AHB 71

AHB 71 ৭১এর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত সত্য। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আপোষহীন।
(1)

শোক বার্তা বর্ষিয়ান রাজনীতিবিদ,:৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ রাজ...
29/09/2025

শোক বার্তা

বর্ষিয়ান রাজনীতিবিদ,:৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ
রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুক, আমিন।

26/09/2025
10/09/2025

ডাকসু নির্বাচন।
একটা প্যানেলে প্রার্থী সংখ্যা ২৭. ঐই প্যানেলে সর্বোচ্চ একজন ভোট পাউছে ১২ টা।
অন্তত প্যানেলের সদস্যরা ভোট দিলে ভোট হওয়ার কথা ২৭ টা। এইখানে সেইরকম হয়নি।
৬০% বেঈমানী হয়ছে।
যদি বেঈমানী না হয়ে প্রত্যেক সদস্য একে অপরকে ভোট দেয়, ২৭ টা ১৫ টা ভোট গেল কোথায়??

#না #কথা #একটা

10/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিসির টেবিল থাপরিয়ে কথা বলা খারাপ কাজ।অনেকে এই নিয়ে কথা বলে প্রতিবাদ জানাতে দেখা যায়। ছাত্র দলের ঢাবি সভাপতি গনেশকে বেয়াদব বলে অনেকে স্ট্যাটাস দিতে দেখা যাচ্ছে।

অনেকের এই প্রতিবাদ করা বা প্রতিবাদ জানানো তাদের নীতি নৈতিকতা বিরোধী মনে করি। যখন বিরোধী পক্ষকে লাঞ্ছিত করে থখন বাহবা সাপোর্ট করে গেছেন। এখন আসছেন প্রতিবাদ জানাতে!!
ধিক্কার আপনাদের এই দৈত নীতিকে।

গত এক বছরে সারা বাংলাদেশে শত শত শিক্ষককে জুতার মালা পড়িয়ে নতুবা মব করে লাঞ্ছিত বা হেনস্তা করে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বাহির করে দিয়েছেন। তখন আপনাদের এই বেয়াদব বলা শব্দটা বা প্রতিবাদ দেওয়া কোথায় ছিল? তখন আপনারা প্রতিবাদ না করে আরও উচকে দিয়েছিলেন মবের সহযোগী হয়েছিলেন। তার ধারাবাহিকতায় এখন চলমান ---.।

#এই #এই #এই

08/09/2025
06/09/2025

ঢাকা জেলা ছাত্র লীগের মিছিল।

06/09/2025

হাটহাজারীতে দুই ধর্মীয় গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া।
প্রশাসনের ১৪৪ দ্বারা জারি।

05/09/2025

কবর থেকে তুলে রাস্তায় এনে নুরা পাগলার লাশ পুড়িয়ে দিল তৌহিদী জনতা।

31/08/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when AHB 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AHB 71:

  • Want your business to be the top-listed Media Company?

Share