12/08/2025
🌸 আগস্টের ভালোবাসা আর এক কাপ চা ☕🍃
আগস্ট মাসটা আমার কাছে শুধু একটা মাস নয় এটা আমার সবচেয়ে পছন্দের মাস।
এই মাসেই আমার জন্মদিন, আর এই মাসেই আমার বিয়ের দিন। 💖
তাই ভেবেছি, এই আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে ভাগ করে নিই আপনাদের সাথে, আমার প্রিয় চা খোর পরিবারের সাথে।
কারণ, ভালোবাসা ভাগ করলে তবেই তো পূর্ণ হয়🤎।
‼️‼️‼️তাই, আগস্টের আজকের দিনে থাকছে আপনার প্রিয় চায়ে প্রতি কেজিতে
১০% ডিসকাউন্ট‼️‼️‼️
যেন আপনি আমার আনন্দের দিনে আপনার কাপ ভরে নিতে পারেন সেই স্বাদে, যা প্রতিদিনকে করে তোলে একটু সুন্দর।
চলুন, একসাথে চায়ের সুবাসে ভিজে যাই এই আগস্টে।
কারণ, “চা খোর” শুধু চা বিক্রি করে না এটা ভাগ করে নেয় গল্প, স্মৃতি আর ভালোবাসা।