Euphoric

Euphoric Assalamualaikum to all❤️You will find world class products on my page & everything about my life.💥

উদ্দীপকের গুরুত্ব অপরিসীম! 🙂
24/07/2025

উদ্দীপকের গুরুত্ব অপরিসীম! 🙂

সন্তান। নয় মাস গর্ভে ধারণ করে তীব্র যন্ত্রণা সহ‍্য করে দুনিয়ায় যখন সন্তান  আসে তখন মা কিন্তু সব যন্ত্রণা কষ্ট ভুলে যায় স...
24/07/2025

সন্তান। নয় মাস গর্ভে ধারণ করে তীব্র যন্ত্রণা সহ‍্য করে দুনিয়ায় যখন সন্তান আসে তখন মা কিন্তু সব যন্ত্রণা কষ্ট ভুলে যায় সেই ছোট্ট সন্তানের মুখটা দেখেই। ছেলে বা মেয়ে। মা এর কাছে সে শুধুই সন্তান। এই সন্তান এর নিরাপত্তা আল্লাহ্ পাকের হাতে সবচেয়ে আগে। তিনিই আশ্রয়, হেফাজত ও নিরাপত্তার মালিক। তাই তার কাছেই সন্তান কে আমানত করে দিন। কারণ তিনি আল্লাহ্। কখনও আমানতের খেয়ানত করেননা। আপনার সন্তানের জন্য প্রতিদিন আল্লাহ্ পাকের কাছেই নিরাপত্তা চান। ইং শা আল্লাহ্ তিনি নিজ হেফাজতে রাখবেন।
কিছু দোয়া আপনারা প্রতিদিন আমল করেন। আপনার প্রিয় সন্তানের জন্য। হেফাজত করবেন আরশের আজীম।
সন্তান যখন বাড়ি থেকে বের হয় তখন মা যদি এই তিনটি দোয়া পড়ে ফু দেয় তাহলে বাচ্চা সারাদিন আল্লাহর জিম্মায় থাকে।
১. সুরা ফাতেহা পড়ে সন্তান কে ফু দিন।
২. বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল আল্লাহ,,,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
৩. আয়াতুল কুরসি
৪. বিসমিল্লাহ তিনবার পড়ে ফু দিন তার মুখ সহ সারা শরীরে।
৫. সূরাতুল ইয়াসিনের [৯] ( নয়) নং আয়াত পড়ে ফু দিন সন্তানের শরীরে।
সূরা ইয়াসিনের ৯ নং আয়াত ছোট একটা আয়াত যেটা আপনি চার পাচ বারেই মুখস্ত হয়ে যাবে ইং শা আল্লাহ্।

সন্তান যদি আপনার থেকে দূরে থাকে দেশ বা বিদেশ তাহলেও এসব পড়ে আমল করে ফু দিন আসমানের দিকে। আল্লাহ্ পাক মা এর দোয়া পৌছে দিবেন আপনার সন্তানের কাছে ইং শা আল্লাহ্।

✅সুরা ইয়াসিনের ৯ নং আয়াত এবং অর্থ ;

ওয়া জা‘আলনা মিম বাইনি আইদীহিম সাদ্দাওঁ, ওয়া মিন খল্ফিহিম সাদ্দাওঁ, ফা-আঘশাইনা-হুম ফাহুম লা ইউবসিরূন।”

অর্থ -- আর আমি তাদের সামনে একটি প্রাচীর তৈরি করেছি এবং তাদের পেছনেও একটি প্রাচীর তৈরি করেছি, ফলে আমি তাদের আচ্ছন্ন করে দিয়েছি — অতএব তারা দেখতে পায় না।

17/02/2025

কমপক্ষে ০১ বার পড়ুন সবগুলো অনেক গুরুত্বপূর্ণ আমল....❤️

১.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
২.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু
৩.লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন।
৪.আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ি ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা।
৫.বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
৬.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি বাসার।
৭.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর।
*আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়ালা মামাতি।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দা'জ্জা'ল।
৮.আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
৯.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়ারিঝকান ত্বইবান ওয়া আমালান মুতাকাব্বালান।
১০.আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্নার।
১১.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদ্ধাকাওয়াল জান্নাত।
১২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খতিমা।
১৩.আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিক।
১৪.আল্লাহুমা ইন্নি আস আলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুক।
১৪.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন জান্নাতুল ফেরদাউস।
১৫.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফিতনাতিল দুনিয়া আমিন.... 🌸❤️

- পড়া শেষে আলহামদুলিল্লাহ।❤️🌸

13/02/2025

চলেন একবার সায়িদ্যুল ইস্তেগফার পড়া যাক।

আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাকতানী ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা তু ও আউজুবিকা মিন শাররি মা সানা'তু আবুউলাকা বিনি'মাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিজাম্বি ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা🌸

পড়া শেষে আলহামদুলিল্লাহ।❤️

23/01/2025

ভূমিকম্প ????

