23/04/2025
এমন দেশ আমরা চাইনি,
যেখানে ভালো-মন্দ নিয়ে প্রশ্ন তোলা হবে অপরাধ,
যেখানে সত্য বলার আগে দশবার ভাবতে হয়—'কি বললে বিপদ হয়?'
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিলো দেশটাকে ভালো রাখার জন্য,
যেখানে প্রতিটি কণ্ঠস্বর চেয়েছিলো সমতা, চেয়েছিলো ন্যায়ের জয়।
তবে এটাই কি সেই ন্যায়ের জয়?
যেখানে ভিন্নমত মানেই শত্রু,
যেখানে কথা বললেই লেবেল—আওয়ামী লীগ আর ছাত্রলীগ ।
আজকাল কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যবহার দেখে মনে হয়,
তারা যেন দেশের প্রধানমন্ত্রী—
কোনো প্রশ্নে প্রশ্ন তুললে, চোখ রাঙায়, চুপ করিয়ে দেয়।
তাদের হাতে এখন যুক্তির জায়গায় জোর,
আদর্শের জায়গায় অন্ধ আনুগত্য।
আমরা এমন বাংলাদেশ চাইনি।
চেয়েছিলাম যেখানে ছাত্ররা হবে বিবেকের আলোকবর্তিকা,
যেখানে সাহসী প্রশ্ন থাকবে, আর থাকবে সত্যের প্রতি নিষ্ঠা।