Traveller Jahid

  • Home
  • Traveller Jahid

Traveller Jahid তোমাকে হারানোর পর বুঝেছি, মানুষ কাঁদতে নাহ্ পারলেও ভা"ঙে নিঃশব্দে.!😔💔🥀

Traveller 🌸

আলহামদুলিল্লাহ❤️ ১৮ জন গেস্ট নিয়ে আজ রাতে রওনা হচ্ছি আমাদের ১ম কর্পোরেট ট্যুর।গন্তব্য টাঙ্গুয়ার হাওর রিল্যাক্স(৩য়) ট্যুর...
04/08/2025

আলহামদুলিল্লাহ❤️ ১৮ জন গেস্ট নিয়ে আজ রাতে রওনা হচ্ছি আমাদের ১ম কর্পোরেট ট্যুর।
গন্তব্য টাঙ্গুয়ার হাওর রিল্যাক্স(৩য়) ট্যুরের উদ্যশ্যে🥰

⛔ পরবর্তী টাঙ্গুয়ার হাওর রিল্যাক্স ট্যুর আগামী ২৭-২৮ আগস্ট মাত্র ৫৪৯৯৳(সিজনের শেষ ট্যুর)মাত্র ১১ টি আসন খালি📣

এবং আমাদের আগস্ট মাসে চলমান ট্যুর সমুহ-

☑️ মাত্র ৫৯৯৳ সীতাকুণ্ড ডে ট্যুর ৮ই আগস্ট ৮ টি আসন খালি

☑️ মাত্র ১৭৯৯৳ সিলেট ডে লং ট্যুর ট্রেনে করে ১৫ই আগস্ট ৫ টি আসন খালি

☑️ মাত্র ২১৯৯৳ কক্সবাজার রিল্যাক্স ট্যুর ২২-২৩ আগস্ট
☑️মাত্র ১১৯৯৳ কক্সবাজার ডে লং ট্যুর ২২ আগস্ট ২০ সিট খালি

☑️ মাত্র ১২৯৯৳ রাঙামাটি ডে লং ট্যুর আগামী ২৯ আগস্ট ১৮ টি আসন খালি📣

দেরী করলে সিট পাবেন না☺️

▶️ বিস্তারিত জানতে ইনবক্সে করুন

☑️৮ আগস্ট রুপসি+বাশবাড়িয়া ৫৯৯৳☑️১৫ আগস্ট সিলেট ১৭৯৯৳☑️২২ আগস্ট কক্সবাজার ১১৯৯৳/২১৯৯৳☑️২৯ আগস্ট রাঙামাটি ডে ট্যুর ১২৯৯৳বি...
30/07/2025

☑️৮ আগস্ট রুপসি+বাশবাড়িয়া ৫৯৯৳
☑️১৫ আগস্ট সিলেট ১৭৯৯৳
☑️২২ আগস্ট কক্সবাজার ১১৯৯৳/২১৯৯৳
☑️২৯ আগস্ট রাঙামাটি ডে ট্যুর ১২৯৯৳
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
ইনবক্সে এ🌼

মাত্র ১৭৯৯৳ সিলেট ডে ট্যুর, তাও আবার ট্রেনে করে📣 বিস্তারিত ইনবক্সে এ ⬇️আসন সংখ্যা ১২টি(১ লেগুনা)
28/07/2025

মাত্র ১৭৯৯৳ সিলেট ডে ট্যুর, তাও আবার ট্রেনে করে📣 বিস্তারিত ইনবক্সে এ ⬇️
আসন সংখ্যা ১২টি(১ লেগুনা)

যদি কখনো হারিয়ে যাই তাহলে পাহাড়ে খুঁজো আমায়"🏔️💚
27/07/2025

যদি কখনো হারিয়ে যাই তাহলে পাহাড়ে খুঁজো আমায়"🏔️💚

🌄 ফেনী থেকে মাত্র ৫৯৯ টাকায় দিনভর্তি অ্যাডভেঞ্চার! 🌊চলুন ঘুরে আসি আগামী ১লা আগস্ট চন্দ্রনাথ পাহাড় ও আকিলপুর সমুদ্র সৈকত ...
26/07/2025

