
30/07/2025
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
চান্দিনা(কুমিল্লা) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও ৫ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলী আশরাফের চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ। ২০২১ সালের ৩০ জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।
১৯৪৭ সালের ১৭ নভেম্বর চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই মুন্সী বাড়িতে জন্মগ্রহণ করেন অধ্যাপক মো. আলী আশরাফ। তিনি মরহুম মাওলানা মো. ইসমাইল হোসেন মুন্সী এবং মরহুমা মোসা. শামছুন্নাহার বেগমের একমাত্র ছেলে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন অধ্যাপক আলী আশরাফ। তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক। জীবনের ৭৪ বছরের মধ্যে ৫৮ বছরই তিনি সক্রিয় ছিলেন আওয়ামী রাজনীতিতে। তার জীবনের সোনালি সময়গুলো ব্যয় করেছেন রাজনীতি ও দলের পেছনে। সারাজীবন কাজ করেছেন দল ও মানুষের কল্যাণে। এমনটাই বলেছেন, কুমিল্লার আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আলী আশরাফ ১৯৬২সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় রাজনীতি অঙ্গণে পা রাখেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং অর্থনীতিতে এমএ পাশ করেন।
১৯৭০ এর পাকিস্তান সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ‘মই’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে বিজয়ী না হলেও ‘মাছ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৯৭৩ সালের প্রথম বাংলাদেশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার সকল নির্বাচনেই তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ম বারের মত বিজয় লাভ করেন। ২০০০ সালে সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ছিলেন। ১৯৯২ সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে সেসময় প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মো. আলী আশরাফ। অধ্যাপক মো. আলী আশরাফ প্রথম জাতীয় সংসদ সরকারি হিসাব সম্পর্কিত সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সপ্তম জাতীয় সংসদের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার, নবম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, দশম জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রলায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৃত্যুকালীন সময়ে একাদশ জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতির পদে ছিলেন।
তথ্য-সংগৃহীত।