প্রিয় বাংলাদেশ

  • Home
  • প্রিয় বাংলাদেশ

প্রিয় বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের কথা, আমাদের পণ?

সুখের মাস আগষ্ট, বিনম্র মধ্যাঙ্গুলি 🖕
07/08/2025

সুখের মাস আগষ্ট, বিনম্র মধ্যাঙ্গুলি 🖕

অনেক দিন ধরেই শুনছিলাম আপা ফিরবেন--ভয়ংকর ভাবে ফিরবেন।আপার এই রূপটাকে কি আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা দরকার না?
14/04/2025

অনেক দিন ধরেই শুনছিলাম আপা ফিরবেন--ভয়ংকর ভাবে ফিরবেন।
আপার এই রূপটাকে কি আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা দরকার না?

12/04/2025

মার্চ ফর গা-জ্জা প্রোগ্রামে পদ"দলিত হয়ে একজনের Mi"ত্যু
নি"হত ব্যক্তির ছবি কমেন্টে!'🙂

নিজে সংহতি প্রকাশ করুন, অন্যকে উদ্বুদ্ধ করুন। সক্রিয়ভাবে অংশ হয়ে উঠুন ঐতিহাসিক এই আয়োজনের। সবাইকে অংশগ্রহণের আহ্বান জানি...
10/04/2025

নিজে সংহতি প্রকাশ করুন, অন্যকে উদ্বুদ্ধ করুন। সক্রিয়ভাবে অংশ হয়ে উঠুন ঐতিহাসিক এই আয়োজনের।
সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সর্বোচ্চ এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করুন। এরপর প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট (Palestine Solidarity Movement, Bangladesh)-এর গ্রুপে আপনার ভিডিওটি পোস্ট করে নিজের প্রোফাইলে শেয়ার করুন।
হ্যাশট্যাগ দিন—

**বাংলাদেশে নির্বাচনবিহীন শাসনের ইতিহাস:**  ১. **শেখ মুজিবুর রহমান** – স্বাধীনতার পর প্রায় **১.৫ বছর** নির্বাচন ছাড়াই শা...
10/04/2025

**বাংলাদেশে নির্বাচনবিহীন শাসনের ইতিহাস:**
১. **শেখ মুজিবুর রহমান** – স্বাধীনতার পর প্রায় **১.৫ বছর** নির্বাচন ছাড়াই শাসন করেন (১৯৭২-৭৩)।
২. **জিয়াউর রহমান** – সামরিক শাসক হিসেবে **৪.৫ বছর** ক্ষমতায় ছিলেন (১৯৭৫-৮১), পরে নির্বাচন দেন।
৩. **হুসেইন মুহাম্মদ এরশাদ** – প্রায় **১০ বছর** সামরিক শাসন চালান (১৯৮২-৯০), পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন।
৪. **২০০৬ সালে খালেদা জিয়া** – তত্ত্বাবধায়ক সরকারের সময় সংক্ষিপ্ত সময়ের জন্য ক্ষমতায় ছিলেন (বিতর্কিত পরিস্থিতি)।
৫. **শেখ হাসিনা (২০১৪-২০২৪)** – বিরোধী দলের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচনের মাধ্যমে টানা **১০ বছর** ক্ষমতায় ছিলেন।
**প্রশ্ন:** এই দীর্ঘ সময়ে জনগণের **ভোটের অধিকার** কোথায় ছিল? আর আজ যখন বাংলাদেশের মানুষ তাদের পছন্দের নেতা পেয়েছে, তখন কেবল **২টি দল** "নির্বাচন চাই" বলে চিৎকার করছে।
**যুক্তি:**
- বিপ্লবী সরকারের ক্ষেত্রে নির্বাচনের প্রয়োজন পড়ে না, কারণ বিপ্লবই তাদের **স্বয়ংক্রিয় বৈধতা** দেয়।
- বিশ্ব ইতিহাসে বহু বিপ্লবী সরকার নির্বাচন ছাড়াই শাসন করেছে এবং জনসমর্থন পেয়েছে।
- বাংলাদেশের মানুষ **ভোটের চেয়ে** একজন **সৎ, দক্ষ ও নীতিবান শাসক** চায়।
**মূল বক্তব্য:**
"নির্বাচন নয়, ভালো শাসনই মুখ্য।"
আপনাদের মতামত কি?
𝓹𝓲𝓹𝓻𝓪𝓜𝓪𝓶𝓾𝓷

ড.ইউনুস!বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন...
10/04/2025

ড.ইউনুস!
বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন না কে ড.মোহাম্মদ ইউনুস!
পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে,
১.নোবেল
২.অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড
৩.মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড
পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন!বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,
হ্যা, সেই ১২ জনের একজন প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস 🧡
মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাড়িয়ে ছিলেন প্রফেসর ড.ইউনুসের জন্য,বিশ্বাস হয়,না হলেও সত্য!
'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস💖
বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়া টা খুবি কঠিন,কিন্তু তিনি আমাদের বাংলাদেশের!

