03/06/2022
কিসসু কাজে লাগেনা বিশ্বাস কর ভাই/বোন। এই নম্বর আমার জীবনে কোনো কাজে লাগেনি।সবাই সবকিছুতে ফার্স্ট হয়না,সবার আলাদা আলাদা ফার্স্ট হবার ফিল্ড থাকে।সেটা খুঁজে বের করতে হবে।তারপর মনপ্রান দিয়ে সেটায় লেগে থাকতে হবে।সেটা যে পড়াশোনাই হতে হবে কোনো কথা নেই।কিন্তু হ্যাঁ সেই ভালোলাগার কাজে খুব মন দিতে হবে।এখন রেসাল্ট খারাপ হয়েছে জানি অনেকে অনেক কিছু বলছে,তাদের তোরা একদিন ভুল প্রমান করবি বিশ্বাস কর। একদম নিজেকে কম ভাববি না।এমন অনেক কিছু আছে যা তুই সবচেয়ে ভালো পারিস, তোর ক্লাসে ফার্স্ট বয় সেগুলো পারেও না।হয়তো তুই খুব ভালো গেম খেলিস।জানিস একটা গেমারের টাকা একটা স্কুল টিচারের চেয়ে কতো বেশি।আমি কাউকেই ছোটো করছি না কিন্তু তুই ও কম না।তুই তোর বাবা মাকে আজ খুশি করতে পারিস নিই কিন্তু একদিন পারবি। হ্যাঁ বেসিক পড়াশোনা সবার করা উচিৎ কিন্তু এটাই তোর ভবিষ্যৎ নয়।একদমই নয়।কতোকিছু ক্যারিয়ার অপশান এখন।সেগুলো তোকে আসতে আসতে বুঝতে হবে যে তুই কি ভালোবাসিস। এটা তোর জীবন।খুশী থাকা তোর অধিকার।তোর বাবা মার কিংবা কোনো আত্মীয়ের জীবন নয় এটা। তুই ভয় পাসনা।তোর মাকে অন্যেরা নিজের ছেলে মেয়ের নম্বর শোনাচ্ছে আর তোর মায়ের মুখ টা বেশ শুকনো তাতে তোর খারাপ লাগছে জানি।চিন্তা করিস না একদিন অন্য কারনে সব পেপারে তোর নাম বেড়োবে সেদিন তোর মা অনেক গর্ব করবে।আজ তোর দিন নেই।একদিন আসব।আমার ভিডিও বানাতে ভালো লাগতো।আমার বাবা মাকে আমি একদিন বোঝাই, পুরোটা বোঝাই।আমি এভাবে ভালো থাকবো।জীবন টাকে জীবন মনে হবে আমার।বাবা মা সেদিন বুঝেছিলো আর হ্যাঁ কাকু/কাকিমা আমি ইঞ্জিনিয়ার দের থেকে একটুকুও কম টাকা আর্ন করিনা।আমি খুশী।সব পেপারেই একবার করে আমার নাম উঠেছে তবে হ্যাঁ পড়াশোনার জন্য নয় এই ভিডিও এর জন্য।প্লিস নিজের ছেলে মেয়েদের একটু বুঝবেন।ওরাও চায় আপনার মুখে হাসি ফোটাতে।কিন্তু যেটা পারছেনা কি করে করবে সেটা! একদিন করবে 🌼 বিশ্বাস রাখুন আর জিজ্ঞেস করুন ও কিসে সবচেয়ে ভালো করতে পারবে❤
writtey by