রিফাত এক্সপ্রেস

  • Home
  • রিফাত এক্সপ্রেস

রিফাত এক্সপ্রেস সবার সাপর্ট এবং অনুপ্রেরণা পেলে সামনে ভালোকিছু করতে পারবো ইনশাআল্লাহ 🥰🥀

07/07/2025

বর্তমান সমাজের নেতারা যেমন হয় 😃

06/07/2025

আমাদের ছটো গায়ে বড়ো বড়ো নেতা
উপদেশ দেয় জেনো গ্যানে ভরা মাথা,,😱
নেতার ছরাছরি, দেশটা আজ নেতায় ভরা,🤣
পুরো ভিডিওটি না দেখলে মিছ করবেন,,।

06/07/2025

১৮ শতকের গ্রামের কিছু ছবি 🤗🥰

05/07/2025

কোয়াশায় ঘেড়া শিতের সকাল 😇

সকলের মতামত জানান,, দেখি কে বেশি ভোট পায়,,🥰🥰🥰মুসলিম বিশ্বের ইতিহাসে অনেক প্রভাবশালী শাসক ছিলেন, তবে "সর্বোচ্চ শাসক" বলতে...
05/07/2025

সকলের মতামত জানান,, দেখি কে বেশি ভোট পায়,,🥰🥰🥰

মুসলিম বিশ্বের ইতিহাসে অনেক প্রভাবশালী শাসক ছিলেন, তবে "সর্বোচ্চ শাসক" বলতে যদি আপনি এমন কাউকে বোঝাতে চান যিনি সবচেয়ে বেশি ক্ষমতাশালী, প্রভাবশালী এবং বৃহত্তম অঞ্চল শাসন করেছেন—তাহলে কয়েকজন নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসে। তবে সবার উপরে সাধারণভাবে যাকে মুসলিম বিশ্বের "সর্বোচ্চ শাসক" বা "বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম শাসক" বলা হয়, তিনি হলেন:

🏵️ খলিফা হারুন-উর-রশীদ (Harun al-Rashid)

খিলাফত: আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা (786–809 খ্রিষ্টাব্দ)।

রাজধানী: বাগদাদ

শাসনামলে মুসলিম সভ্যতা শিখরে পৌঁছে।

জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিখ্যাত ছিলেন।

তাঁর সময়ে খলিফা ছিলেন মুসলিম বিশ্বের একমাত্র সর্বোচ্চ নেতা।

অন্য উল্লেখযোগ্য মুসলিম শাসকগণ:

1. 🏰 সালাহউদ্দিন আইয়ুবি (Salahuddin Ayyubi) – ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয়ের জন্য বিখ্যাত।

2. 🕌 উসমান গাজী এবং সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট – উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর শাসক।

3. 🏯 আকবর দ্য গ্রেট (মুঘল সম্রাট) – ভারতবর্ষে সবচেয়ে প্রভাবশালী মুঘল শাসক।

4. 📚 আল মামুন – হাউস অব হিকমাহ (জ্ঞান ঘর) প্রতিষ্ঠা করেন বাগদাদে।

সংক্ষেপে:

সবচেয়ে ক্ষমতাশালী মুসলিম শাসক বলতে অনেক ঐতিহাসিক খলিফা হারুন-উর-রশীদ বা সুলতান সুলেইমান দ্য ম্যাগনিফিসেন্ট–কে মনে করেন।

05/07/2025

ভিডিওটা দেখলেই কেমন জানি একটা অনুভূতি জেগে উঠে মনের ভিতর 🥰🥀😇

video

এদেশে নিজের পায়ে দাড়াতে দাড়াতে, নু'** দাড়ানোর বয়স শেষ হয়ে যায়!🙂
26/11/2023

এদেশে নিজের পায়ে দাড়াতে দাড়াতে, নু'** দাড়ানোর বয়স শেষ হয়ে যায়!🙂

Address

Magura

Telephone

+8801743591693

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিফাত এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share