Thanks to Pro. Muhammad Younus Sir
10/04/2025

Thanks to Pro. Muhammad Younus Sir

10/04/2025

আসুন একটু জিকির করি:🤣
👉দ্রুত নির্বাচন, দ্রুত নির্বাচন, নির্বাচন, নির্বাচন, নির্বাচন।

Send a message to learn more

বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক হয়তো অবশেষে খারাপের দিকেই যাচ্ছে । ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করে এতদিন নেপাল, ভুটান, মায়া...
10/04/2025

বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক হয়তো অবশেষে খারাপের দিকেই যাচ্ছে ।
ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করে এতদিন নেপাল, ভুটান, মায়ানমারে পণ্য রফতানি করতো বাংলাদেশ।
ভারতের ভূখন্ড ব্যবহার করে পণ্য রফতানির চুক্তি হয়েছিলো ২০২০ সালের ২৯ জুন ।
এটা মূলত ট্রান্সশিপমেন্ট চুক্তি । বলতে গেলে —
নেপাল ও ভূটানের সাথে ভারতের চুক্তির কারণেই বাংলাদেশ এই সুযোগ পেতো ।
কিন্তু— এবার ঘোষণা দিয়ে সেই রাস্তা বন্ধ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ।
অর্থাৎ এখন আর শুল্কবিভাগের অনুমোদন সাপেক্ষে ভারতের বন্দর, বিমানবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ । সীমান্ত পেরিয়ে কন্টেনার, বন্ধ ট্রাক আর প্রবেশ করতে পারবে না। ( তথ্যসূত্র- ১)
এরকমটা হুট করে কেনো করলো নরেন্দ্র মোদি?
ইউনুস সরকারের চীন সফর নিয়ে ভারত যথেষ্ট অসন্তুষ্ট ছিলো ।
কেনো?
বিশ্লেষকরা বলতেছে — এতে ভারত নির্ভরতা কমতেছে, তাই ।
বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মানুষ ভারতে চিকিৎসা নিতে যায় । কিন্তু হাসিনা সরকার পতনের পর - মোদি চাইছিলো সে চিকিৎসা বন্ধ করে বাংলাদেশকে কিছুটা চাপে রাখতে ।
ভারতের ভিসা ইতোমধ্যে পাওয়া যাচ্ছে না ।
ইউনুস সাহেব বিকল্প খুঁজে নিলেন চীনকে ।
চীনের কুনমিং এ বাংলাদেশের জন্য চারটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে ।
চীনের উদ্যোগে ঢাকায় কিছু হাসপাতাল গড়ে তোলার কথা বলা হয়েছে। হাসপাতালগুলোতে রোবটিক ফিজিও থেরাপির, কার্ডিভাস্কুলার , ভেহিকল সাপ্লাই দেওয়ার কথা বলা হয়েছে ।
( তথ্যসূত্র- ২)
মোদিজি এসব সহ্য করলেন । কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলো ইউনুস সরকার যখন বিবৃতি দিয়ে বসলেন —
"সেভেন সিস্টার ল্যান্ডলক - আর আমরা সেভেন সিস্টারের অভিভাবক। "
এই বিবৃতি ভারতে তুমুল আলোচনার ঝড় তুলে রীতিমত ।
এরই প্রেক্ষ্মিতে ভারতীয় ব্যবসায়ীরা চাপ দিয়ে ভারতীয় ভূখন্ড বন্ধ করে দেয় আজ ।
এর বিপরীত পরিস্থিতি কি হতে পারে?
বাংলাদেশ মংলা সমু্দ্র বন্দর বন্ধ করে দিবে ভারতের জন্য?
এরকমটা হতে পারে ভেবেই , ভারত কিন্তু চট্টগ্রাম বন্দর ও মংলা আগের থেকেই দাবি করতেছে ।
কিছুদিন আগেই ভারতীয়রা হাঁক দিচ্ছিলো , আমরা চট্টগ্রাম আমাদের মানচিত্রে যোগ করবো । আর চট্টগ্রাম বাসী আওয়াজ দিচ্ছিলো —
" আমরা ভারতের সব গরু দিয়ে মেজবান খাবো। "
এই সপ্তাহে ত্রিপুরার মহাপাত্র প্রদ্যোৎ মানিক্য আবার হুঁশিয়ারি দিলেন -
"উই উইল ডু ইট, এট এনি কস্ট। ১৯৪৭ এ আমাদের চট্টগ্রাম হাতছাড়া করা উচিত হয় নি ।
এই ভুল আমাদের ভোগাচ্ছে । "
কথা হলো , তারা মংলা কেনো চায়? চট্টগ্রাম বন্দর কেনো চায়?
ভারতের মূল ভূখন্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন।
বাংলাদেশের ট্রানজিট সুবিধায় মংলা ও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য সহজে আসাম, ত্রিপুরা, মিজোরামে যায় ।
ভারতের সেভ হয় ৩০% অর্থ , সাথে সময় ।
কিন্তু বাংলাদেশ যদি এই পথ বন্ধ করে দেয়?
এর বিকল্প হিসেবে ভারত ২০০৮ সালে মায়ানমারের সাথে " Kaladan Multi-Model Transit Transport project ( KMTTP) চালু করে ।
কিন্তু এই প্রজেক্ট কার্যকরী না একদমি ।
প্রথমত , যে রাজ্য দিয়ে এই ট্রানজিট চালু হয়েছে মায়ানমারের সে রাখাইন রাজ্য এখন রাজনৈতিক অস্থিরতায় ভুগছে । এ পথ নিরাপদ না ।
দ্বিতীয়ত , একই রাজ্যকে চীন " Belt And Road Initiative (BRI) ব্যবহার করছে । যা ভারতের KMTTP এর অঞ্চলকে ছেদ করে ।
কিন্তু মায়ানমারের উপর চীনের প্রভাব এতো বেশি —
ভারত সেখানে পাত্তা পাবে না ।
তৃতীয়ত, সময় বেশি যাবে । ব্যয় বেশি হবে। লস প্রজেক্ট ।
অর্থাৎ মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর যদি বন্ধ করা হয় , ভারত মারা খাবে ।
এতদিন শেখ হাসিনা শুধু দিয়েই গিয়েছিলেন —
" তাই ভারত আমাদের বন্ধু ছিলো । "
যখন ভাল্লুক আসলো —
ইউনুস সরকারকে ফেলে সেই বন্ধু গাছে উঠে গেলো ।
হাসিনা একবার গর্ব করে ভারতের সংবাদ সম্মেলনে বলেছেন - ভারত কখনোই বলতে পারবে না আমরা ভারতকে ঠকিয়েছি । বরং ভারতকে বেশিই দিয়েছি।
এই ২০২৪ সালের অর্থবছরেও ভারত আমাদের দেশে রফতানি করে ১২.৯০ মার্কিন ডলার। আর আমরা?
১.৮ বিলিয়ন ।
কিন্তু সেই ভারতই এখন বোল পাল্টাচ্ছে ।
আমের আঁটির রস শেষ? না তেতো লাগছে?
যারা আওয়ামীলীগ করেন — আপনি আমারে বিএনপির দালাল বইলা গালি দিতে পারেন । ইউনুসের দালাল বইলা গালি দিতে পারেন ।
কিন্তু বিএনপির যখন জন্ম হয় নি - ইউনুসের ও যখন জন্ম হয় নি , তখন দেশের কোনো একজন দালাল বলে গিয়েছিলেন —
"ভারত বাংলাদেশের কখনো বন্ধু হইতে পারে না । এই সত্য তুমি যতো তাড়াতাড়ি বুঝতে পারবা, ততোই ভালো। "
বছর বছর যে বন্যার পানি বাংলাদেশে আসে , তারা কখনো আওয়ামীলীগ বিএনপির ঘর বাড়ি চেক করে মানুষদের ভাসিয়ে নিয়ে যায় নি ।
নিয়েছে বাংলাদেশীদের, যে সীমান্ত কাঁটাতারে ফেলানীর লাশ ঝুলে ছিলো - ঠিক তার ওপারে বসে হেসেছে —
ভারত!
লেখাঃ " আলোকশূন্য নক্ষত্র "

