Ehsanul Haque Shaon - Traveler

  • Home
  • Ehsanul Haque Shaon - Traveler

Ehsanul Haque Shaon - Traveler I love to create crazy traveling memories. Hey, My name is Ehsanul haque Shaon. I am full-time journalist and also a traveler.
(1)

I love to explore the beauty of nature as well as feel comfortable showing what has happened around me. I can't wait to share with you the divine beauties of nature and amazing travel experience, lifestyle, showcase, culture, perceive from around the world. Join me as I travel the world searching peace of mind. Along the way, I will be sharing travel tips, photos, videos and blog posts. They will help you find your destination.

'লোনা জলের জীবন' এর নতুন ভিডিও দেখুন।লিংক: https://youtu.be/FKlnoTGJgq4
31/10/2025

'লোনা জলের জীবন' এর নতুন ভিডিও দেখুন।

লিংক: https://youtu.be/FKlnoTGJgq4

আজ রাতে আসছে 'লোনা জলের জীবন' এর নতুন পর্ব। আর হ্যাঁ যাদের বৈজ্ঞানিক নাম নিয়ে ঝামেলা তাদের জন্য আমার কনটেন্ট না। একটা মা...
31/10/2025

আজ রাতে আসছে 'লোনা জলের জীবন' এর নতুন পর্ব। আর হ্যাঁ যাদের বৈজ্ঞানিক নাম নিয়ে ঝামেলা তাদের জন্য আমার কনটেন্ট না। একটা মাছ অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নাম হতে পারে। এমনকি একাধিক প্রজাতির প্রাণী, যেমন- প্রায় এক‌ই রকম দেখতে কয়েকটি মাছকে এক নামে ডাকা হয়। কিন্তু বৈজ্ঞানিক নাম মূলত আন্তর্জাতিক নিয়মনীতি মেনে প্রাণির দেয়া নাম। যে নাম ধরে সহজে নির্দিষ্ট করে কোন প্রাণী তা বোঝা যায়। আর আমার কন্টেন্ট থেকে অনেকে লেখাপড়া ও গবেষণার কাজ করে থাকেন। তাই যাদের বৈজ্ঞানিক নামে ঝামেলা তারা অন্যদের মাছ ধরার ভিডিও দেখতে পারেন।

রাতের পায়রা নদী।স্থান: বরগুনা।
30/10/2025

রাতের পায়রা নদী।

স্থান: বরগুনা।

শুক্রবার আসছে 'লোনা জলের জীবন' এর নতুন পর্ব।
30/10/2025

শুক্রবার আসছে 'লোনা জলের জীবন' এর নতুন পর্ব।

শীঘ্রই চর বিজয়ের গল্প আসছে।
30/10/2025

শীঘ্রই চর বিজয়ের গল্প আসছে।

29/10/2025

নদী মাঝে জেলের মাছ ধরার সুন্দর দৃশ্য।

দুপুরে নদী পাড়ের গ্রাম। সবুজ ঘাসের তীরে এমন বাঁধা নৌকা দেখলেই জলে ভাসতে ইচ্ছে করে।
29/10/2025

দুপুরে নদী পাড়ের গ্রাম। সবুজ ঘাসের তীরে এমন বাঁধা নৌকা দেখলেই জলে ভাসতে ইচ্ছে করে।

ঢেউয়ের মাঝে একটি মাছ ধরার ট্রলার। দূর থেকে দেখে মনে হচ্ছে, হয়তো এখনই ডুবে যাচ্ছে।স্থান: গভীর বঙ্গোপসাগর এলাকা।
28/10/2025

ঢেউয়ের মাঝে একটি মাছ ধরার ট্রলার। দূর থেকে দেখে মনে হচ্ছে, হয়তো এখনই ডুবে যাচ্ছে।

স্থান: গভীর বঙ্গোপসাগর এলাকা।

মাঝ নদীতে জেলের বিকেল।
27/10/2025

মাঝ নদীতে জেলের বিকেল।

25/10/2025

বাংলাদেশের সর্ব দক্ষিণে বরগুনা জেলার তালতলী উপজেলার সাগর তীরের গ্রাম নিদ্রা। যেখানে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। নিদ্রার সাগরতীর বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। প্রতিদিন ছুটে আসছেন অনেক দর্শনার্থী। এবার নিদ্রাকে আরও পরিচিত করতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও স্থানীয় অন্যান্য পেশার লোকজন মিলে আয়োজন করেছেন ‘নিদ্রা উৎসব’। এবার উৎসব উপভোগের পাশাপাশি আমি ঘুরে দেখেছি পুরো সৈকত।

জেলেদের নিদ্রা উৎসব | Fishermen’s Nidra Fest

#নিদ্রাউৎসব #বঙ্গোপসাগর

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা হতে পারে পর্যটনের অন্যতম হাব। সাগর তীরবর্তী এই জেলার সদর উপজেলা ছাড়াও আরও দুটি উপজে...
20/10/2025

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা হতে পারে পর্যটনের অন্যতম হাব। সাগর তীরবর্তী এই জেলার সদর উপজেলা ছাড়াও আরও দুটি উপজেলা তালতলী ও পাথরঘাটা বঙ্গোপসাগর তীরে গড়ে উঠেছে। আর এখানে আছে অনেকগুলো ম্যানগ্রোভ বন। তাছাড়া সুন্দরবনও খুবই কাছে। আমার মতে খুলনার থেকেও বরগুনা থেকে সুন্দরবন ভ্রমণ সহজ এবং খুব কম সময়ে সুন্দরবনের সাগরতীরের এলাকাগুলো ভ্রমণ করা যায়। এছাড়া বিশাল বঙ্গোপসাগর পর্যটনের নতুন মাত্রা যোগ করবে। দীর্ঘদিন ধরে এই জেলায় পর্যটন উন্নয়নের জন্য পরিকল্পনার কাজ করছি। এতে বরগুনার সমগ্র এলাকা যুক্ত করে অনেক আগেই সরকারের বরাবর নকশাও উপস্থাপন করেছি। এই ছবিটি পরবর্তী পরিকল্পনারই অংশ। খুব শীঘ্রই সাগর ভ্রমণসহ নতুন কিছু কার্যক্রম হাতে নিচ্ছি। ইনশাল্লাহ্ ভালো কিছু করতে চাই। আর যারা আমার সাথে বঙ্গোপসাগর ভ্রমণ করতে চেয়েছিলেন আশাকরি এই শীতে যেতে পারবেন।

বরগুনার বঙ্গোপসাগর তীরে জেলেদের 'নিদ্রা উৎসব।'
19/10/2025

বরগুনার বঙ্গোপসাগর তীরে জেলেদের 'নিদ্রা উৎসব।'

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ehsanul Haque Shaon - Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ehsanul Haque Shaon - Traveler:

  • Want your business to be the top-listed Media Company?

Share