমিশন দিবো।
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01717150673

🏢 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
🌐https://futureitzone.com
অর্ডার করুতে যোগাযোগ করুনঃ
☎️ ফোনঃ +8801717-150673
💬 হোয়াটসঅ্যাপঃ https://wa.me/8801617150673

🏢কর্পোরেট অফিস : বাড়ি - ২১, লেন - ৪ , ব্লক - এ, মিরপুর ৬, ঢাকা-১২১৬

আপনি কি আপনার অগোছালো ফেসবুক পেইজ নিয়ে চিন্তিত !! সেল নেই তেমন !! অনলাইন ব্যবসার সেল বাড়াতে চাচ্ছেন ?প্রকৃতপক্ষে অসম্পূর...
30/11/2024

আপনি কি আপনার অগোছালো ফেসবুক পেইজ নিয়ে চিন্তিত !! সেল নেই তেমন !! অনলাইন ব্যবসার সেল বাড়াতে চাচ্ছেন ?

প্রকৃতপক্ষে অসম্পূর্ণ ফেসবুক পেজ থেকে ক্রেতারা প্রোডাক্ট কেনার ব্যাপারে আগ্রহ কিংবা আস্থা কোনটাই পান না। ফলে সেলস কমে গিয়ে ঘটে চূড়ান্ত পর্যায়ের ভরাডুবি।প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ করলে বিক্রি বাড়বে বহুগুণ ।

আমাদের প্যাকেজে যা যা থাকছে:-
১। প্রফেশনাল লোগো তৈরি (AI/png/psd ফাইল দেওয়া হবে)।
২। 3D প্রফাইল পিকচার তৈরি।
৩। প্রফেশনাল কাভার ফটো তৈরি।
৪। অটোমেটিক মেসেজ সেটিং।
৫। ফেসবুক ম্যাপ লোকেশন সেটিং।
৬। ওপেনিং ও ক্লোজিং টাইম সেটিং।
৭। এবাউট সেকশন কম্পিলিট (শর্ট ও লং এবাউট)।
৮। পেজ ট্যাম্পলেট ঠিক করা।
৯। পেজ ইউজার নাম ঠিক করা।
১০। পেজ ট্যাব রি-এরেন্জমেন্ট করা।
১১। মেসেজ বাটন (মেসেন্জার/হোয়াটসএপ) দেওয়া।
১২। এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করা।
সাথে আরো অনেক কিছু ।
আস্থা রাখুন Future It Zone এর দক্ষ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার ও কন্টেন্ট রাইটারদের উপরে। যাদের দ্বারা সফলতার সাথে সেলস ওরিয়েন্টেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছে, যা আপনার ফেসবুক পেজ সাজানোর পাশাপাশি সেলস বাড়াতে অত্যন্ত কার্যকর।
তাই ৫০% ডিসকাউন্ট সহ আজই প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ
💳পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, ব্যাংক |

🏢 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
🌐https://futureitzone.com
অর্ডার করুতে যোগাযোগ করুনঃ
☎️ ফোনঃ +8801717-150673
💬 হোয়াটসঅ্যাপঃ https://wa.me/8801617150673

🏢কর্পোরেট অফিস : বাড়ি - ২১, লেন - ৪ , ব্লক - এ, মিরপুর ৬, ঢাকা-১২১৬

প্রফেশনাল  ফেসবুক পেজ সেটাপ।আমাদের প্যাকেজে যা যা থাকছে:-1। ফেসবুক পেজ তৈরি2। কনটেন্ট আইডিয়া3। প্রফেশনাল কাভার ফটো তৈরি...
30/11/2024

প্রফেশনাল ফেসবুক পেজ সেটাপ।
আমাদের প্যাকেজে যা যা থাকছে:-

1। ফেসবুক পেজ তৈরি
2। কনটেন্ট আইডিয়া
3। প্রফেশনাল কাভার ফটো তৈরি।
4। প্রফেশনাল লোগো তৈরি (AI/png/psd ফাইল দেওয়া হবে)।
5।ফেসবুক মনিটাইজেশন
6। পেজ ইউজার নাম ঠিক করা।
7। অটোমেটিক মেসেজ সেটিং।
8। পেজ ট্যাম্পলেট ঠিক করা।
9। মেসেজ বাটন (মেসেন্জার/হোয়াটসএপ) দেওয়া।
10। এসইও ফ্রেন্ডলি পেজ তৈরি করা।

সাথে আরো অনেক কিছু ।
আস্থা রাখুন Future It Zone এর দক্ষ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার ও কন্টেন্ট রাইটারদের উপরে। যাদের দ্বারা সফলতার সাথে সেলস ওরিয়েন্টেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছে, যা আপনার ফেসবুক পেজ সাজানোর পাশাপাশি সেলস বাড়াতে অত্যন্ত কার্যকর।
তাই ৫০% ডিসকাউন্ট সহ আজই প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ
💳পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, ব্যাংক |

🏢 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
🌐https://futureitzone.com
অর্ডার করুতে যোগাযোগ করুনঃ
☎️ ফোনঃ +8801717-150673
💬 হোয়াটসঅ্যাপঃ https://wa.me/8801617150673

🏢কর্পোরেট অফিস : বাড়ি - ২১, লেন - ৪ , ব্লক - এ, মিরপুর ৬, ঢাকা-১২১৬

ইউটিউব চ্যানেল সেটাপ।১। প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরী করা।২। এসইও (SEO) সেটাপ করা।৩। সার্চে প্রথমে শো করানো।৪। প্রফেশনাল...
30/11/2024

ইউটিউব চ্যানেল সেটাপ।
১। প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরী করা।
২। এসইও (SEO) সেটাপ করা।
৩। সার্চে প্রথমে শো করানো।
৪। প্রফেশনাল লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, থাম্বনেইল ডিজাইন।
৫। ইন্ট্রো, আউট্রো।
৬। অর্গানিক ভাবে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানো।
(আমাদের অন্যান্য সার্ভিস, গ্রাফিক ডিজাইন,ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মর্কেটিং এবং ভিডিও এডিটিং এর জন্য যোগাযোগ করতে পারেন।)
WhatsApp:
01717-150673

আস্থা রাখুন Future It Zone এর দক্ষ ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার ও কন্টেন্ট রাইটারদের উপরে। যাদের দ্বারা সফলতার সাথে সেলস ওরিয়েন্টেড ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আসছে, যা আপনার ফেসবুক পেজ সাজানোর পাশাপাশি সেলস বাড়াতে অত্যন্ত কার্যকর।
তাই ৫০% ডিসকাউন্ট সহ আজই প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ
💳পেমেন্ট পদ্ধতিঃ
বিকাশ, রকেট, নগদ, ব্যাংক |

🏢 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
🌐https://futureitzone.com
অর্ডার করুতে যোগাযোগ করুনঃ
☎️ ফোনঃ +8801717-150673
💬 হোয়াটসঅ্যাপঃ https://wa.me/8801617150673

🏢কর্পোরেট অফিস : বাড়ি - ২১, লেন - ৪ , ব্লক - এ, মিরপুর ৬, ঢাকা-১২১৬

Address


Alerts

Be the first to know and let us send you an email when Future It Zone 3.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Future It Zone 3.0:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share