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর`রু মা`আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি`ই ওয়াহুয়া সামি`য়ুল আলিম।

ভূমিকম্প হবার সময় মাটির দিকে বা নিচের দিকে তাকিয়ে ‘আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’ পড়তে থাকবেন যতক্ষণ ভূমিকম্প শেষ না হয়।
©️

03/01/2025
30/12/2024

বেড়ে গেছে সড়ক দূর্ঘটনা! নিরাপত্তার জন্য সকল দুনিয়াবি মাধ্যম গ্রহণের পাশাপাশি এই সুন্নাহ আমলটি করতে পারেন।
নিজে শিখুন। সন্তান, ছাত্রছাত্রী সহ সবাইকে শিখান।
দরজায় স্টিকার কিংবা কাগজে লিখেও রাখতে পারেন।

একটি দুয়া আছে এমন, যিনি ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন, ওই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়:

তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, (তোমাকে সঠিক পথ দেখানো হলো) এবং তোমাকে হেফাযত করা হলো। আর শয়তান তার থেকে দূরে চলে যায়।

দুয়াটি হলো :
بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
বিসমিল্লাহি, তাওয়াককালতু আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

অর্থ: আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

(সুনান তিরমিযী: ৩৪২৬)

মাওলানা আবদুল্লাহ আল মনসুর

22/10/2024

Help post ‼️ Help ‼️ Help‼️Help‼️

আমার খুব কাছের একজন এর ছেলে বাচ্চা চোখের দুইটা রেটিনা ছিড়ে গেছে কলমের গুতা খেয়ে। কয়েক লাখ টাকা লাগবে ওর বাচ্চার চিকিৎসার জন্য যা ওর বাবা মা এর পক্ষে সম্ভব না। কোনো দয়াবান ব্যক্তি যদি একটু সাহায্য করেন তাহলে এই নাম্বারে বিকাশ করবেন।
চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য।

বিকাশ নম্বর-01604-789986
Pls share this post 💯

There is no end to how much people want, there is no end to want. It will take that, there is no end to lack in life, no...
17/10/2024

There is no end to how much people want, there is no end to want. It will take that, there is no end to lack in life, no end to complaints, no end to shame, no end to suffering. ✋
And on the other hand, some people are praying night and day from Allah for a healthy life, a healthy day.
Those who can get through a day in good health, believe that there is no greater blessing in this world.🤲
মানুষের কত চাওয়া, চাওয়ার কোন শেষ নাই।এটা লাগবে ওইটা লাগবে,জীবনে অভাবের শেষ নাই, অভিযোগের শেষ নাই , অভিমানের শেষ নাই, কষ্টের শেষ নাই।
আর অন্যদিকে কিছু মানুষ আল্লাহর কাছ থেকে একটা সুস্থ জীবন, একটা সুস্থ দিন পার করার জন্য রাত দিন দোয়া করছে। যারা সুস্থ ভাবে একটি দিন পার করতে পারছেন, বিশ্বাস করেন এর থেকে বড় নেয়ামত এ দুনিয়াতে কিছু নেই।
17.10.24

02/10/2024

****রাতের আমল****

প্রতিদিন রাতে এই আমল গুলো করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ।

--একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"

১.. চার হাজার দিনার সদকা করবে।
২..একটি কুরআন খতম করবে।
৩..জান্নাতের মূল্য পরিশোধ করবে।
৪..দু'জন ব্যক্তি যদি দু'জনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে।
৫..একবার হজ্জ করবে, তারপর ঘুমাতে যাবে।

---হযরত আলী (রাঃ) তখন বললেন "হে রাসূলুল্লাহ! এটা তো মনে হচ্ছে অসম্ভব,আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো?
--তখন হযরত মুহাম্মদ (সাঃ) বললেন

১.. "সূরা ফাতিহা ৪বার পড়লেই চার হাজার দিনার সদকা করার সমপরিমাণ সাওয়াব পাবে"

২.. "সূরা ইখলাস ৩বার পড়লে একটি কুরআন খতমের সাওয়াব পাবে"

৩.. "তিনবার যেকোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মুল্য পরিশোধ করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"

৪.."যেকোনো ইস্তাগফার বা আস্তাগফিরুল্লাহ ১০বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সাওয়াব পাবে"

৫.."সর্বশেষ কালেমা শাহাদত চারবার পাঠ করলে একটি হজ্জ সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে"

-রেফারেন্সঃ সহীহ বুখারী, মুসলিম, মিশকাত, জামে তিরমিযি।
বি,দ্রঃটাইমলাইনে রেখে দিতে পারো,প্রতিদিনের আমল হিসাবে।

আল্লাহ তায়ালা আমাদের সকল কে সবকিছু বোঝার এবং আমল করার তৌফিক দান করেন.

আমিন.

16/09/2024
22/08/2024

শুনেছি দোয়ায়ে ইউনুস খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়।

দোয়ায়ে ইউনুস এক খতমে ১ লক্ষ ২৫ হাজার বার পড়তে হয়।

আপনাদের কাছে বিনীত অনুরোধ সবাই ৫ বার করে দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করে দিন যেন আল্লাহ আমার মনের নেক আশা ও দোয়া কবুল করেন এবং আল্লাহ সবার হেফাজত করেন ।🤲🤲🤲

৫ বার করে দোয়া ইউনুস পড়ে দেন-

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

"লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুংতু মিনায যোয়ালিমিন"
-পড়া শেষ "আমিন" লেখার অনুরোধ সবাইকে।❤️ আল্লাহ বন্যায় কবলিত এলাকার সবাই কে হেফাজত করুন

Address


Telephone

+8801727390133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Euphoric posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Euphoric:

  • Want your business to be the top-listed Media Company?

Share