
30/11/2024
নতুন উদ্যোক্তা প্যাকেজ এ কি কি থাকছে?
১. ডোমেইন রেজিস্ট্রেশন উদ্যোক্তার জন্য কেনো জরুরী: যে কোনো ব্যবসা শুরু করার আগেই ডোমেইন কিনতে হয়। ডোমেইন না কিনে ব্যবসা শুরু করাটা বড্ড বোকামি। কেউ ওয়েবসাইট যদি পরেও তৈরী করার মনস্থির করে, তবুও তাকে ডোমেইন কেনা উচিত। কারণ আপনার ব্যবসার নামই যদি অন্য কেউ নিয়ে নেয়, তাহলে আপনার ঐ ব্র্যান্ড এর কোনো মূল্য নেই। এজন্য ব্যবসা শুরু করার আগে প্রথম যে কাজটি করতে হয়; তা হলো ব্যবসার নামের সাথে সামঞ্জস্য রেখে ডোমেইন কিনে ফেলা। এখন প্রশ্ন হলো, ডোমেইন কেনার প্রথম ধাপ কি? সাধারণত ব্যবসার জন্য .com ডোমেইন সবচেয়ে ভালো। বিভিন্ন এনজিও কিংবা বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠানের জন্য সাধারণত .org ডোমেইন এক্সটেনশন, নেটওয়ার্কিং এর জন্য .net বেশি ব্যবহার করে।
মনে রাখবেন, ট্রেড লাইসেন্স এর চেয়েও বেশি জরুরী হলো ব্যবসার নামে ডোমেইন কেনা। সুতরাং ডোমেইন কেনার ব্যাপারে কার্পন্য একদমই গ্রহনযোগ্য নয়।
এই নতুন উদ্যোক্তা প্যাকেজ এ আপনি আপনার নামেই ডোমেইন রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।
২. হোস্টিং রেজিস্ট্রেশন: কোনো ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন এবং উক্ত ওয়েব সাইটটির যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা প্রদান করা হয় ওয়েব হোস্টিং এর মাধ্যমে । এক কথায়, হোস্টিং ছাড়া ওয়েবসাইট ডেভলপমেন্ট করা যায় না। এই নতুন উদ্যোক্তা প্যাকেজ এ আপনি পাবেন Litespeed Server (BDIX Hosting), Disk Space 2 GB, এবং অন্যান্য রেগুলার সুযোগ-সুবিধা।
৩. ওয়েবসাইট ডেভলপমেন্ট: আপনার ব্যবসা এর জন্য সাধারণ একটি ওয়েবসাইট ডেভলপ করে দেওয়া হবে। ই-কমার্স, কোম্পানী, সংগঠন, পোর্টফলিও, ক্লিনিক, নিউজপোর্টাল সহ যে কোনো কোম্পানীর ওয়েবসাইট তৈরী করে দেওয়া হবে। তবে পেইড থিম এই প্যাকেজ এর জন্য প্রযোজ্য হবে না।
৪. ফেসবুক পেইজ সেট-আপ: একটা ফেসবুক পেইজ এর সাধারণ কিছু কাজ যেমন-প্রোফাইল, কাভার ইমেজ, এবাউট সেকশনসহ কিছু কাজ করে দেওয়া হবে এই প্যাকেজ এ।
৫. গুগল ম্যাপ সেট-আপ: আপনার ব্যবসার লোকেশন গুগলে সাবমিট করা এবং সাধারণ কিছু কাজ করে দেওয়া হবে, যাতে করে আপনার সার্ভিস/পণ্য সম্বন্ধে অতি সহজেই গুগল সার্চ করে আপনার কোম্পানী সম্বন্ধে সম্যক ধারণা পেতে পারে। বর্তমানে অর্গানিক রিচ হওয়ার জন্য এটি খুব ভালো একটি মাধ্যম। যেখানে পেইড প্রমোশন ছাড়াই আপনি অর্ডার পেতে পারেন। ম্যাপ এ আপনার ঠিকানা গুগল রিভিউ করে লাইভ করবে। ম্যাপে লাইভ হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুগল নিশ্চিত করবে। আমরা শুধু সাবমিশন দিবো।
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01717150673
🏢 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
🌐https://futureitzone.com
অর্ডার করুতে যোগাযোগ করুনঃ
☎️ ফোনঃ +8801717-150673
💬 হোয়াটসঅ্যাপঃ https://wa.me/8801617150673
🏢কর্পোরেট অফিস : বাড়ি - ২১, লেন - ৪ , ব্লক - এ, মিরপুর ৬, ঢাকা-১২১৬