Learn With Nahid

Learn With Nahid Know about yourself. Never hurt someone if you can't help them.

08/12/2025

যারা ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর নিয়ে কাজ করেন, অথবা যারা UI/UX ডিজাইন নিয়ে কাজ করেন, এবং যারা কোড করতে ভয় পান — এই কমপ্লিট এলিমেন্টর টেম্পলেট কিট ডিজাইন কোর্সটি তাদের জন্য স্পেশাল। আমি আমার এই কোর্সে দেখিয়েছি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি এলিমেন্টর টেম্পলেট কিট ডিজাইন করে সেটাকে থিমফরেস্টে অ্যাপ্রুভ করিয়ে সেল করতে পারেন। শুধু মাত্র এলিমেন্টর টেম্পলেট কিট ডিজাইন করে থিমফরেস্টে সেল করার মাধ্যমেই প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ইনকাম করা সম্ভব। তবে অবশ্যই কঠোর পরিশ্রম এবং সঠিক গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে।

ডিসেম্বর ২০২৫-এ যেখানে থিমফরেস্টে HTML টেম্পলেট আছে ২৩,০০০+ সেখানে এলিমেন্টর টেম্পলেট কিট ডিজাইন আছে মাত্র ৬,৫০০+। তার মানে আগামী ৩–৪ বছর এলিমেন্টর টেম্পলেট কিট ডিজাইন নিয়ে কাজ করে খুব ভালো একটি প্যাসিভ ইনকাম করা সম্ভব। যদি আপনি কাজ শেখার পর প্রতি মাসে ৪ থেকে ৫টা আইটেম ডিজাইন করে থিমফরেস্টে অ্যাপ্রুভ করতে পারেন, তাহলে ১ বছর পর আপনার প্রোফাইলে ৪০ থেকে ৫০টা আইটেম অ্যাপ্রুভ থাকবে। এবং প্রতিদিন যদি মিনিমাম ২টা আইটেমও আপনার প্রোফাইল থেকে সেল আসে তাহলে এক মাসে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা অনায়াসেই ইনকাম করা সম্ভব।

তবে এই জার্নি মোটেও সহজ নয়। যারা কঠিন পরিশ্রম করতে এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেন তারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমি নিজে এই টার্গেট নিয়ে কাজ করছি এবং আপনাদের সাথে এই কোর্সের মাধ্যমে সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। যারা লং-টাইমের কথা চিন্তা করে প্যাসিভ ইনকাম করার কথা ভাবছেন, এখনই সময় এলিমেন্টর টেম্পলেট কিট ডিজাইন নিয়ে থিমফরেস্টে কাজ করার। এর জন্য যা কিছু প্রয়োজন এবং যত ধরনের রিসোর্স, ফাইল সাপোর্ট দরকার তার সবকিছু পাবেন আমার থেকে ইনশাআল্লাহ।

টেমপ্লেট কিট ডিজাইনের জন্য আপনার কোনো ফিগমা ডিজাইনের প্রয়োজন হবে না। কারণ একটি থিম ডিজাইন করতে সর্বোচ্চ ৫–৭ দিন সময় লাগবে যদি আপনি এক্সপার্ট হন। এরপরও যদি হার্ড রিজেক্ট বা সফট রিজেক্ট আসে, সেটাকে ১–২ দিনের মধ্যেই রিডিজাইন করে রিসাবমিট করতে পারবেন। কিভাবে কোনো প্রকার ফিগমা ডিজাইন ছাড়াই বিভিন্ন থিম দেখে ইউনিক ডিজাইন করতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কোর্সে।

সাপোর্ট কিভাবে পাবেন?
আপনি পার্সোনালভাবে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবেন। কাজ করতে গিয়ে যখন কোথাও আটকে যাবেন, সরাসরি আমার সাথে কথা বলে তা সলভ করে নিতে পারবেন — যেন কোথাও আটকে থাকতে না হয়।

কোর্স এ যেই টেমপ্লেট টি শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করে দেখানো হয়েছেঃ
https://netwise.learnwithnahid.com/

কোর্স অফার প্রাইস: ১০০০ টাকা

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://learnwithnahid.com/courses/complete-elementor-template-kit-design-themeforest-approval/

অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন:
০১৭৪০০০৮০০৬

08/12/2025

এখন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ থিমফরেস্ট এ টু জেড কোর্স এর সব থেকে বড় ডিসকাউন্ট অফার। যা এর আগে কখনো দেইনি। শুধুমাত্র পরবর্তী ২০ জন পাবেন মাত্র ১ হাজার টাকায় অ্যাডমিশন নেয়ার সুযোগ। যেখানে শুধুমাত্র একটি কোর্স থেকেই আপনি একদম বেসিক HTML, CSS, SASS, Bootstrap, Tailwind Css, JavaScript এবং jQuery-এর প্রায় ২০-২৫টি প্লাগইন হাতে-কলমে শিখতে পারবেন। GSAP Animation ব্যবহার করে কিভাবে ওয়েবসাইটে Animation এড করবেন তাও শিখতে পারবেন এই কোর্স থেকেই। এরপর শুরু হবে আমাদের মূল ThemeForest প্রজেক্ট। যেখানে একটি HTML, React Js এবং একটি Next Js টেমপ্লেট শুরু থেকে শেষ পর্যন্ত ডেভেলপমেন্ট করে ThemeForest-এ অ্যাপ্রুভ করে দেখিয়েছি। তাই অফার প্রাইস মিস করতে না চাইলে এখনই আপনার এডমিশন কনফার্ম করুন।

এডমিশন নিতে ভিজিট করুনঃ
https://learnwithnahid.com/courses/complete-front-end-development-with-themeforest-a-2-z-new/

🔴 কি কি শিখবো আমরা এই কোর্স এ?

✅ Figma
✅ HTML
✅ CSS
✅ SASS
✅ Bootstrap 5
✅ Tailwind CSS
✅ JavaScript (JS)
✅ jQuery
✅ React JS
✅ GSAP Animation
✅ AOS Animation
✅ Parallax Scrolling
✅ Type.js
✅ Tilt.js
✅ Magnific Popup.js
✅ Odometer.js
✅ Chosen.js
✅ Slick Slider & Slick Animation
✅ Swiper Slider
✅ Chart.js
✅ Water Ripple.js
✅ Custom Mouse Cursor Effect
✅ Countdown Timer
✅ ThemeForest Account Creation & Verification
✅ Creating Theme Documentation
✅ Working Contact Form with PHP
✅ Submitting & Getting Themes Approved on ThemeForest
✅ React.js Template Development for ThemeForest
✅ Next.js Template Development for ThemeForest

🔴 কি কি প্রোজেক্ট করবো থিমফরেস্ট এর জন্যেঃ
🔗 https://themeforest.net/item/bricklix-modern-construction-building-figma-template/56359729
🔗 https://themeforest.net/item/netwise-it-solutions-technology-react-js-template/57126418?s_rank=3

তাহলে আর দেরি কেন? আপনার স্কিল বাড়াতে এবং ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে নিতে আজই এনরোল করুন আমাদের এই এক্সক্লুসিভ কোর্সে।

📌 এডমিশন নিতে ভিজিট করুনঃ
https://learnwithnahid.com/courses/complete-front-end-development-with-themeforest-a-2-z-new/

📞 আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01740008006

03/12/2025

এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন - টেস্টিমোনিয়াল স্লাইডার কিভাবে ডিজাইন করবেন তা দেখিয়েছি এই ভিডিও তে।

02/12/2025

টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের ওয়েবসাইটের ডাটাবেসে সমস্যা দেখা দিয়েছে, যার ফলে কিছু সময়ের জন্য সাইটটি ডাউন ছিল। আমরা ওয়েবসাইট পুনরুদ্ধার (restore) করেছি, তবে দুঃখজনকভাবে কিছু স্টুডেন্টের ডাটা হারিয়ে গেছে।
যেসব স্টুডেন্ট কোর্স কিনেছিলেন কিন্তু এখন অ্যাক্সেস পাচ্ছেন না, তারা দয়া করে ইনবক্স/মেসেজে যোগাযোগ করবেন।
আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করে কোর্সটি কিনলে আমি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস দিয়ে দিবো।
আপনাদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

Call now to connect with business.

02/12/2025

এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন - মারকিউ টেক্সট স্লাইডার কিভাবে ডিজাইন করবেন তা দেখিয়েছি এই ভিডিও তে।

আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ৩০ ট লেসন এড হয়েছে কোর্স এ। যারা এডমিশন নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিয়েন অফার প্রাইস থাকতে থাকতে...
16/11/2025

আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ৩০ ট লেসন এড হয়েছে কোর্স এ। যারা এডমিশন নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিয়েন অফার প্রাইস থাকতে থাকতে।
অলরেডি আমার স্টুডেন্টস রা ভিডিও দেখার পাশা পাশি থিমফরেস্ট এর জন্যে প্রজেক্ট বানানোও শুরু করে দিয়েছেন। আপনি কেন অপেক্ষা করছেন? যদি পেসিব ইনকাম এর ভালো মাধ্যম চান তাহলে এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন হতে পারে আপনার জন্যে বেষ্ট চয়েজ ইনশাআল্লাহ।

16/11/2025

এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন - হিরো সেকশন কিভাবে ডিজাইন করবেন তা দেখিয়েছি এই ভিডিও তে।

