ছোট সাহেব

  • Home
  • ছোট সাহেব

ছোট সাহেব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছোট সাহেব, .

শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষণিকের এই জীবন
এত মায়ায় পড়লে চলবে না।
সব থেকে প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলার সাহস
রাখতে হবে।।
🖤💪🖤

18/09/2025

#সব স্মৃতি থাকবে পথের ধারে,
জাগ্রত দুপুরে কাঁচের মত ঝিলমিল করবে;
তুমি নেই—তবু তোমার কথা বাতাসে বাজে,
চিনে নেবে কেউ না-চাওয়া হাসির ছটা।

ফিরে তাকাবে যে, করুণ খেলার মতো চোখ,
জানালার আলোতে তখন তুমি বসো না—
তবু একটা চেয়ারে তুমিই বসেছিলে মনে পড়ে,
চামড়ার কাঁপনেও ঢাকা পড়ে তোর নাম।

সময় চলে, মানুষ আসে—জীবন ঠিক যেমনটা ছিলো,
কিন্তু তোমার অনুপস্থিতি করে একটা নীরোব দূরত্ব;
সবচেয়ে বড় কথা — স্মৃতিগুলোও থাকে ভঙ্গুর,
তবু তারা বাঁচায় তোমার নিঃশ্বাসের একটি খন্ড।

 #একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আসলেই মানুষের জীবনে অপ্রাপ্তি বলে কিছু নেই।✌️ যাকে আমরা অপ্রাপ্তি মনে করছি,সেটা শুধুমাত্...
03/09/2025

#একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আসলেই মানুষের জীবনে অপ্রাপ্তি বলে কিছু নেই।✌️
যাকে আমরা অপ্রাপ্তি মনে করছি,সেটা শুধুমাত্রই সময়ের এক সাময়িক ধারণা মাত্র।😢
সময় ধীরে ধীরে গেলেই বুঝতে পারা যায়,প্রতিটি অপ্রাপ্তিই আসলে ধীরে ধীরে রূপ নেয় এক নতুন প্রাপ্তির গল্পে,যা আরও শক্তিশালী করে,আরও সুন্দর পথে এগিয়ে দেয় আমাদের।

 #জীবনের প্রতিটি প্রশ্নের আড়ালে কোথাও না কোথাও একটা বই উত্তর হয়ে বসে আছে।
01/09/2025

#জীবনের প্রতিটি প্রশ্নের আড়ালে কোথাও না কোথাও একটা বই উত্তর হয়ে বসে আছে।

 #করনার সেই সময়টা যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক অধ্যায়। একুশের শুরুতে, যখন চারপাশ অনিশ্চয়তায় ভরা, তখন মা বু...
25/08/2025

#করনার সেই সময়টা যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক অধ্যায়। একুশের শুরুতে, যখন চারপাশ অনিশ্চয়তায় ভরা, তখন মা বুকের কষ্ট লুকিয়ে তার সবচেয়ে প্রিয় ছাগলটা বিক্রি করলেন। সেই সাত হাজার টাকা তুলে দিলেন আমার হাতে—সন্তানের স্বপ্নের জন্য মায়ের চোখের জল মিশ্রিত মূলধন। সেই টাকাতেই আমি ঘর ছেড়েছিলাম, পাড়ি দিয়েছিলাম লেখাপড়ার পথে।
#তারপর থেকে আমি আর আগের মতো বাড়ি ফিরে যেতে পারিনি। বাড়ি যেন ধীরে ধীরে শুধু স্মৃতির ঠিকানা হয়ে গেল—যেখানে মায়ের স্নেহ, বাবার নীরব ভালোবাসা, ভাইদের হাসি-খেলায় ভরা দিনগুলো আর আমার শৈশব বন্দি হয়ে আছে।

