Dawah Deen Islam

  • Home
  • Dawah Deen Islam

Dawah Deen Islam মুসলিম জীবনে বিভিন্ন সমস্যার কোরআন ও সুন্নাহভিত্তিক সমাধানের প্রয়াস চালাতে আমাদের এই পেজ।

আস-সালামুয়ালাইকুম
"Dawah Deen Islam " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে " Dawah Deen Islam " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

*🌋"Warning Of Celebrating Or Spreading False Information Or👹Lie/Lying On April Fools Day Is Strictly❌Forbidden For Each ...
02/04/2025

*🌋"Warning Of Celebrating Or Spreading False Information Or👹Lie/Lying On April Fools Day Is Strictly❌Forbidden For Each & Every Muslims Individual So Stay Away From It & Stop."*

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Rikton Hasan Ruku, হৃদয় মণ্ডল
02/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Rikton Hasan Ruku, হৃদয় মণ্ডল

নামাজে দাড়ালে দুনিয়ার যত কথা সবই মনে হয়!কাকে কত টাকা দিতে হবে, আজকে ঘরে কি বাজার আছে, কি রান্না হচ্ছে, বন্ধুর জ্বর, বৌ এ...
01/04/2025

নামাজে দাড়ালে দুনিয়ার যত কথা সবই মনে হয়!
কাকে কত টাকা দিতে হবে, আজকে ঘরে কি বাজার আছে, কি রান্না হচ্ছে, বন্ধুর জ্বর, বৌ এর কথা সন্তানের কথা, অফিসের কলিগের বা ব্যবসায়িক লাভ-লোকসানের কথা, পাশের বাসায় আজ দাওয়াত, শারিরীক অসুস্থতা ইত্যাদি ইত্যাদি।
এত কথা মনে হওয়ার কারন কি?
"খিনযাব" নামক বিশেষ এই শয়তান মনে দ্বিধা-দ্বন্দ, সন্দেহ তৈরী করে; এই বিশেষ শয়তান আপনাকে ভুলিয়ে দেয় কত রাকাত নামাজ পড়েছেন, আপনার দুনিয়াবি সকল কথাও এই শয়তানই আপনাকে স্মরণ করিয়ে দেয়।
পরিত্রানের উপায় কি?
১ম পদ্ধতিঃ
যখন তোমার মনে তার (খিনযাবের) উপস্থিতি অনুভব করবে, তখন তা হতে তুমি আল্লাহ তা‘আলার নিকট আশ্রয় চাইবে এবং বামদিকে তিনবার থু থু ফেলবে।
[মিশকাত হা/৭৭; সহীহ: মুসলিম ২২০৩, আহমাদ ১৭৮৯৭, সহীহ আত্ তারগীব ১৬১৫, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৪২২০]
২য় পদ্ধতিঃ
এ অবস্থাপ্রাপ্ত হলে (কত রাকাত পড়লাম তা ভুলে গেলে বা অন্য কোন রুকন ভুলে গেলে) সে যেন শেষ বৈঠকে বসা অবস্থায় দু’টি সাজদাহ্ করে। (একেই "সাহু সাজদাহ" বলা হয়)
[মিশকাত হা/১০১৪; সহীহ : বুখারী ১২৩২, মুসলিম ৩৮৯]
৩য় পদ্ধতিঃ
সালাতে ধীর-স্থিরতা অবলম্বন করা,
ছালাতে মৃত্যুকে স্মরণ করা,
পঠিত আয়াত ও দো‘আ সমূহ গভীরভাবে অনুধাবন করা,
প্রতিটি আয়াত তেলাওয়াতের পর ওয়াকফ করা,
মধুর স্বরে স্থিরতার সাথে তেলাওয়াত করা,
আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছেন একথা স্মরণ করা,
সিজদার স্থানেই দৃষ্টি নিবন্ধ রাখা,
ভিন্ন ভিন্ন সূরা ও দো‘আ সমূহ পাঠ করা,
আয়াতে তেলাওয়াতের সিজদা থাকলে সিজদা করা,
সর্বোপরি, আপনি আল্লাহর সামনে দন্ডায়মান হচ্ছেন, আপনি আল্লাহ তা'য়ালা কে দেখতে সক্ষম না হলেও তিনি আপনাকে দেখছেন নিশ্চিত থেকে ইবাদাত করতে হবে।
রেফারেন্সঃ সিলসিলা ছহীহাহ হা/১২১৩; আবুদাঊদ ১/১৩৪; আবুদাঊদ হা/৮৫৮; মিশকাত হা/৮৮৫; তাবারানী; ছহীহুল জামে‘ হা/৫৪৯২; বুখারী হা/১২২০, মুসলিম হা/৫৪৫; মুসলিম হা/৭৫৬; মিশকাত হা/৮০০; সিলসিলা ছহীহাহ হা/১৪২১; মিশকাত হা/৫২২৬; মাহমূদ শাকের কর্তৃক তাফসীরে ত্বাবারীর ভূমিকা ১/১০; ইবনু মাজাহ; মিশকাত হা/১২০৫; মুসলিম হা/৭৭২; সিলসিলা ছহীহাহ হা/৬৮; আবুদাঊদ হা/৪০০১; মুসলিম হা/৭৩৩, তিরমিযী হা/৩৭৩; মিশকাত হা/২২০৮; ছহীহাহ হা/৭৭১; ইবনু মাজাহ হা/১৩৩৯; মুসলিম হা/৩৯৫; মিশকাত হা/৮২৩; ছহীহুল জামে‘ হা/১৫৩৮; ইবনে হিববান হা/১৯৪৭; ইবনে খুযায়মা হা/৭১৯; মুসলিম হা/৮১; মিশকাত হা/৮৯৫; মুসলিম হা/২২০৩; মিশকাত হা/৭৭।