🌄 ফেনী থেকে মাত্র ৫৯৯ টাকায় দিনভর্তি অ্যাডভেঞ্চার! 🌊
চলুন ঘুরে আসি আগামী ১লা আগস্ট চন্দ্রনাথ পাহাড় ও আকিলপুর সমুদ্র সৈকত — একদিনেই পাহাড়, সমুদ্র ও ঝর্ণা ঘোরা 🤗

📆 তারিখ: ১লা আগস্ট, ২০২৫
যাত্রা শুরু –
🕗 সকাল ৭টা – ফেনী মহিপাল
🕣 সকাল ৭:২০ – বারইয়ারহাট
🔙 ফিরতি: সন্ধ্যা ৭:৩০ মিনিট ফেনী থাকবো ইনশাআল্লাহ

💸 ইভেন্ট ফি: ৫৯৯৳
📌 ক্যাশে বুকিং: ৫০০৳
📌 বিকাশে বুকিং: ৫০৫৳ (অফেরতযোগ্য)
➡️ বুকিং মানি ব্যতিত বাকি টাকা বাসে উঠে দিবেন।

🎯 মহিলা, কাপল, শিশু ও বয়স্কদের জন্য সামনের সিটে বিশেষ সুবিধা

😍 যা যা দেখবো –
✅ চন্দ্রনাথ পাহাড় ও মন্দির
✅ আকিলপুরের শান্ত সমুদ্র সৈকত
✅ মন মাতানো পাহাড়ি দৃশ্য
✅ স্বচ্ছধারা ঝর্ণা (বৃষ্টি হলে)

🎁 প্যাকেজে যা যা পাচ্ছেন –
🚍 রিজার্ভ মিনি বাসে যাতায়াত
🚕 লোকাল ট্রান্সপোর্ট কুমিরা-আকিলপুর (বাস না ঢুকলে)
🚕 লোকাল ট্রান্সপোর্ট সীতাকুণ্ড-চন্দ্রনাথ পাহাড় (বাস না ঢুকলে)
🍽️ ২ বেলা খাবার
👉দুপুরের লাঞ্চ (ভাত, মুরগির মাংস, আলু ভর্তা / সবজি, ডাল)
👉সকালের খাবার (হালকা নাস্তা)
👨‍💼 অভিজ্ঞ গাইড
🅿️ বাস পার্কিং খরচ

🚫 এই খরচে থাকবে না –
❎ মেন্যুর বাহিরে অতিরিক্ত খাবার
❎ ব্যক্তিগত কোনো খরচ
❎ ইভেন্টে উল্লেখ নেই এমন কোনো খরচ

🎒 সাথে নিতে হবে –
✔️ গামছা
✔️ পলিথিন
✔️ ছাতা/ক্যাপ
✔️ পানির বোতল
✔️ খাবার স্যালাইন
✔️ ট্রেকিং জুতা
✔️ শর্টপ্যান্ট
✔️ ক্যামেরা ও পাওয়ার ব্যাংক (যদি থাকে)

📢 গুরুত্বপূর্ণ নির্দেশনা 📢
ট্যুর গাইডের অনুমতি ছাড়া কোথাও যাওয়া কঠোরভাবে নিরুৎসাহিত। যদি কেউ নিজের সিদ্ধান্তে গ্রুপের নির্দেশনা উপেক্ষা করে কোথাও গিয়ে কোনো ধরনের বিপদ, দুর্ঘটনা বা জটিলতায় পড়েন, সে ক্ষেত্রে গ্রুপ কতৃপক্ষ কোনো ধরনের দায়ভার গ্রহণ করবে না।

🌤️ জীবনের যান্ত্রিকতা থেকে একদিনের মুক্তি, পাহাড় আর সাগরের গল্পে হারিয়ে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না

