20/10/2025
পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর অসুখ কী জানো? কাউরে দু'চোখ ভইরা দেখার অসুখ। মানুষ একবেলা না খাইলেও বাঁচে। একটা শখের জামা না কিনলেও দিন চইলা যায়। কিন্তু যখন তোমারে দেখার অসুখ হয়, তখন আমার দিন কাটে না। তুমি পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও আমি আইসা তোমারে দেইখা যাইতাম। কিন্তু তুমি কাছে থাইকাও তোমার লগে আমার দেখা হয় না!
আমারে একটু মায়া করবা? ভালো না বাসলেও চলবো; শুধু জিগাইলা, আমি কেমন আছি? আমার মন ভালো?
বই: তুমি অসুখ তুমিই সুখ
লেখক: সবুজ আহম্মদ মুরসালিন
Voice : Arif