পারলে আকাশের সীমানা থেকে বের হয়ে অন্য কোন আকাশের নিচে আশ্রয় নাও- শুধুমাত্র এই একটি লাইন পড়ে 'থ' মেরে রইলাম অনেকক্ষণ... আ...
01/04/2025

পারলে আকাশের সীমানা থেকে বের হয়ে অন্য কোন আকাশের নিচে আশ্রয় নাও- শুধুমাত্র এই একটি লাইন পড়ে 'থ' মেরে রইলাম অনেকক্ষণ... আসলেই তো! পারব অন্য আকাশের নিচে যেতে? অন্য আকাশ কই পাবো!

ভাবতে ভাবতে ঘোর লেগে গেলো! মুসলমান হবার পরেও ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান ছিলনা; শুরু করলাম পড়াশোনা, লেকচার শোনা, ঘাটাঘাটি করা। ভালোভাবে জানতে হবে!

মূলত আল্লাহ তা'য়ালা মানুষ কে সৃষ্টি করেছেন ইবাদাতের উদ্দেশ্যে, আর মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরিয়তের সকল দিক মেনে চলবে এটাই 'সরল পথ'। কেউ যদি অনু পরিমান এদিক-সেদিক করে, কঠিনভাবে জবাবদিহি করতে হবে।

এর মাঝে শয়তান আছে, বিভিন্নভাবে সে বিভ্রান্ত করবেই। তবুও আল্লাহ তা'য়ালার অশেষ রহমত তিনি আমাদের আগলে রাখেন যদিও আমরা পথ থেকে বিচ্যুত হই, আল্লাহ আমাদের ইন্সট্যান্ট মানে সাথেসাথে কোন প্রকার শাস্তি দেন না যদিও আমরা ফরয ইবাদাতই ঠিকমতো আদায় করিনা, বরং আল্লাহ তা'য়ালা আমাদের নিরাশ হতে মানা করেছেন এবং আন্তরিকভাবে বিশুদ্ধচিত্তে তওবা করে আল্লাহর নির্দেশিত পথে অটল থাকলে আগের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

আল্লাহ ﷻ বলেছেন,
তোমরা যদি সেসব কবীরা গুনাহ পরিহার কর, যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক প্রবেশস্থলে। (সূরা নিসা:৩১)
অতঃপর যে তার যুলমের পর তাওবা করবে এবং নিজকে সংশোধন করবে, তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা মায়িদাহ:৩৯)
বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’। (সূরা যুমার:৫৩)

