নবায়ন-Nobayon

নবায়ন-Nobayon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নবায়ন-Nobayon, Publisher, Dhaka.

28/10/2024

আমাদের ব‌ইগুলো ব‌ইমেলাতে চান?

বাবরি মসজিদ। বিপ্লবী মানুষের চেতনার মিনার। যেন হিন্দুস্তানের মসজিদে আকসা। মসজিদটির জায়গা নিয়ে হিন্দু-মুসলিম সংঘাত অনেক...
01/09/2024

বাবরি মসজিদ। বিপ্লবী মানুষের চেতনার মিনার। যেন হিন্দুস্তানের মসজিদে আকসা। মসজিদটির জায়গা নিয়ে হিন্দু-মুসলিম সংঘাত অনেকদিনের। ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর। হিন্দুরা পেশী শক্তি আর ক্ষমতার পরোক্ষ মদদে মসজিদটিকে শহীদ করে। ক্ষোভার্ত তো মুসলিমের হৃদয়ে ক্ষোভ, অসহায়ত্ব আর প্রতিবাদের আগুন জ্বলে ওঠে।

প্রতিবাদমুখর হয়ে ওঠে সারা পৃথিবীর মুসলমান। বাংলাদেশে জেগে উঠেছিলেন এক সিংহ শার্দুল। শুরু করলেন ভারত অভিমুখে লংমার্চ। নেতৃত্বে ও আহবানে ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.।

বিস্তারিত জানতে পড়ুন—
বাবরি মসজিদ ইতিহাস ও আন্দোলন

14/08/2024

আসছে অফার...

বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে গোটা বাংলাদেশ যখন উত্তাল এমন সময়ে আন্দোলনের প্রধান সেনাপতি শাইখুল হাদীস রহ. এর উপর হামলা ...
11/08/2024

বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে গোটা বাংলাদেশ যখন উত্তাল এমন সময়ে আন্দোলনের প্রধান সেনাপতি শাইখুল হাদীস রহ. এর উপর হামলা করা হয়। শাইখুল হাদীস রহ. তখন লংমার্চের কাজেই বেবিট্যাক্সিযোগে চকবাজার থেকে মিরপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে শাইখুল হাদীস রহ. কে বহনকারী বেবিট্যাক্সি জগন্নাথ হলের সামনে এলে শহীদ মিনারের দিক থেকে একদল যুবক ধর ধর বলে চিৎকার করে উঠে। ....

বিস্তারিত জানতে পড়ুন—
বাবরি মসজিদ ইতিহাস ও আন্দোলন

'তোমরা যা পড়বা তাহকিকের সাথে পড়বা। না বুঝে পড়বা না। আর উস্তাদের খেদমত করবা। উস্তাদের দোয়া নিবা। আমাকে যা কিছু দেখছ, ...
10/08/2024

'তোমরা যা পড়বা তাহকিকের সাথে পড়বা। না বুঝে পড়বা না। আর উস্তাদের খেদমত করবা। উস্তাদের দোয়া নিবা। আমাকে যা কিছু দেখছ, এই সব‌ই উস্তাদের দোয়ার বরকত।' কালের এই মহান সাধক, সফল জীবনের অধিকারী হযরত শাইখুল হাদীস রহ. এর এই গুরুত্বপূর্ণ নসিহতগুলো যদি নিজেদের জীবনে ধারণ করা যায়, তাহলে আশাকরি সমাজ আরো কিছু যোগ্য আলেম জন্ম দিবে‌।

কিংবদন্তির মুখোমুখি ব‌ই থেকে...

17/07/2024

ভারতকে সালাম করে এদেশে কেউ ক্ষমতায় থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না
- মুফতি ফজলুল হক আমিনী রহ.

মিরপুর ১০নং গোল চক্করে লংমার্চ বাস্তবায়ন কমিটির স্থানীয় শাখার উদ্যোগে মাওলানা মুর্তজা হুসাইন বিক্রমপুরীর সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুক্তি ফজলুল হক আমিনী রহ.। তিনি বলেন, যারা বাবরি মসজিদ ভেঙেছে তাদের জানা উচিত, একদিন ভারত ভেঙে খানখান হয়ে যাবে। সরকারকে লক্ষ্য করে আমিনী রহ. বলেন, ভারতকে সালাম করে এদেশে কেউ ক্ষমতায় থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

বাবরি মসজিদ ইতিহাস ও আন্দোলন বই থেকে...

বিভক্ত থাকলে তো শক্তি থাকে না। ঐক্যবদ্ধ থাকলেই শক্তি থাকে। এ জন্যই আহলে হক জামাতের শক্তি অর্জনের জন্য সকল ইসলামী দলগুলো ...
15/07/2024

বিভক্ত থাকলে তো শক্তি থাকে না। ঐক্যবদ্ধ থাকলেই শক্তি থাকে। এ জন্যই আহলে হক জামাতের শক্তি অর্জনের জন্য সকল ইসলামী দলগুলো শাইখুল হাদীসের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের ব্যানারে একত্রিত হয়েছিল। কিন্তু সেই আন্দোলনটাও ধরে রাখা গেল না। কিছুদিন পর এখানেও ভাঙন দেখা দিলো। ২০০১ এর নির্বাচনের পর শাইখুল হাদীস সাহেবকে বাদ দিয়ে ফজলুল হক আমিনী সাহেব ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হয়ে গেলেন। তখন মুফতী ওয়াক্কাস সাহেব বাধা দিয়েছিলেন। বলেছিলেন যে, এভাবে ঘোষণা দেওয়া ঠিক হবে না। আমরা হুজুরকে নিয়ে বসি। কথা বলি। আমরা সবাই একসাথে বসতাম। তা না করে একতরফাভাবে এটা করা ঠিক হয়নি। এরপর মন্ত্রীত্ব নিয়ে বিরোধ হলো। কেউই আর মন্ত্রী হতে পারলো না। ক্ষতি হলো সবার।

শাইখুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.

