07/06/2023
২০১৮ সালের নির্বাচনের রিটার্নিং অফিসারদের নাম পরিচয় বিস্তারিত:-
ব্যাপক জনদাবী আছে একটি বিষয়ে- মানুষ জানতে চায় ২০১৮ সালে কারা ১১ কোটি ভোটারের ভোট কেটেছিল? তাদের পরিচয় জানতে চায়। নিচে যাদের নাম লেখা হয়েছে, এরা কিন্তু গুণী মানুষ, খুব মেধাবী ছাত্রও ছিল, রীতিমত কম্পিটিশন করে নানান পরীক্ষার ভেতর দিয়ে বিসিএস পাশ করে জাতির জন্য সর্বোচ্চ সার্ভিস দিতে প্রশাসন ক্যাডারে ঢুকেছিল। কিন্তু ২০১৮ সালের ডিসেম্বরে এসে তারা তাদের পদ পদবী, দায়িত্ব কর্তব্য, মেধা, বুদ্ধি, সাহস, সার্টিফিকেট, ও ঈমানের প্রতি সদ্ব্যবহার করতে পারেননি। তখন প্রত্যেকে ছিল বাংলাদেশের একেকটি জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাপ্রশাসক। ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছিল। তাদের তাছে ফোন গিয়েছিল তখনকার সরকারের উঁচু মহল থেকে, আর তাতেই তারা কর্তব্যে ঠিক থাকতে পারেনি। অনেকে আবার দলবাজি করতে গিয়ে খুব আগ্রহভরে ঐ কম্ম করেছিল। দেশের ১১ কোটি ভোটারের ভোট কাটার বন্দোবস্ত করেছিল, অনেকেই রাতে ব্যালট ভরার অনুমতি দিয়েছিল, অবশেষে বিনাভোটের সেই প্রধানমন্ত্রী ও তার দলকে আবার নির্বাচিত ঘোষণা করা হয়। দেশের মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেনি- লুট হয়ে গেছে গণতন্ত্র। জাতি চিনে রাখুক ’বস অব ভোট ডাকাত’দের:
কোন জেলায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন- নাম ও পরিচিতি নম্বর- বর্তমানে কোথায় আছেন:
------------------------------------
নারায়নগঞ্জ- রাব্বী মিয়া (৬৩৯৫) অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রনালয়
মৌলভীবাজার- তোফায়েল ইসলাম (৬০৬৩)- অতিরিক্ত সচিব, পরিচালক, সিএমডিএস
ময়মনসিংহ- ড. সুবাস চন্দ্র বিশ্বাস (৬৪৫২) অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
বাগেরহাট- তপন কুমার বিশ্বাস (৬৪৪২)- অতিরিক্ত সচিব, এনজিও ব্যুরো
গাজীপুর- ড. দেওয়ান মুহম্ম হুমায়ুন কবির (৬৪০৭)- অতিরিক্ত সচিব, পিডি, এটুআই-৩ প্রোগ্রাম
রংপুর- এনামুল হাবিব- অতিরিক্ত সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়
সিরাজগঞ্জ- কামরুন নাহার সিদ্দিকা (৬৪১১)- অতিরিক্ত সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-প্রধানমন্ত্রীর কার্যালয়
মুন্সিগঞ্জ- সায়লা ফারজানা (৬৪১৪) অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
ফরিদপুর- উম্মে সালমা তানজিয়া (৬৪০৫) অতিরিক্ত সচিব, পাসপোর্ট অধিদপ্তর