▶️ বিস্তারিত জানতে এবং বুকিং করতে যোগাযোগ -
Adnan Hosan Jahi'd

🌊 ফেনী থেকে মাত্র ৫৪৯৯ টাকায় টাঙ্গুয়ার হাওর ৩-৪ আগস্ট – স্বপ্নের জলভ্রমণ..!! 🌊চলুন প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরপুর ৩...
25/07/2025

🌊 ফেনী থেকে মাত্র ৫৪৯৯ টাকায় টাঙ্গুয়ার হাওর ৩-৪ আগস্ট – স্বপ্নের জলভ্রমণ..!! 🌊
চলুন প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরপুর ৩ রাত ২ দিনের এক দারুণ অ্যাডভেঞ্চারে 🌿⛵

📅 তারিখ: ০৩-০৪ আগস্ট
🚌 যাত্রা শুরু: ২ আগস্ট, রাত ১০টা (ফেনী, মহিপাল)
🔙 ফেরত: ৫ আগস্ট সকাল ৬টা

📍যা যা দেখবো –
✨ টাঙ্গুয়ার হাওর
✨ বারিক্কা টিলা
✨ টেকেরঘাট
✨ ওয়াচ টাওয়ার
✨ নীলাদ্রি লেক
✨ লাকমাছড়া
✨ শিমুল বাগান

💸 জনপ্রতি: ৫৪৯৯ টাকা (১ কেবিনে ৩ জন)
👩‍❤️‍👨 কাপল প্যাকেজ: ১৪,০০০ টাকা
📲 অগ্রিম বিকাশ: ৩০৬০ টাকা
⏳ বুকিং ডেডলাইন: ২২ জুলাই

👨‍👩‍👧‍👦 মহিলা, কাপল ও সিনিয়রদের জন্য সামনের সিটের ব্যবস্থা
🛏️ আগে বুক করলে কেবিনে সিট, শেষের ৫ জন লবিতে!

💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇

https://facebook.com/groups/3985498335101971/

https://facebook.com/groups/1049503953635146/

💼 প্যাকেজে যা যা থাকছে:
✅ ফেনী ↔️ সুনামগঞ্জ ↔️ ফেনী নন-এসি বাস / এসি হাইজ/ট্রেন টিকিট 🚃
✅ ৭ বেলা সুস্বাদু খাবার 🍽️
✅ ২ দিন হাউজবোটে থাকা 🛶
✅ দর্শনীয় স্থান ভ্রমণ 🌄
✅ সার্বক্ষণিক গাইড সার্ভিস 🙋
✅ রাতভর হাওরের মাঝে নৌকায় থাকা – জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা 🌌

🍛 খাবার মেন্যুতে থাকছে –

🔹১ম দিন —
▫️সকাল–ভুনা খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, চাটনি/পেঁয়াজ ভর্তা, পানি
▫️দুপুর–সাদা ভাত, হাওরের তাজা মাছ, মাছ ভর্তা, ভাজি/সবজি, ডাল, সালাদ, পানি
▫️সন্ধ্যায়–নুডলস/পাকড়া
▫️রাত–সাদা ভাত, হাঁসের মাংস, আলু ভর্তা, ডাল, সালাদ, পানি

🔹২য় দিন —
▫️সকাল–ডিম খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি/পেঁয়াজ ভর্তা, পানি
▫️দুপুর–সাদা ভাত, মুরগী/চ্যাপা শুটকি ভর্তা, সবজি, ডাল, সালাদ, পানি
▫️স্ন্যাক্স–নুডলস, ঝালমুড়ি/পাকড়া

🚫 ইভেন্ট খরচে থাকছে না –
❎ এন্ট্রি টিকিট
❎ ব্যক্তিগত খরচ
❎ যাত্রাপথে হোটেল বিরতির খরচ
❎ লাকমাছড়া যাওয়ার লোকাল ট্রান্সপোর্ট
❎ প্যাকেজে অন্তর্ভুক্ত নয় এমন কোনো খরচ

