11/08/2025
লোকেশন: ডোবরা গ্রাম, মিলগেট, বোয়ালমারী থানা, ফরিদপুর।
আজ আমাদের এলাকার জনগণ এক চোরকে হাতে-নাতে ধরে ফেলে। দীর্ঘদিন ধরে এই এলাকায় চুরির ঘটনায় মানুষ ভোগান্তিতে ছিল। অবশেষে স্থানীয়রা একজোট হয়ে তাকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেওয়ার আগে গণধোলাই দেয়।
⚠️ চুরি বন্ধ হোক, এলাকায় শান্তি ফিরে আসুক—এটাই সবার দাবি।