Rakib's Creativity

  • Home
  • Rakib's Creativity

Rakib's Creativity আমি প্রকৃতি আর মানুষের কবি,
আমি নিত্য প্রভাত রবি।

তবুও তৃপ্ত থাকুক দীপ্ত রাখুক প্রেমে মিথ্যা আশায় বাঁচতে থাকুক মৃত্যুতে যাক থেমে।
05/11/2025

তবুও তৃপ্ত থাকুক দীপ্ত রাখুক প্রেমে
মিথ্যা আশায় বাঁচতে থাকুক
মৃত্যুতে যাক থেমে।

তেজস্ক্রিয়তায় সব ঝলসে বিবর্ণ অন্দরে,সুন্দর রয়েছে তবুও আবরনে ।নিবারণ করে অপরের দেহ দহন ,মৌনতায় যৌনতা ঘিরে ধরে, ভালোবা...
05/11/2025

তেজস্ক্রিয়তায় সব ঝলসে বিবর্ণ অন্দরে,
সুন্দর রয়েছে তবুও আবরনে ।
নিবারণ করে অপরের দেহ দহন ,
মৌনতায় যৌনতা ঘিরে ধরে, ভালোবাসার হয়নি রোদন।
তবুও তৃপ্ত থাকুক ,দীপ্ত রাখুক প্রেমে
মিথ্যা আশায় বাঁচতে থাকুক, মৃত্যুতে যাক থেমে।

___ রুবায়েত রাকিব

04/11/2025

আপনার ব্যক্তিত্বে কিছুটা গোপনীয়তা রাখুন না হলে , পড়ে ফেলা গল্পের বইয়ের মতো মূল্য হারাবেন।

__ রুবায়েত রাকিব

কোনো এক মেঘলা প্রভাতে কবিতা,গল্প আর গানেসুর , ছন্দ মিলিয়ে প্রানেমেতেছে মন , আনন্দ ক্ষন ছড়িয়ে আলোক শোভাতে___রুবায়েত র...
03/11/2025

কোনো এক মেঘলা প্রভাতে
কবিতা,গল্প আর গানে
সুর , ছন্দ মিলিয়ে প্রানে
মেতেছে মন , আনন্দ ক্ষন
ছড়িয়ে আলোক শোভাতে

___রুবায়েত রাকিব

কর্পূরের মতো উড়ে যাচ্ছে শৈশব, কৈশোর, আর যৌবন । পৌরত্ব যদি ছুঁতে পারে এই দেহ , বলবে 'এবার মুক্তি দাও হে ঈশ্বর।__ রুবায়ে...
03/11/2025

কর্পূরের মতো উড়ে যাচ্ছে শৈশব, কৈশোর, আর যৌবন । পৌরত্ব যদি ছুঁতে পারে এই দেহ , বলবে 'এবার মুক্তি দাও হে ঈশ্বর।

__ রুবায়েত রাকিব

প্রথমেই তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি যারা অনেক উৎসাহ নিয়ে আমার কবিতা শুনেছ। কিন্তু আমার ভিডিও করতে পারোনি ঠিক ভাব...
02/11/2025

প্রথমেই তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি যারা অনেক উৎসাহ নিয়ে আমার কবিতা শুনেছ। কিন্তু আমার ভিডিও করতে পারোনি ঠিক ভাবে। আমার হাতে থাকা কাগজ টা ছোট করে তোমাদের আর আমার মাঝে একটা দেয়াল তৈরি করেছে। তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তোমাদের এত হৈচৈ আর উৎসাহ দেখে আমি সত্যিই আনন্দিত। আশা রাখছি পরের বার তোমরা আমাকে সম্পুর্ন ভাবে দেখবে এবং আমার কবিতা এরকম ভাবেই উপভোগ করবে। যে বারবার বলছিলো" প্লিজ ভাইয়া হাতের কাগজটির জন্য আপনাকে ভিডিও করতে পারছি না সরান সরান। আপনার কাছে বিশেষ ভাবে ক্ষমা চাচ্ছি 🙏। প্রিয় নতুন পাখিরা তোমাদের সাথে আমার আবার দেখা হবে ❤️

আজকে কবিতা আবৃত্তি তে আমাকে তবলায় সাহায্য করেছে এই ছোট ভাই । অনেক ভালো বাজিয়েছে ধন্যবাদ জানাই ❤️🙏
02/11/2025

আজকে কবিতা আবৃত্তি তে আমাকে তবলায় সাহায্য করেছে এই ছোট ভাই । অনেক ভালো বাজিয়েছে ধন্যবাদ জানাই ❤️🙏

01/11/2025

বেঁচে থাকার লড়াই

কেনো?
31/10/2025

কেনো?

30/10/2025

এগুলো মানুষের সাথে চলতে থাকে। কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে আর তেমন গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করে না।

27/10/2025

প্রিয় ভালোবাসা,
কাঠ গোলাপের মতো ঝরে
পরে ভাবছো অন্যকে সুন্দর্য বিলিয়ে দেবে?
না , ভালোবাসা।এ দীর্ঘ দিনের নয়।
যতদিন তোমার এই মোহনীয় রুপ থাকবে
ততদিন কিছু ফুল প্রেমীর আনন্দ হবে। যখন তোমার এই মোহনীয় রুপ নষ্ট হয়ে যাবে,
তারপর মানুষ তোমায় পদদলিত করে নিশ্চিহ্ন করে দিবে।

__ রুবায়েত রাকিব

কাঠ গোলাপের ভালোবাসায় মাতোয়ারা আমাদের বর্তমান প্রজন্মের প্রেম। তেমন কোনো বিশেষ সুগন্ধ নেই তবুও এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে...
26/10/2025

কাঠ গোলাপের ভালোবাসায় মাতোয়ারা আমাদের বর্তমান প্রজন্মের প্রেম। তেমন কোনো বিশেষ সুগন্ধ নেই তবুও এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবাসে। প্রকৃত অর্থে এই প্রজন্ম সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভালোবাসে। এই প্রজন্মের ভালোবাসায় তেমন কোনো বিশেষত্ব নেই।

__ রুবায়েত রাকিব

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!
Rakib's Creativity

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rakib's Creativity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib's Creativity:

  • Want your business to be the top-listed Media Company?

Share