📢 গুরুত্বপূর্ণ নির্দেশনা 📢
ট্যুর গাইডের অনুমতি ছাড়া কোথাও যাওয়া কঠোরভাবে নিরুৎসাহিত। যদি কেউ নিজের সিদ্ধান্তে গ্রুপের নির্দেশনা উপেক্ষা করে কোথাও গিয়ে কোনো ধরনের বিপদ, দুর্ঘটনা বা জটিলতায় পড়েন, সে ক্ষেত্রে গ্রুপ কতৃপক্ষ কোনো ধরনের দায়ভার গ্রহণ করবে না।

✨ এই বর্ষায় নিজেকে দিন একটু ছুটি, চলে যান টাঙ্গুয়ার হাওরে!
সিট সীমিত, দেরি না করে এখনই বুকিং দিন!

17/07/2025

🌊 ফেনী থেকে মাত্র ১১৫০ টাকায় আগামী ২৫ জুলাই কক্সবাজার ঘুরে আসুন একদিনেই 🌊
একদিনের ট্যুরে স্বল্প খরচে ভ্রমণ, খাবার আর মজার অভিজ্ঞতা – সব একসাথে 🤗

🚌 যাত্রা শুরু:
📍 ২৪ জুলাই রাত ১১টা – ফেনী মহিপাল থেকে
📍 ২৪ জুলাই রাত ১১:৩০ – বারইয়ারহাট / মিরসরাই থেকে
🔚 ফেরার সময়: ২৬ জুলাই সকাল ৬:৩০ মিনিটে ফেনী থাকবো ইনশাআল্লাহ

💸 ইভেন্ট ফি: মাত্র ১১৫০ টাকা
💰 বুকিং করুন মাত্র –
➡️ ক্যাশে: ১০০০ টাকা
➡️ বিকাশে: ১০২০ টাকা (অফেরতযোগ্য)

👩‍👧‍👦 মহিলা, কাপল, বাচ্চা ও বয়স্কদের জন্য সামনের সিটে বিশেষ অগ্রাধিকার!

💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇

https://facebook.com/groups/3985498335101971/

https://facebook.com/groups/1049503953635146/

🎁 যা যা পাচ্ছেন প্যাকেজে:
✅ ফেনী ↔️ কক্সবাজার ↔️ ফেনী নন-এসি বাস ভাড়া
✅ ২ বেলা খাবার
✅ ট্যুর গাইড সাপোর্ট

🍱 খাবার মেন্যু:
🥘 সকাল: ভুনা খিচুড়ি, ডিম / পরোটা
🥘 দুপুর: ভাত, ভর্তা, মুরগি, ডাল / সবজি

❌ প্যাকেজে যা থাকছে না:
✖️ হাইওয়েতে যাত্রাবিরতির খাবার
✖️ রাতের খাবার (ফেরার পথে)
✖️ ব্যক্তিগত খরচ

📢 গুরুত্বপূর্ণ নির্দেশনা 📢
ট্যুর গাইডের অনুমতি ছাড়া কোথাও যাওয়া কঠোরভাবে নিরুৎসাহিত। যদি কেউ নিজের সিদ্ধান্তে গ্রুপের নির্দেশনা উপেক্ষা করে কোথাও গিয়ে কোনো ধরনের বিপদ, দুর্ঘটনা বা জটিলতায় পড়েন, সে ক্ষেত্রে গ্রুপ কতৃপক্ষ কোনো ধরনের দায়ভার গ্রহণ করবে না।

🌴 কক্সবাজারের ঢেউ, সৈকতের রোদ, আর চমৎকার খাবারে একদিনের চিল আউট প্ল্যান – এটাই তো দরকার ছিল

📲 এখনই বুকিং করুন – সীট খুবই সীমিত!