18/02/2025
ড. ইউনুস সাহেবের বক্তব্য ১ ঘন্টা হলে ধৈর্য ধরে শুনলাম। তিনি কখনও অ-কাজের কথা বলেন না।সবচেয়ে যেটা আমাকে বেশী আকর্ষণ করে স...
18/02/2025

ড. ইউনুস সাহেবের বক্তব্য ১ ঘন্টা হলে ধৈর্য ধরে শুনলাম। তিনি কখনও অ-কাজের কথা বলেন না।

সবচেয়ে যেটা আমাকে বেশী আকর্ষণ করে সেটা হলো তিনি কখনও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না,অস্বীকারও করেন না,ছোটও করেন না আবার মহাভারত বি শা ল ও বলেন না। ইতিহাস ইতিহাসের জায়গায় রেখে দেন।

কারও কোন সমালোচনা বা ব্যাঙ্গ করে কথা বলেন না।
তিনি কাউকে ভয় দেখান না,প্রতিশোধ নিবেন ও না। তিনি নিজেকে নিয়ে অহংকার করেন না।

দুনিয়ার কারও চাটুকারিতাও করেন না।
তিনি লিখিত বক্তব্য পাঠ করেন না, রাগ করে কথাও বলেন না। তিনি ঠান্ডা মাথার এক দারুণ খেলোয়াড়।

তিনি ভবিষ্যতের কথা বলে। স্বপ্নের কথা বলেন। তরুণদের এগিয়ে যাওয়ার কথা বলেন।

তিনি ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করেন না। তিনি এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব।

এটাকেই বলে আন্তর্জাতিক ব্যাক্তিত্ব।

© Professor Dr. Mamunur Rahman Pavel

01/09/2024

Address


Telephone

+8801835827581

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় বাংলাদেশ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share