গোপালগঞ্জ- মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার(৬৪০১) অতিরিক্ত সচিব, বিসিএস প্রশাসন একাডেমি
যশোর- মো. আবদুল আউয়াল (৬৪৫৬)- অতিরিক্ত সচিব, মিনিস্টার, বাংলাদেশে দূতাবাস আবুধাবী
রাজবাড়ি- মো. শওকত আলী (৬৪৩১)- অতিরিক্ত সচিব, গৃহায়ন মন্ত্রণালয়
বরিশাল- এস এম আজিয়র রহমান (৬৮০৩)- যুগ্মসচিব (এডিজি, পানি উন্নয়ন বোর্ড)
পটুয়াখালী- মো. মতিউল ইসলাম চৌধুরি (৬৮৭১)- যুগ্মসচিব (পরিচালক বিমান)
বান্দরবন- মো. দাউদুল ইসলাম (৬৬৮১)- যুগ্মসচিব (বানিজ্য মন্ত্রনালয়)
চাঁদপুর- মো. মাজেদুর রহমান খান (৬৬৩৯)-যুগ্মসচিব (মন্ত্রিপরিষদ বিভাগ)
কক্সবাজার- মো. কামাল হোসেন (৬৮০১)- যুগ্মসচিব (স্থানীয় সরকার বিভাগ)
কুমিল্লা- মো. আবুল ফজল মীর (৬৬৪০)- যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
ফেনী- মো. ওয়াহেদুজ্জামান (৬৮৫৮)- যুগ্মসচিব (পরিচালক বিসিক)
খাগড়াছড়ি- মো. সাহেদুল ইসলাম (৬৮৫০)-যুগ্মসচিব (পরিচালক সমাজকল্যান পরিষদ)
কিশোরগঞ্জ- মো. সায়োরার মোর্শেদ চৌধুরি (৬৮৯৬)- যুগ্মসচিব (স্বাস্থ্য শিক্ষা বিভাগ)
মানিকগঞ্জ- এস এম ফেরদৌস (৬৮১৯)- যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
নরসিংদি- সৈয়দা ফারহানা কাওনাইন (৬৮৯৪)- যুগ্মসচিব (সড়ক পরিবহন বিভাগ)
শরীয়তপুর- কাজী আবু তাহের (৬৭৩১)- যুগ্মসচিব (এডিজি পরিবেশ অধিদপ্তর)
চুয়াডাঙ্গা- গোপাল চন্দ্র দাস (৬৯২৩)- যুগ্মসচিব (পাট ও বস্ত্র মন্ত্রনালয়)
ঝিনাইদহ- সরোজ কুমার নাথ (৬৮৪১)- যুগ্মসচিব (শিক্ষা মন্ত্রনালয়)
কুষ্টিয়া- মো. আসলাম হোসেন (৬৬৪৪)- যুগ্মসচিব (পরিকল্পনা মন্ত্রনালয়)
মাগুড়া- মো. আলী আকবর (৬৯১২)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রনালয়)
নেত্রকোনা- ময়নুল ইসলাম (৬৬৪৬) উপসচিব (স্বাস্থ্য শিক্ষা বিভাগ)
শেরপুর- আনারকলি মাহবুব (৬৮৮৬)- যুগ্মসচিব (মন্ত্রিপরিষদ বিভাগ)
চাপাইনবাবগঞ্জ- এ জেড এম নুরুল হক (৬৭৩৩) যুগ্মসচিব (অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা)
নাটোর- মোহাম্মদ গোলামুর রহমান- উপ সচিব (মারা গেছেন)
পাবনা- মো. জসিম উদ্দিন (৬৮১১)- উপসচিব (স্থানীয় সরকার বিভাগ)
রাজশাহী- এস এম আবদুল কাদের (৬৯১৬)- যুগ্মসচিব (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ)
গাইবান্ধা- সেবাস্তিন রেমা (৬৮৪১)- যুগ্মসচিব (ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়)
গাইবান্ধা- আব্দুল মতিন (সোবাস্তিনের স্থলে) যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
কুড়িগ্রাম- মোছা সুলতানা পারভীন (৬৮৮৪)- যুগ্মসচিব (ওএসডি-এনডিসি কোর্সের জন্য)