জীবন পরিবর্তনের গল্প, জীবন কে বোঝার গল্প, জীবনের উদ্দেশ্য জানার গল্প... কেউ সময়ে বুঝে নিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে; আবার কেউ সময়ে না বুঝে পরকালে চলে যায়! আল্লাহ তা'য়ালা আমাদের সাহায্য করুন এবং সঠিকভাবে বুঝে বিশুদ্ধ আমল করার তাওফিক দিন।

 #হঠাৎ_করে_আসা "মৃত্যু"আপনার সাজানো বাগানকে নিমিষেই তছনছ করে ভেঙে দিবে..  #যা_নিয়ে_আপনি_সারাজীবন_ব্যস্ত_রয়েছেন...আর এট...
01/04/2025

#হঠাৎ_করে_আসা "মৃত্যু"

আপনার সাজানো বাগানকে
নিমিষেই তছনছ করে ভেঙে দিবে..

#যা_নিয়ে_আপনি_সারাজীবন_ব্যস্ত_রয়েছেন...

আর এটাই চরম সত্য ;
#যা_আপনি_ভুলে_থাকেন....!

 📢 Allahu Akbar, Allahu Akbar (الله أكبر، الله أكبر)🕌 Ashhadu an la ilaha illallah (أشهد أن لا إله إلا الله)🕋 Ashhadu an...
30/03/2025



📢 Allahu Akbar, Allahu Akbar
(الله أكبر، الله أكبر)

🕌 Ashhadu an la ilaha illallah
(أشهد أن لا إله إلا الله)

🕋 Ashhadu anna Muhammadan Rasool Allah
(أشهد أن محمدًا رسول الله)

✨ Hayya 'ala-s-Salah
(حي على الصلاة)

🌅 Hayya 'ala-l-Falah
(حي على الفلاح)

🔊 Qad qamatis Salah, Qad qamatis Salah
(قد قامت الصلاة، قد قامت الصلاة)

📢 Allahu Akbar, Allahu Akbar
(الله أكبر، الله أكبر)

☝️ La ilaha illallah
(لا إله إلا الله)

Every line is recite once except "Qad qamatis salah)"

Assalamualykum . Eidun Mubarak 🎊Taqaballahu Minna Waminkum.
30/03/2025

Assalamualykum .
Eidun Mubarak 🎊
Taqaballahu Minna Waminkum.

মহিলাদের ঈদগাহে যাওয়া সম্পর্কে হাদীসউম্মু ‘আতিয়্যা (রাযিয়াল্লাহু আনহা) বলেন: তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা...
30/03/2025

মহিলাদের ঈদগাহে যাওয়া সম্পর্কে হাদীস

উম্মু ‘আতিয়্যা (রাযিয়াল্লাহু আনহা) বলেন:

তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ মর্মে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন পরিণত বয়স্কা, ঋতুবতী ও গৃহিনীসহ সকল মহিলাকে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের করে নিয়ে যাই। এমনকি মাসিক হায়েয চলাকালীন মেয়েরাও (ঈদগাহে হাজির হবে। তবে তারা) সালাত আদায় থেকে বিরত থাকবে। কিন্তু ঈদের কল্যাণকর অবস্থা তারা প্রত্যক্ষ করবে এবং মুসলিমদের সাথে দু‘আয় ঋতুবতী মহিলারাও শরীক হবে।

উম্মে আতীয়াহ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কারো কারো উড়না নেই (বড় চাদর নাই যা পরিধান করে ঈদগাহে যেতে পারে)। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ওড়না নেই সে তার অন্য বোন থেকে (ধার করে) ওড়না নিয়ে তা পরিধান করে ঈদগাহে যাবে।

(সহিহ মুসলিম: ৮৯০)

বর্ণিত এ হাদীসে ঋতুবতী মহিলার উপর সালাত আদায় ফরজ নয় তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতে নির্দেশ দিয়েছেন এবং যার উড়না নেই তাকেও একটা উড়না ধার করে নিয়ে ঈদের সালাতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

29/03/2025
29/03/2025

I gained 130 followers, created 215 posts and received 2,016 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dawah Deen Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share