
26/06/2024
২০০৬ সালে তখনও নিয়মিত আফগানিস্তানে বো*ম ফেলছে আমেরিকা-ইংল্যান্ড। যু*দ্ধবিধ্বস্ত দেশটিতে কোনো মাঠও ছিলো না নিজেদের খেলার জন্য। কোচ তাজ মালিককে সাথে নিয়ে নওরোজ-শাপুর-হামিদ-করিম সাদিক-শেনওয়ারি-আসগররা তখন খেলতে আসতেন এভাবেই, কাবুলিওয়ালার বেশে আর মাথায় একটা নীল টুপি পরে!
আজ তারা উঠে গেল বিশ্বকাপ সেমিফাইনালেই! সবচেয়ে বেশি খুশি হয়ত হয়েছেন ওই তাজ মালিকই।
অভিনন্দন!