▶️ বিস্তারিত জানতে এবং বুকিং করতে যোগাযোগ -
🙎‍♂️ jahid 01872330268

#কক্সবাজার #মেরিনড্রাইভ #কলাতলিবিচ #লাবনিবিচ

17/07/2025

মাএ ১১৫০ টাকায় কক্সবাজার ডে টুর বিস্তারি জানতে ইনবক্সে করুন

🌊 ফেনী থেকে মাত্র ১১৫০ টাকায় আগামী ২৫ জুলাই কক্সবাজার ঘুরে আসুন একদিনেই 🌊একদিনের ট্যুরে স্বল্প খরচে ভ্রমণ, খাবার আর মজার...
17/07/2025

🌊 ফেনী থেকে মাত্র ১১৫০ টাকায় আগামী ২৫ জুলাই কক্সবাজার ঘুরে আসুন একদিনেই 🌊
একদিনের ট্যুরে স্বল্প খরচে ভ্রমণ, খাবার আর মজার অভিজ্ঞতা – সব একসাথে 🤗

🚌 যাত্রা শুরু:
📍 ২৪ জুলাই রাত ১১টা – ফেনী মহিপাল থেকে
📍 ২৪ জুলাই রাত ১১:৩০ – বারইয়ারহাট / মিরসরাই থেকে
🔚 ফেরার সময়: ২৬ জুলাই সকাল ৬:৩০ মিনিটে ফেনী থাকবো ইনশাআল্লাহ

💸 ইভেন্ট ফি: মাত্র ১১৫০ টাকা
💰 বুকিং করুন মাত্র –
➡️ ক্যাশে: ১০০০ টাকা
➡️ বিকাশে: ১০২০ টাকা (অফেরতযোগ্য)

👩‍👧‍👦 মহিলা, কাপল, বাচ্চা ও বয়স্কদের জন্য সামনের সিটে বিশেষ অগ্রাধিকার!

💙💙 আমাদের গ্রুপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 👇👇

https://facebook.com/groups/3985498335101971/

https://facebook.com/groups/1049503953635146/

🎁 যা যা পাচ্ছেন প্যাকেজে:
✅ ফেনী ↔️ কক্সবাজার ↔️ ফেনী নন-এসি বাস ভাড়া
✅ ২ বেলা খাবার
✅ ট্যুর গাইড সাপোর্ট

🍱 খাবার মেন্যু:
🥘 সকাল: ভুনা খিচুড়ি, ডিম / পরোটা
🥘 দুপুর: ভাত, ভর্তা, মুরগি, ডাল / সবজি

❌ প্যাকেজে যা থাকছে না:
✖️ হাইওয়েতে যাত্রাবিরতির খাবার
✖️ রাতের খাবার (ফেরার পথে)
✖️ ব্যক্তিগত খরচ

📢 গুরুত্বপূর্ণ নির্দেশনা 📢
ট্যুর গাইডের অনুমতি ছাড়া কোথাও যাওয়া কঠোরভাবে নিরুৎসাহিত। যদি কেউ নিজের সিদ্ধান্তে গ্রুপের নির্দেশনা উপেক্ষা করে কোথাও গিয়ে কোনো ধরনের বিপদ, দুর্ঘটনা বা জটিলতায় পড়েন, সে ক্ষেত্রে গ্রুপ কতৃপক্ষ কোনো ধরনের দায়ভার গ্রহণ করবে না।

🌴 কক্সবাজারের ঢেউ, সৈকতের রোদ, আর চমৎকার খাবারে একদিনের চিল আউট প্ল্যান – এটাই তো দরকার ছিল

📲 এখনই বুকিং করুন – সীট খুবই সীমিত!