নীলফামারী- নাজিয়া শিরিন (৬৮৭৪)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
হবিগঞ্জ- মাহমুদুল কবির মুরাদ (৬৮৯৯)- যুগ্মসচিব (মেম্বার পিডিবি)
সুনামগঞ্জ- মোহাম্মদ আবদুল আহাদ (৬৮০৬)- যুগ্মসচিব (ওএসডি-এনডিসি কোর্সের জন্য)
ভোলা- মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক (৬৮০৫)- যুগ্মসচিব (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন)
চট্টগ্রাম- মোহামাম্দ ইলিয়াস হোসেন (৬৭৫০)- যুগ্মসচিব (জ্বালানী মন্ত্রণালয়)
জয়পুরহাট- মোহাম্মদ জাকের হোসেইন (৬৭২৯) যুগ্মসচিব (পরিচালক বিসিক)
খুলনা- মোহাম্মদ হেলার হোসেন (৬৮৮৯) যুগ্মসচিব (স্বাস্থ্যসেবা বিভাগ)
লক্ষীপুর- অঞ্জন চন্দ্র পাল (৬৭৭৮) যুগ্মসচিব (ত্রান মন্ত্রণালয়)
নওগাঁ- মো. মিজানুর রহমান (৬৭৩৭)- যুগ্মসচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়)
রাঙ্গামাটি- এ কে এম মামুনুর রশিদ (৬৭৮২)- যুগ্মসচিব (খাদ্য মন্ত্রণালয়)
ঝালকাঠি- মো. হামিদুল হক (৬৫৭৩)- যুগ্মসচিব (মন্ত্রিপরিষদ বিভাগ)
নোয়াখালী- তন্ময় দাস (৬৫৩৭)- যুগ্মসচিব (সদস্য রাজউক)
ঢাকা- আবু সালেহ মো. ফেরদৌস খান (৬৫১৫)- যুগ্মসচিব (পিডি আশ্রায়ন প্রকল্প)
মাদারীপুর- মো. ওয়াহেদুল ইসলাম (৬৪৯০)- যুগ্মসচিব (ফায়ার সার্ভিস )
জামালপুর- আহমেদ কবির (৬৫০২)- উপসচিব, ওএসডি
লালমনিরহাট- মোহাম্মদ শফিউল আরিফ (৬৫৫০) যুগ্মসচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়)
বগুড়া- ফয়েজ আহমদ (৬৪৯৩)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
ঠাকুরগাঁও- ড. কে এম কামরুজ্জামান সেলিম (১৫০১০)- যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
বরগুনা- কবির মাহমুদ (১৫০১৫)- যুগ্মসচিব (স্থানীয় সরকার বিভাগ)
পিরোজপুর- আবু আলী মে. সাজ্জাদ হোসেন (১৫০৬৭)- যুগ্মসচিব (শিক্ষামন্ত্রীর পিএস)
ব্রাক্ষ্মনবাড়িয়া- হায়াত-উদ-দৌলা খান (১৫১২৫)- যুগ্মসচিব (জননিরাপত্তা বিভাগ)
টাঙ্গাইল- মো. শহিদুল ইসলাম (১৫০৩২) যুগ্মসচিব (মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়)
শেরপুর- মো. আতাউল গনি (১৫০৬৪)- যুগ্মসচিব (রাষ্ট্রপতির কার্যালয়)
নড়াইল- আঞ্জুমান আরা (১৫১৭৭) যুগ্মসচিব (স্বাস্থ্য সেবা বিভাগ)
সাতক্ষীরা- এস এম মোস্তফা কামাল (১৫১৪৫) উপসচিব শিপিং মিনিস্ট্রি
দিনাজপুর- মো. মাহমুদুল আলম (১৫০২৮) যুগ্মসচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)
পঞ্চগড়- সাবিনা ইয়ামিন (১৫০৫৭) যুগ্মসচিব (কৃষি মন্ত্রণালয়)
সিলেট- এম এমদাদুল ইসলাম (১৫১০২) যুগ্মসচিব (মিনিস্টার বাংলাদেশ দূতাবাস সৌদিআরব)