Kath Golap

Kath Golap মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না

🇧🇩 বিজয়ের মাস: ডিসেম্বর ১ ডিসেম্বর ১৯৭১ ইয়াহিয়াকে বাংলাদেশ থেকে সৈন্য অপসারণ করতে বলেন ইন্দিরা গান্ধী‘বাংলাদেশ’ রাষ্ট্রে...
01/12/2025

🇧🇩 বিজয়ের মাস: ডিসেম্বর

১ ডিসেম্বর ১৯৭১
ইয়াহিয়াকে বাংলাদেশ থেকে সৈন্য অপসারণ করতে বলেন ইন্দিরা গান্ধী

‘বাংলাদেশ’ রাষ্ট্রের পরিচয়ে মাথা তুলে দাঁড়াবার চূড়ান্ত বিজয়ের মাস ডিসেম্বর। সেই অনন্য অর্জন অন্যদিকে এই ডিসেম্বর স্বজন হারানোর মাস। ৩০ লাখ প্রাণ ও অসংখ্য নারীর সম্ভ্রম হারানোর বেদনা মিশে আছে এই বিজয়ের ক্ষণে।

জাতির জীবনে আবারও এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। কোটি মানুষের হৃদয়ে এই ডিসেম্বর আসে প্রেরণা, প্রতিজ্ঞার বার্তা নিয়ে। প্রতিকূল পরিস্থিতিকে পরাজিত করে সুন্দর, সত্যের পথে লড়াইয়ের সঞ্জীবনী শক্তি লুকিয়ে রয়েছে এই ডিসেম্বরে। আজ পহেলা ডিসেম্বর। ১৯৭১ সালের এই সময়ে সারা দেশে মুক্তিযুদ্ধ সর্বাত্মক রূপ পেয়েছে। পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে। সারা দেশে চলতে থাকে ব্যাপক যুদ্ধ।

এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টের উচ্চ পরিষদে বক্তৃতাকালে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণের নির্দেশ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান। এই বক্তৃতায় তিনি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ ও ভারতের জনসাধারণকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

১৯৭১ সালে এই দিনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা তত্পরতা বৃদ্ধি পাওয়ার ফলে পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তাদের নির্দেশে সামরিক বাহিনীর লোকেরা পুনরায় গ্রামবাসীকে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার বর্বর অভিযান শুরু করেছে। গেরিলা সন্দেহে জিঞ্জিরার কত জন যুবককে যে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছে তার ইয়ত্তা নেই। বুড়িগঙ্গার অপর পাড়ের এই গ্রামটিতে অন্তত ৮৭ জনকে সামরিক বাহিনীর লোকেরা হত্যা করেছে। এদের অধিকাংশই যুবক। নারী ও শিশুরাও ওদের হাত থেকে রেহাই পায়নি।

এদিন রাওয়ালপিন্ডিতে একজন সরকারি মুখপাত্র জানায়, অধুনালুপ্ত আওয়ামী লীগ-প্রধান শেখ মুজিবুর রহমানের বিচার এখনো শেষ হয়নি। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের চারটি রণাঙ্গণে যে আক্রমণাত্মক চাপ সৃষ্টি হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে।

’৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা অপারেশন চালিয়ে ঢাকায় দুজন মুসলিম লীগ কর্মীকে হত্যা করে। বাকি দুজনকে বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, মুক্তিযোদ্ধারা শেষ রাতের দিকে সিলেটের শমশেরনগরে অতর্কিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীকে নাজেহাল করে তোলে। মুক্তিবাহিনীর তীব্র আক্রমণে পাকিস্তানি বাহিনী এই এলাকা থেকে পালাতে শুরু করে। মুক্তিবাহিনী টেংরাটিলা ও দুয়ারাবাজার মুক্ত ঘোষণা করে। মুক্তিবাহিনীর অপারেশন অব্যাহত থাকায় পাকিস্তানি বাহিনী এই জেলার গারা, আলিরগাঁও, পিরিজপুর থেকে তাদের বাহিনী গুটিয়ে নিতে বাধ্য হয়।

এদিকে, পিপলস পার্টির ঢাকা অফিস বোমা বিস্ফোরণের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জুলফিকার আলি ভুট্টো দুই মাস আগে এ অফিস উদ্বোধন করেন। রাঙ্গামাটিতে ব্যাপটিস্ট মিশনে হানাদার বাহিনী কর্তৃক আক্রান্ত হয়ে চার্লস আর হাউজার নামে একজন ধর্মযাজক এবং বহু বাঙালি সন্ন্যাসী নিহত হন।

#বঙ্গবন্ধু #বাংলাদেশ #মুক্তিযুদ্ধ #ইন্দিরাগান্ধী ি

01/12/2025

🔥 সন্দীপ কেরাত প্রতিযোগিতায় জঙ্গি পাকিস্তানের স্লোগান!

