Rubina Akter

Rubina Akter ︵🦋প্রিয়💚࿐
࿓ཉতোমারཉনিখোঁজཉডায়েরীরཉশেষཉপৃষ্টায়ཉ একাংশཉকাব্যཉআমিཉ😽🌺༅༎༊
💙🌺♡︎

যে সত্যিকারের ভালোবাসে, সে better কাউকে কখনো খোঁজে না, বরং Better বানিয়ে নিতে পছন্দ করে!❤️                   🍁রুবিনা আক্...
30/05/2024

যে সত্যিকারের ভালোবাসে, সে better কাউকে কখনো খোঁজে না, বরং Better বানিয়ে নিতে পছন্দ করে!❤️
🍁রুবিনা আক্তার🍁

কিছু বাস্তব উপদেশযা আপনার জীবনকে বদলে দেবে-১। অভিমান কখনো মনে পুষে রাখবেন না,প্রকাশ করে ফেলুন নয়তো ভুলে যান। কারণ,ক্ষুদ্...
15/02/2023

কিছু বাস্তব উপদেশ
যা আপনার জীবনকে বদলে দেবে-
১। অভিমান কখনো মনে পুষে রাখবেন না,
প্রকাশ করে ফেলুন নয়তো ভুলে যান।
কারণ,
ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই বৃহৎ দূরত্বের সৃষ্টি হয়।
২। কিছু মানুষ আপনার মূল্য দেবে না, তাই
বলে আপনি নিজেকে কখনো মূল্যহীন মনে করবেন না।
৩। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। সব
হারিয়ে ফেলা মানুষও একটা স্বপ্নকে আকড়ে ধরে
বেঁচে থাকে। তাই কখনো স্বপ্ন হারা হবেন না।
৪। কাউকে দুঃখ দিবেন না মানুষের
নিঃশ্বাসের বিশ্বাস নেই হতে পারে তার কাছে
ক্ষমা চাওয়ার সময়টুকু নাও পেতে পারেন।
৫। মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে
কাঁদানো অনেক ভালো। এতে সে সাময়িক কষ্ট
পেলেও আপনার প্রতি তার বিশ্বাস অটুট থাকবে।
৬। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে আপনি আপনার
সুন্দর জীবন নষ্ট করবেন না।
কারণ, পৃথিবীতে
সুন্দর মানুষের অভাব নেই। কিন্তু
সুন্দর মনের অভাব।
৭। জীবনে একটা কথা মনে রাখবেন। কারো
চোখের স্বপ্ন নষ্ট করে, কোনোদিনও নিজের
স্বপ্ন সাজানো যায় না।
৮। যখন আপনারা ৩ জন থাকবেন এক সঙ্গে তখন ২ জন
চুপি চুপি কথা বলবে না।
তাহলে অন্য জনের মনে কষ্ট আসবে।

"তুমি বাঙালি জাতির মহা বিজয় এবং  মহা উল্লাস এর দিনটি হলো ১৬ই ডিসেম্বর । তুমি বাংলার লক্ষ কোটি বিধবা মায়ের দম বন্দ করা শ্...
16/12/2022

"তুমি বাঙালি জাতির মহা বিজয় এবং মহা উল্লাস এর দিনটি হলো ১৬ই ডিসেম্বর । তুমি বাংলার লক্ষ কোটি বিধবা মায়ের দম বন্দ করা শ্বাসের এক শান্তির নিঃশ্বাস ।

★||নিউক্লিয়াস বাসির || সকলকে জানাই মহান বিজয় দিবসের অনেক অনেক প্রীতি৷৷ ও শুভেচ্ছা।💗

Address


Telephone

+8801782524053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share