▶️ বিস্তারিত জানতে এবং বুকিং করতে যোগাযোগ -
🙎‍♂️ jahid 01872330268

#কক্সবাজার #মেরিনড্রাইভ #কলাতলিবিচ #লাবনিবিচ

আলপা তং— সুন্দর কিন্তু শয়তানের পাহাড়।অনেক দিন আগের কথা। এক অজ পাড়া গাঁয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল এক অপার সৌন্দর্যের পাহাড়...
16/07/2025

আলপা তং— সুন্দর কিন্তু শয়তানের পাহাড়।

অনেক দিন আগের কথা। এক অজ পাড়া গাঁয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল এক অপার সৌন্দর্যের পাহাড়— তার নাম ছিল আলপা তং, যার মানে স্থানীয় ভাষায় “সুন্দর পাহাড়”।

এই পাহাড় এতটাই মনোমুগ্ধকর ছিল যে দূর দূরান্ত থেকে লোকেরা আসত তার চূড়ায় ওঠার জন্য। পাহাড়ের পাদদেশে ছিল রঙিন ফুলের বন, ঝর্ণার জলের শব্দ ছিল যেন সুরের মতো, আর সন্ধ্যার সময় পুরো পাহাড়টা লাল আলোয় জ্বলে উঠত যেন সোনা গলে পড়ছে।

কিন্তু এই পাহাড়ের সৌন্দর্যের নিচে ছিল এক ভয়ংকর অভিশাপ।

লোককথা বলে, প্রতি তিন মাসে একবার পূর্ণিমার রাতে পাহাড় আপনাকে ডাকে— কিন্তু সেই ডাক শুনলে আপনি আর ফিরে আসবেন না।

গাঁয়ের একজন বৃদ্ধা নানা পিও বলতেন— “যে এই পাহাড়ে চাঁদের আলোয় পা দেয়, সে আর মানুষ থাকে না।” অনেকেই বিশ্বাস করত না। তারা উঠত পাহাড়ে, গান গাইত, হাসত, খেলতো কিন্তু পরদিন সকালে তাদের নাম পাওয়া যেতো না আর কোনো খাতায়, কোনো স্মৃতিতে। এমনকি পরিবার পর্যন্ত ভুলে যেতো তারা কখনো ছিল।

একবার এক সাহসী তরুণী “মিয়াং” ঠিক করলো পাহাড়ের রহস্য উন্মোচন করবে। সে পূর্ণিমার রাতে পাহাড়ে উঠল একা। পুরো পাহাড় তখন সোনালি আলোয় মোড়া, বাতাস থমকে ছিল। সে শুনতে পেল এক মিষ্টি কণ্ঠস্বর— “তুমি কি সৌন্দর্য খুঁজছো? তাহলে চলো, আমার হৃদয়ে এসো…”

সেই রাতেই সে হারিয়ে গেল।

তবে গ্রামের এক বালক “তেমু” পরে দাবি করে— সে দেখেছে মিয়াংকে। মিয়াং এর সাক্ষাতে জেনেছে তার সাথে ঘটে যাওয়া এসব কল্পকথা। তেমু এসে গ্রামবাসীকে জানায় কিন্তু সে আর মানুষ নয়। তার চোখ দুটি যেন মেঘে ঢাকা, শরীর যেন পাথরে গড়া, আর তার হাসি থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে এবং সেই থেকেই গ্রামের মানুষের মাঝে এই মিথের প্রতি অগাধ বিশ্বাস আসে।

অনেকেই বলে, আলপা তং পাহাড় আসলে একটি জীবন্ত দানব— সে তার সৌন্দর্য দিয়ে মানুষের মন কাড়ে, আর তারপর তাদের স্মৃতি, আত্মা আর শরীর গ্রাস করে আপন রূপ ধরে রাখতে।

আজও যখন পূর্ণিমা ওঠে, আর পাহাড় সোনালী আলোয় ঝিলমিল করে, গ্রামের মানুষ ঘরের দরজা বন্ধ করে রাখে। কেউ উচ্চস্বরে কথা বলে না। কারণ, তারা জানে— আলপা তং ডাকছে… কিন্তু কেউ যেন শুনে না ফেলে সেই ডাক।

📌 আলপাতং পাহাড়। বিলাইছড়ি, রাঙ্গামাটি।

ছবিঃ বিডি এক্সপ্লোরার।

31/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

01/03/2024

এভাবে কখনো ভেবে দেখেছেন💔

Address


Telephone

+8801893657376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveller Jahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller Jahid:

  • Want your business to be the top-listed Media Company?

Share