অফার প্রাইস মিস না করতে চাইলে দ্রুত আপনার এডমিশন করফার্ম করুন

আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন কোর্স এ ১০ জন এডমিশন নিয়েছেন। যেখানে এখনো আমি কোর্স এর ডিটেইলস...
15/11/2025

আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন কোর্স এ ১০ জন এডমিশন নিয়েছেন। যেখানে এখনো আমি কোর্স এর ডিটেইলস টাই লিখতে পারিনি শুধু মাত্র ১৭ টা ভিডিও পাবলিশ করেছি। তার মানে বুঝতেই পারছেন যে এই কোর্স টার ভেলু কেমন হতে পারে। বর্তমানে থিমফরেস্ট এ ভালো চাহিদা থাকাতেই স্টুডেন্টরা এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন এর বিষয়ে অনেক আগ্রহী। আপনিও শুরু করতে পারেন এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন এর মাধ্যমে থিমফরেস্ট এর যাত্রা।

15/11/2025

নভেম্বর ২০২৫ অনুযায়ী থিমফরেস্টে HTML টেমপ্লেটের সংখ্যা ২৩,০০০+ যেখানে এলিমেন্টর টেমপ্লেট কিটে রয়েছে ৬,৫০০+ আইটেম।
এর মানে খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে আগামী ৩ থেকে ৪ বছর ইনশাআল্লাহ এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইনের মাধ্যমে একটি ভালো আয়ের সুযোগ তৈরি হবে।

সুতরাং যারা ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর নিয়ে কাজ করেন, তারা খুব সহজেই টেমপ্লেট কিট ডিজাইন করে থিমফরেস্টে কাজ শুরু করতে পারেন।
এছাড়াও যারা UI ডিজাইন করেন কিন্তু কোড করতে ভয় পান, তারাও এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইনের মাধ্যমে থিমফরেস্ট থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন।

তবে অবশ্যই সময় নিয়ে সঠিকভাবে কাজ শিখতে হবে এবং নিয়ম মেনে কাজ করতে হবে। তাহলেই আগামি ১ বছরে ভালো কিছু করা সম্ভব।

আমি ভিডিওতে একটা ছোট উদাহরণ দেখিয়েছি যেখানে একটি প্রোফাইল মাত্র ৩ দিনে ৪১টি সেল পেয়েছে, এবং তাদের ৩ দিনের আয় ৫৪,০০০ টাকার বেশি।
তাই আপনি যদি আগামী ১ বছর নিয়মিত পরিশ্রম করে ৪০–৫০টি আইটেম এপ্রুভ করাতে পারেন, তাহলে মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত প্যাসিভ ইনকাম করা একদমই সম্ভব।

যারা এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইনে কাজ করতে চান, এখনই শুরু করুন ইনশাআল্লাহ।

🔥 কোর্স অফার

কোর্সে বর্তমানে অফার প্রাইস ১,০০০ টাকা — আগামী ৫ দিন এই প্রাইস থাকবে।
এর পরে দাম বাড়তেও পারে, কিংবা একই থাকতে পারে।

সুতরাং যারা এ বিষয়ে কাজ করতে চাচ্ছেন, দ্রুত অ্যাডমিশন কনফার্ম করুন।

11/11/2025

এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন - হেডার সেকশন কিভাবে ডিজাইন করবেন তা দেখিয়েছি এই ভিডিও তে।

আলহামদুলিল্লাহ।এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন কোর্স পাবলিশ হওয়ার সাথে সাথে স্টুডেন্ট এডমিশন নেওয়া শুরু করেছেন। এখন অফার প...
11/11/2025

আলহামদুলিল্লাহ।
এলিমেন্টর টেমপ্লেট কিট ডিজাইন কোর্স পাবলিশ হওয়ার সাথে সাথে স্টুডেন্ট এডমিশন নেওয়া শুরু করেছেন। এখন অফার প্রাইস এ পাচ্ছেন ১০০০ টাকা তে।

যারা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে থিমফরেস্ট এ কাজ করতে চাচ্ছিলেন, কিন্তু সঠিক গাইডলাইন পাননি এতদিন। ইনশাআল্লাহ এই কোর্স ট...
11/11/2025

যারা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে থিমফরেস্ট এ কাজ করতে চাচ্ছিলেন, কিন্তু সঠিক গাইডলাইন পাননি এতদিন। ইনশাআল্লাহ এই কোর্স টি তাদের জন্যে। অলরেডি আমাদের কোর্স পাবলিশ হয়েছে। যারা অফার প্রাইস এ এডমিশন নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড হতে থাকবে। আপনাদের প্রোফাইলে টেমপ্লেট এপ্রোভ হওয়া পর্যন্ত সকল প্রকার সাপোর্ট আমি দিবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের কে সাহস রেখে কাজ করে যেতে হবে।

Address

Phulpur
Mymensingh
2250

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Nahid:

Share