
28/07/2024
১৭ বছরের বাচ্চা ছেলেকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত!!
আদালতের বিচারপতিরা কি সংবিধান জানে না?
এই রায় স্পষ্ট বুঝিয়ে দেয় বিচার বিভাগকে কিভাবে সরকার অপব্যবহার করছে!! এটা নি:সন্দেহ বর্বরতা। ফাইয়াজের জায়গায় আজ আমার ছোট ভাই থাকতে পারতো, আপনার সন্তান ও হতে পারতো! তবুও রাজনীতির একগুয়েমি সাপোর্টার হওয়ায় আমরা এসব নিয়ে প্রতিবাদ করিনা! কারন আমাদের দলের বিপক্ষে সিদ্ধান্ত চলে যায় এজন্য।
এখানে রাজনীতি আর দলের চেয়ে বড় বিষয় আমাদের দেশের আইন সংবিধান সবকিছুকে তোয়াক্কা করে আদালত একটা শিশুকে ৭ দিনের রিমান্ড দিতে পারে না। তার বিষয়ে সিদ্ধান্ত নিবে শিশু আদালত। দেশের আইন অনুযায়ী একজন ১৭ বছরের ছেলে শিশু হিসেবে গণ্য হয়! ফাইয়াজ'কে কিভাবে রিমান্ড দিতে পারে? যেভাবে আজ শিশু ফাইয়াজের সাথে অন্যায় করা হচ্ছে একটা সময় আমার আপনার সাথে এরকম অন্যায়/জুলুম করা হবে জনগণ নিরব থাকবে কারন আমাদের উপর না পরলে আমরা কথা বলি না প্রতিবাদ করিনা এর একটাই কারন আমরা বাঙালি স্বার্থপর একটা জাতি। অন্যের সাথে অন্যায় হলে আমরা প্রতিবাদ করতে গেলে স্বার্থ খুঁজি রাজনীতি খুঁজি কিন্তু নিজের সাথে অন্যায় হলে আমরা আইন আর বিচার খুঁজি!!