Lifeofmehu

Lifeofmehu Lifeofmehu is all about sharing tasty recipes, foodie adventures,a touch of skincare and my life hacks! Little bit of everything that I love! ❣️

কি একটা ফাইজলামি শুরু করলো? ৩০টা পাবলিক পোস্ট করা মানে ডেইলি ৪/৫টা পোস্ট করা!! As if এই এক ফেসবুক পেইজ ছাড়া আমার জীবনে ...
13/08/2025

কি একটা ফাইজলামি শুরু করলো? ৩০টা পাবলিক পোস্ট করা মানে ডেইলি ৪/৫টা পোস্ট করা!! As if এই এক ফেসবুক পেইজ ছাড়া আমার জীবনে আর কোনো কাম কাজ নাই! একটা ভিডিও রেডি করতেই তো আমি ২দিন পাড় করে দেই🥴।

থাক এতো টেনশন করে কি হবে? সবার দ্বারা সব কাজ কি হয় নাকি? আপনারা ডলার কামান💰আমার ওই ৩/৪ সেন্ট 🪙দিয়েই পোষাবে, যাই ঘুমাই 😪

13/08/2025

যেই মেয়ের ডিমান্ড যত কম সেই মেয়ে ততো বেশি সাফার করে!
মানেন?💔

12/08/2025

এই দেশের মিডিয়া আর সোশ্যাল সাইট গুলা পরে থাকে কে wife material, কে ৩৫০ টাকার কফি খায়, সাকিব খান তার কোন বউকে নিয়ে ঘুরতেসে এইসব নিউজ নিয়ে!! আর এইদিকে সাদাপাথর এর মতো এত সুন্দর পর্যটন প্লেসে একটা পাথর নাই এইগুলো নিয়ে কেও নিউজ করে না।
পাথর গুলা তো আর একরাতেই উধাও হয়নি তাই না? কোন মিডিয়া আর সাংবাদিক ভাইয়েরা এই জিনিস গুলা মানুষের চোখের সামনে আনতে পারলো না? আচ্ছা আমাদের দেশের ভবিষ্যৎ কি আসলে? আমাদের বাচ্চারা কী শিখবে আমাদের বড়দের থেকে!! এইসব চাদাবাজী আর উগ্র মিডিয়া কভারেজ দেখলে খুব কষ্ট হয়।

11/08/2025

University তে সারাদিন ক্লাস করে, আরও দুই ঘণ্টা শপিং মল ঘুরে বাসায় এসে দেখলেন আপনি উল্টা সালোয়ার পড়সেন। 😆
কার কার সাথে হইসে এমন ? 👻

11/08/2025

Easy Fruit Custard 2nd recipe 🍧

জীবনটা ঠিক ততোদিন সুন্দর যতোদিন পর্যন্ত আপনি শুধু আপনার নিজেকে ভালোবাসবেন। নিজেকে খুশি রাখার জন্য, মনটাকে প্রাণবন্ত রাখা...
11/08/2025

জীবনটা ঠিক ততোদিন সুন্দর যতোদিন পর্যন্ত আপনি শুধু আপনার নিজেকে ভালোবাসবেন। নিজেকে খুশি রাখার জন্য, মনটাকে প্রাণবন্ত রাখার জন্য যা করা দরকার সবটুকু করছেন ঠিক ততদিন পর্যন্ত আপনার জীবিনটা বেশ সুন্দর।

কিন্তু এই সুন্দর জীবন টা আমরা কতদিনই বা উপভোগ করতে পারি?

কী করলে বাবা মায়ের প্রাউড সন্তান হতে পারবো? কিভাবে চললে শাশুড়ি মা বলবে ও আমার ছেলের বউ না, ও আমার ঘরের মেয়ে(😅)।কী করলে ভালো মা হতে পারবো? কি করলে জামাই খুশি থাকবে সাথে শ্বশুরবাড়ির কেও এইটাও বলবে না যে ছেলে তো বউ পাগল বা কালো জাদু করেছে!!
কী করলে নিজের আলাদা একটা পরিচয় হবে! কিভাবে চাকরি আর সংসার ২টাই সুন্দর করে মেইনটেইন করবো?