#দিনের ভিড়ে নিজেকে সামলে রাখা সহজ, কিন্তু রাত নামলেই বুকের ভেতর অদ্ভুত এক হাহাকার জেগে ওঠে। মায়ের কথা মনে পড়ে—তার অশ্রুভেজা চোখ, অবিরাম দোয়া, আর মমতার আচ্ছাদন। বাবার কথাও ভীষণ মনে পড়ে—তার নীরবতা, অল্প কথার ভেতর লুকানো অগাধ দায়িত্ববোধ আর নিঃশব্দ আশীর্বাদ। ভাইদের কথাও মনে পড়ে—তাদের সরল সঙ্গ, খুনসুটি, আর নির্ভরতার দিনগুলো। মনে হয়, আমার প্রতিটি পদক্ষেপের পেছনে মায়ের ত্যাগ, বাবার নিশ্চুপ দোয়া আর ভাইদের ভালোবাসাই আসল শক্তি হয়ে আছে।
কত রাত যে নিঃশব্দে কেঁদেছি, সেই হিসাব আল্লাহ ছাড়া আর কেউ জানেন না।
#প্রায়ই শুনতাম—মেয়ে মানুষের নিজের কোনো ঘর থাকে না; তারা থাকে হয় বাবার ঘরে, নয়তো স্বামীর ঘরে। #কিন্তু ছেলেরা? তাদের ঘর থাকলেও, একদিন স্বপ্ন আর দায়িত্বের টানে তাদেরও ঘর ছাড়তে হয়। চারপাশে সবকিছু থাকলেও তাদের ভেতরে রয়ে যায় এক অদৃশ্য শূন্যতা।

#মাঝে মাঝে খুব ইচ্ছে হয় মা-বাবা আর ভাইদের জড়িয়ে ধরে বলি “আমি তোমাদের ভীষণ ভালোবাসি।” কিন্তু বয়স, দায়িত্ব আর জীবনের চাপে অনেক সময় সেই অনুভূতি মুখে আনা যায় না।
#মনে হয়, ছেলে মানুষের জীবন বোধহয় এমনই—ভালোবাসা, কষ্ট, আর কান্না সব ভেতরে জমে থাকে; বাইরে শুধু দায়িত্ব আর শক্তির মুখোশ।

22/07/2025

#হঠাৎ করেই ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা 😢💔😞

19/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Mukter Hossain

18/05/2025

. Toha Biology কতৃক আয়োজিত ফুটবল ম্যাচ #২০২৫

30/04/2025

#কি এক আজব বাংলাদেশে আছি রে ভাই!😥🤔
#প্রিয় নবীজির শানে দাঁড়িয়ে কিয়াম পড়লে হয় বিদআত #আর সাঈদীর বা অন্যের বেলায় হইলে সেটা অন্য ফতুয়ায় গড়িয়ে যায় নাকি হুজুর?😥🤔
#বিশেষ দ্রষ্টব্য: বিশিষ্ট মুহাদ্দিসগণ তাই বলে আবার ভাবিয়েন না যে আমি সাঈদী বিদ্বেষী☝️ #সত্য যেই বলুক অতএব আমি সেখানেই।

17/04/2025

কৃষক পরিবারের ছেলে মেয়েরা সপ্ন দেখতে পিছিয়ে পড়লেও বাবা মায়ের কাজে সাহায্য করতে তারা শহরের তুলনায় অনেকটাই এগিয়ে

18/03/2025

#ভালোবাসা কাকে বলে এই #মুরব্বির কাছ থেকে শেখেন

03/03/2025

#প্রতিনিয়তই আমাদের চারপাশে‌ কত মানুষ ই মৃত্যুর কোলে ঢলে পড়ছে, অথচ এই জীবন নিয়ে ই আমাদের কত আশা ভরসা কত অহংকার😥😥

28/02/2025

#রাজশাহী পদ্মার চর এলাকায় এক ঝাঁক

Address


Alerts

Be the first to know and let us send you an email when ছোট সাহেব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছোট সাহেব:

  • Want your business to be the top-listed Media Company?

Share