🔥 বিএনপির আমলে ২০০৫ সালে বিডিআর প্রধান হওয়া মেজর জেনারেল জাহাঙ্গীরকে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী সংঘটিত পিলখানা হত‍্যাকাণ্ড...
01/12/2025

🔥 বিএনপির আমলে ২০০৫ সালে বিডিআর প্রধান হওয়া মেজর জেনারেল জাহাঙ্গীরকে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী সংঘটিত পিলখানা হত‍্যাকাণ্ডের তদন্ত কমিটির প্রধান করা হয়।

আজ অবৈধ ইউনুস সরকারের তদন্ত কমিশন যে ফরমায়েশী রিপোর্ট প্রকাশ করেছে সেই আলোকে তো জেনারেল জাহাঙ্গীরের তদন্ত কমিটির রিপোর্ট মিথ‍্যা ও বানোয়াট হিসেবেই ধরতে হবে।

তাহলে এই মিথ‍্যা ও বানোয়াট রিপোর্ট তৈরীর অপরাধে সে সময়ের তদন্ত কমিটি প্রধান, বর্তমানে অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টার বিচার কেন হবেনা ?

কেন তাকে আজ গ্রেফতার করা হচ্ছেনা ?

01/12/2025
🔥 তাঁর মানে সুদির জন্য বাংলাদেশ ও কয়দিন পরে দূতাবাস বন্ধের ঘোষণা আসছে।
30/11/2025

🔥 তাঁর মানে সুদির জন্য বাংলাদেশ ও কয়দিন পরে দূতাবাস বন্ধের ঘোষণা আসছে।

🔥 দেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে এরকম সাজানো নির্বাচন আমরা হতে দেবো না- বিবিস বাংলা-কে সজীব ওয়াজেদনির্বাচনের ব্যাপারে আওয়াম...
30/11/2025

🔥 দেশের অর্ধেক ভোটার বাদ দিয়ে এরকম সাজানো নির্বাচন আমরা হতে দেবো না
- বিবিস বাংলা-কে সজীব ওয়াজেদ

নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কী–– এ প্রশ্নে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন, এ ব্যাপারে আওয়ামী লীগের অবস্থানটা স্পষ্ট।

"আমরা একটা এইরকম সাজানো নির্বাচন, দেশের অর্ধেক ভোটারদের বাদ দিয়ে- আমরা হতে দেবো না। আমরা আন্দোলন করবো। আমাদের তারা আর কোনো পথ ছাড়ে নাই। আপনি যখন কাউকে সবদিক থেকে বেধে দেবেন তখনতো তার আন্দোলন ছাড়া কোনো পথ থাকে না।"

🔥 যারা মিডিয়া ঘোষণা  করেছিলো 5 ই আগষ্ট বিপ্লব  সফল না হলে স্বসস্র বিপ্লব ও যুদ্ধের  ডাক দিয়েছিলো  সে অস্র গুলো কোথায়  এব...
30/11/2025

🔥 যারা মিডিয়া ঘোষণা করেছিলো 5 ই আগষ্ট বিপ্লব সফল না হলে স্বসস্র বিপ্লব ও যুদ্ধের ডাক দিয়েছিলো সে অস্র গুলো কোথায় এবং ঐ অস্র গুলোর কয়টি অস্র এপর্যন্ত সেনাবাহিনী উদ্ধার করেছে ?

🔥 অতিরিক্ত কোনো কিছুই ভালো না।
30/11/2025

🔥 অতিরিক্ত কোনো কিছুই ভালো না।

😭 ৫ আগষ্টের পর থেকে আদালতে ইউনুস সরকারের মৌন সম্মতিতে ম'ব হতো। সেটার সংস্কার হয়েছে। এখন সরাসরি গু*লি করা হচ্ছে...
30/11/2025

😭 ৫ আগষ্টের পর থেকে আদালতে ইউনুস সরকারের মৌন সম্মতিতে ম'ব হতো। সেটার সংস্কার হয়েছে। এখন সরাসরি গু*লি করা হচ্ছে...

30/11/2025
😂 BNP নেতারা যেহেতু বলছে বেগম খালেদা জিয়া কে শেখ হাসিনা জেলখানায় বিগত ১৫ বছর খাবারে বিষ খাওয়াইয়া রাখছে তা-ই ---এখন বিষক্...
29/11/2025

😂 BNP নেতারা যেহেতু বলছে বেগম খালেদা জিয়া কে শেখ হাসিনা জেলখানায় বিগত ১৫ বছর খাবারে বিষ খাওয়াইয়া রাখছে তা-ই ---এখন বিষক্রিয়া হয়েছে।
তাহলে শেখ হাসিনার বিষেরও মানুষের জীবন বেঁচে থাকে।

29/11/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kath Golap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kath Golap:

  • Want your business to be the top-listed Media Company?

Share