এখন বলুন তো এইখানে আপনি কোথায়?? কী করলে আপনি খুশি থাকবেন, আপনার মনটা কি চায়? এই প্রশ্নটা আপনার চিন্তার ধারে কাছেও আসার কোন চান্স আছে! এই দায়িত্ব আর অন্যকে খুশী করার কম্পিটিশনে? বলুন তো এই জীবন চক্রে আমার জায়গাটা কোথায়?

কী খুঁজে পেলেন না তো? তাই বললাম সুন্দর জীবন হয়তো এখন আর কারোই নেই। এখন শুধু অন্যকে খুশি রাখার চেষ্টা, আর নিজের মনকে মিথ্যা আশ্বাস দেয়া “বেশ ভালোই তো আছি” 💔

Mehnaz Aurni ✍️

আমার এই হাতে দিয়ে এক সময় ৩২০ প্লাস কেক বানিয়েছি ৩.৫ বছরে। ৩ মাসের ছোট্ট বাচ্চা কে নিয়ে অনেক সাহস করেই খোলা আমার এই b...
09/08/2025

আমার এই হাতে দিয়ে এক সময় ৩২০ প্লাস কেক বানিয়েছি ৩.৫ বছরে। ৩ মাসের ছোট্ট বাচ্চা কে নিয়ে অনেক সাহস করেই খোলা আমার এই business। কম সময়ের জন্য হলেও এই business আমাকে অনেক কিছু শিখিয়েছে।জীবনে খারাপ সময় আসলে কাছের মানুষদের কে চেনা যায়, আবার অনেক দূরের মানুষকে ও ফেরেশতার মতো পাঠিয়ে দেয় সাহায্যের জন্য।

অনেক বড় একটা স্বপ্ন নিয়ে যেমন Business টা শুরু করেছিলাম তার থেকেও অনেক বড় আরও একটা স্বপ্ন পূরণের জন্য business তা গুটিয়ে পাড়ি দিয়েছিলাম অনেক দূরে। ২টি স্বপ্নের একটিও পূরণ হয় নাই। দেশে ফিরে নতুন করে কাজ শুরু করার সহস এখনো জুটাতে পারিনি। মনে হয় এত কম্পিটিশনে কি নতুন করে আবার জায়গা করতে পারবো?

সত্যি বলতে আমার আর আগের মতো confidnet নাই নিজের উপর। (আমি পারবই, পরতেই হবে আমাকে) এই গুণটাই একসময় আমাকে সবার থেকে আলাদা করতো আর এখন loser দের মতো শুধু হাল ছেড়ে দিতে ইচ্ছে করে।

আচ্ছা কী করলে আবার আমি পুরনো আমাকে ফিরে পেতে পারি? আমার কী নতুন করে আবার কাজ শুরু করা উচিত? শুরু করলে কী আগের মতো সাপোর্ট পাবো? আগে কেকের ক্লাস এর জন্য কত মেসেজ পেতাম এখন ও কি সেই রেসপন্স গুলো পাবো!! কিছুই জানি না।

নতুন করে আবার হাল ধরবো? না ছেড়ে দিবো!! 💔

09/08/2025

আগামী ৫ মাস কি কি কাজ করলে এই বছর টাও waste হবে না? 🫠😫

কেক বানাই না প্রায় ১ বছর ২ মাস হবে 💔
08/08/2025

কেক বানাই না প্রায় ১ বছর ২ মাস হবে 💔

06/08/2025

Mint Lemonade recipe 🌿

05/08/2025

Anyone who disrespects your wife disrespects you. A man has failed when he allows friends or family to mistreat his wife.✍️
⭐️collected

04/08/2025

Bubli r Apu eigula baad diye ashol talented manush der praise koren. Sunehra Tasnim er profile ta ghure ashen ✨ she is a real star⭐️⭐️⭐️

Address


Telephone

+8801770492793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifeofmehu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lifeofmehu:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share