29/04/2025
-ইবাদতে স্বাদ পাচ্ছি না।
-সালাতে মন বসছে না, জিকিরে ঠিকভাবে আল্লাহকে স্মরণ হচ্ছে না।
এসব সমস্যার কারণ কি জানেন?
এর একটি প্রধান কারণ হলো নজরের খেয়ানত অর্থাৎ চোখের গুনাহ করা। ইবাদতে মন বসবে কিভাবে? আল্লাহর স্মরণ যার মনে থাকবে, তার ক্বলব হবে পবিত্র। আমরা তো গুনাহ করতে করতে ক্বলবটা ময়লা করে ফেলেছি। এমন ময়লা ক্বলবে আর যা-ই হোক, আল্লাহর স্মরণ হবে না, নবিজি ﷺ এর প্রতি ভালোবাসা আসবে না, সাহাবা রাদিআল্লাহু আনহুম এর মতো ঈমানি নূর থাকবে না। কাজেই আমাদের অবশ্যই নিজেদের ক্বলব পরিষ্কার করতে হবে। যেন ইবাদতের স্বাদের মতো পবিত্র অনুভূতি আমরা অনুভব করতে পারি।
ক্বলব পবিত্র করতে হলে আমাদের গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হলে সবার আগে আমাদের দৃষ্টির হেফাজত করতে হবে। নজরের গুনাহ এতটাই ভয়ানক যা প্রতিমুহূর্তে ঈমানের নূরকে কমিয়ে দিতে থাকে এবং এভাবে চলতে থাকলে এক পর্যায়ে এটি সম্পূর্ণ নূরকে নিভিয়ে দিতে সক্ষম হয়। একজন ব্যক্তিকে ঈমানহারা করতে চোখের গুনাহ-ই যথেষ্ট।
আল্লাহ ﷻ পবিত্র কুরআনে লজ্জাস্থান হিফাজতের আগে নজরের হিফাজতের নির্দেশ দিয়েছেন। [১]
কেননা, চোখের গুনাহ থেকেই বেশিরভাগ গুনাহের উৎপত্তি হয়। একজন ব্যক্তি যদি তার নজরের হেফাজত করতে পারে তাহলে সে বেশিরভাগ গুনাহ থেকেই বেঁচে থাকতে পারবে।
ঘরে-বাইরে, অফলাইনে কিংবা অনলাইনে, প্রতিক্ষেত্রে আল্লাহ তা'আলা আমাদের নজরের হিফাজত করার তাওফিক দিন, আমাদের ক্বলব ঈমানের নূরে নূরান্বিত করে দিন।
তথ্যসূত্রঃ
[১] সূরা নূর, ৩০