11/08/2025
জীবনটা ঠিক ততোদিন সুন্দর যতোদিন পর্যন্ত আপনি শুধু আপনার নিজেকে ভালোবাসবেন। নিজেকে খুশি রাখার জন্য, মনটাকে প্রাণবন্ত রাখার জন্য যা করা দরকার সবটুকু করছেন ঠিক ততদিন পর্যন্ত আপনার জীবিনটা বেশ সুন্দর।
কিন্তু এই সুন্দর জীবন টা আমরা কতদিনই বা উপভোগ করতে পারি?
কী করলে বাবা মায়ের প্রাউড সন্তান হতে পারবো? কিভাবে চললে শাশুড়ি মা বলবে ও আমার ছেলের বউ না, ও আমার ঘরের মেয়ে(😅)।কী করলে ভালো মা হতে পারবো? কি করলে জামাই খুশি থাকবে সাথে শ্বশুরবাড়ির কেও এইটাও বলবে না যে ছেলে তো বউ পাগল বা কালো জাদু করেছে!!
কী করলে নিজের আলাদা একটা পরিচয় হবে! কিভাবে চাকরি আর সংসার ২টাই সুন্দর করে মেইনটেইন করবো?
এখন বলুন তো এইখানে আপনি কোথায়?? কী করলে আপনি খুশি থাকবেন, আপনার মনটা কি চায়? এই প্রশ্নটা আপনার চিন্তার ধারে কাছেও আসার কোন চান্স আছে! এই দায়িত্ব আর অন্যকে খুশী করার কম্পিটিশনে? বলুন তো এই জীবন চক্রে আমার জায়গাটা কোথায়?
কী খুঁজে পেলেন না তো? তাই বললাম সুন্দর জীবন হয়তো এখন আর কারোই নেই। এখন শুধু অন্যকে খুশি রাখার চেষ্টা, আর নিজের মনকে মিথ্যা আশ্বাস দেয়া “বেশ ভালোই তো আছি” 💔
Mehnaz Aurni ✍️