ছাত্রজীবনে শাইখুল হাদীস রহ. কেমন ছিলেন?জানতে পড়ুন মাওলানা এহসানুল হক রচিত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর স্বর্ণাল...
14/07/2024

ছাত্রজীবনে শাইখুল হাদীস রহ. কেমন ছিলেন?

জানতে পড়ুন মাওলানা এহসানুল হক রচিত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর স্বর্ণালী ছাত্রজীবন বইটি

অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন 01941557066 নম্বরে।

আমার নাম নেজামী রেখেছেন শাইখুল হাদীস রহ.। একবার শাইখুল হাদীস সাহেবসহ একটা মিটিংয়ে আমরা বসেছি। সেখানে আব্দুল লতিফ নামে ব...
13/07/2024

আমার নাম নেজামী রেখেছেন শাইখুল হাদীস রহ.। একবার শাইখুল হাদীস সাহেবসহ একটা মিটিংয়ে আমরা বসেছি। সেখানে আব্দুল লতিফ নামে বেশ কয়েকজন ছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন আব্দুল লতীফ চৌধুরী। কৃষক শ্রমিক পার্টির ছিলেন আব্দুল লতীফ মজুমদার। আরেকজন ছিলেন জমিয়তুল মুদাররিসিনের আব্দুল লতীফ নামে। এরপর আব্দুল লতীফ হাওলাদার নামে আরেকজন ছিল। তাই শাইখুল হাদীস সাহেব আমার নামের শেষে নেজামী লাগিয়ে দেন। আমি যেহেতু নেজামে ইসলাম পার্টি করতাম, তাই নেজামী নামটা দিয়েছিলেন। হুজুর এই নামে আমাকে ডাকা শুরু করলেন। তারপর থেকে আমি এই নামে পরিচিত হতে শুরু করি।

মাওলানা আব্দুল লতিফ নেজামী রহ.

11/07/2024

বাচ্চাদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে হযরত শাইখুল হাদীস রহ. এর কৌশলটাও ছিল অত্যন্ত চমৎকার। তিনি শিশুদের পাঠদানের ক্ষেত্রে এমন পদ্ধতি অবলম্বন করতেন যে, শিশুরা ভাবত খেলছি, অথচ এর মাঝেই তাদের পড়াও হয়ে যেত। তিনি আলিফ, বা, তা, ছা অক্ষরগুলোকে মোটা মলাটের ওপর লাগিয়ে সেগুলো কেটে কেটে একটা কৌটার মধ্যে রাখতেন। এরপর সবগুলো সন্তানের সামনে ছড়িয়ে দিয়ে বলতেন, যাও এগুলোর মধ্য থেকে "জিম" খুঁজে আনো, "বা" খুঁজে আনো। এভাবে তিনি খেলাচ্ছলে সন্তানদের আরবী বর্ণমালা শিক্ষা দিতেন। এতে করে খুব সহজে আরবি বর্ণমালা শেখাও হয়ে যেত আবার তাদেরকে পড়ার জন্য কোন চাপও দিতে হতো না।

'কিংবদন্তীর মুখোমুখি' ব‌ই থেকে...

আমাদের আন্দোলনের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া......
10/07/2024

আমাদের আন্দোলনের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া......

শাইখুল হাদীস রহ. যখন জামিয়া নূরিয়ায় বুখারী পড়ান, তখন হাফেজ্জী হুজুর রহ. তার দরসে প্রায়ই শরীক থাকতেন। শাইখুল হাদীস র...
10/07/2024

শাইখুল হাদীস রহ. যখন জামিয়া নূরিয়ায় বুখারী পড়ান, তখন হাফেজ্জী হুজুর রহ. তার দরসে প্রায়ই শরীক থাকতেন। শাইখুল হাদীস রহ.-কে আব্বা অনেক স্নেহ করতেন। খেলাফত আন্দোলনের ওই সময়টা ছিল এদেশের ইসলামী আন্দোলনের স্বর্ণযুগ। সারা দেশের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম ছিলেন এক কাতারে। কোন‌ও ভেদাভেদ ছিল না। আর খেলাফত আন্দোলনের দ্বিতীয় নেতা ছিলেন শাইখুল হাদীস রহ.। কোন‌ও বিভেদ না থাকলে হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর পরবর্তী নেতা হতেন তিনিই। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেটা আর সম্ভব হয়নি।

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ রহ.

Address

Dhaka

Telephone

+8801941557066

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবায়ন-Nobayon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবায়ন-Nobayon:

Share

Category