01/04/2025
নামাজে দাড়ালে দুনিয়ার যত কথা সবই মনে হয়!
কাকে কত টাকা দিতে হবে, আজকে ঘরে কি বাজার আছে, কি রান্না হচ্ছে, বন্ধুর জ্বর, বৌ এর কথা সন্তানের কথা, অফিসের কলিগের বা ব্যবসায়িক লাভ-লোকসানের কথা, পাশের বাসায় আজ দাওয়াত, শারিরীক অসুস্থতা ইত্যাদি ইত্যাদি।
এত কথা মনে হওয়ার কারন কি?
"খিনযাব" নামক বিশেষ এই শয়তান মনে দ্বিধা-দ্বন্দ, সন্দেহ তৈরী করে; এই বিশেষ শয়তান আপনাকে ভুলিয়ে দেয় কত রাকাত নামাজ পড়েছেন, আপনার দুনিয়াবি সকল কথাও এই শয়তানই আপনাকে স্মরণ করিয়ে দেয়।
পরিত্রানের উপায় কি?
১ম পদ্ধতিঃ
যখন তোমার মনে তার (খিনযাবের) উপস্থিতি অনুভব করবে, তখন তা হতে তুমি আল্লাহ তা‘আলার নিকট আশ্রয় চাইবে এবং বামদিকে তিনবার থু থু ফেলবে।
[মিশকাত হা/৭৭; সহীহ: মুসলিম ২২০৩, আহমাদ ১৭৮৯৭, সহীহ আত্ তারগীব ১৬১৫, মুসান্নাফ ‘আবদুর রাযযাক্ব ৪২২০]
২য় পদ্ধতিঃ
এ অবস্থাপ্রাপ্ত হলে (কত রাকাত পড়লাম তা ভুলে গেলে বা অন্য কোন রুকন ভুলে গেলে) সে যেন শেষ বৈঠকে বসা অবস্থায় দু’টি সাজদাহ্ করে। (একেই "সাহু সাজদাহ" বলা হয়)
[মিশকাত হা/১০১৪; সহীহ : বুখারী ১২৩২, মুসলিম ৩৮৯]
৩য় পদ্ধতিঃ
সালাতে ধীর-স্থিরতা অবলম্বন করা,
ছালাতে মৃত্যুকে স্মরণ করা,
পঠিত আয়াত ও দো‘আ সমূহ গভীরভাবে অনুধাবন করা,
প্রতিটি আয়াত তেলাওয়াতের পর ওয়াকফ করা,
মধুর স্বরে স্থিরতার সাথে তেলাওয়াত করা,
আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছেন একথা স্মরণ করা,
সিজদার স্থানেই দৃষ্টি নিবন্ধ রাখা,
ভিন্ন ভিন্ন সূরা ও দো‘আ সমূহ পাঠ করা,
আয়াতে তেলাওয়াতের সিজদা থাকলে সিজদা করা,
সর্বোপরি, আপনি আল্লাহর সামনে দন্ডায়মান হচ্ছেন, আপনি আল্লাহ তা'য়ালা কে দেখতে সক্ষম না হলেও তিনি আপনাকে দেখছেন নিশ্চিত থেকে ইবাদাত করতে হবে।
রেফারেন্সঃ সিলসিলা ছহীহাহ হা/১২১৩; আবুদাঊদ ১/১৩৪; আবুদাঊদ হা/৮৫৮; মিশকাত হা/৮৮৫; তাবারানী; ছহীহুল জামে‘ হা/৫৪৯২; বুখারী হা/১২২০, মুসলিম হা/৫৪৫; মুসলিম হা/৭৫৬; মিশকাত হা/৮০০; সিলসিলা ছহীহাহ হা/১৪২১; মিশকাত হা/৫২২৬; মাহমূদ শাকের কর্তৃক তাফসীরে ত্বাবারীর ভূমিকা ১/১০; ইবনু মাজাহ; মিশকাত হা/১২০৫; মুসলিম হা/৭৭২; সিলসিলা ছহীহাহ হা/৬৮; আবুদাঊদ হা/৪০০১; মুসলিম হা/৭৩৩, তিরমিযী হা/৩৭৩; মিশকাত হা/২২০৮; ছহীহাহ হা/৭৭১; ইবনু মাজাহ হা/১৩৩৯; মুসলিম হা/৩৯৫; মিশকাত হা/৮২৩; ছহীহুল জামে‘ হা/১৫৩৮; ইবনে হিববান হা/১৯৪৭; ইবনে খুযায়মা হা/৭১৯; মুসলিম হা/৮১; মিশকাত হা/৮৯৫; মুসলিম হা/২২০৩; মিশকাত হা/৭৭।