Yasin Arafat

Yasin Arafat যখন সত্য এসে যায় তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। (আল_কুরআন)
(2)

06/11/2025

অন্যের মুখে হাসি ফুটান।

আলহামদুলিল্লাহ! বাংলাদেশ খেলাফত মজলিস-এর সদস্য ফরম পূরণ করে সংগঠনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনতার চেয়ারম্যান মুফতী আ...
05/11/2025

আলহামদুলিল্লাহ! বাংলাদেশ খেলাফত মজলিস-এর সদস্য ফরম পূরণ করে সংগঠনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনতার চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী।

সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহতসিলেট, (নিজস্ব প্রতিবেদক):সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া-১ রোডে ট্রাক ও সিএনজি অট...
05/11/2025

সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবক নিহত

সিলেট, (নিজস্ব প্রতিবেদক):
সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া-১ রোডে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মুন্না, তিনি জৈন্তাপুর উপজেলার উমনপুর চিকনাগুল গ্রামের আতাউর রহমানের ছেলে।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন উল্লেখ করুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তামাবিলগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মুন্না গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজি উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

29/10/2025

Allahu Akbar। #গজল

গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি বাজারে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায়আল আমিন নামের এক যুবক মর্মান্তিকভাবে ইন্...
29/10/2025

গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি বাজারে জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায়
আল আমিন নামের এক যুবক মর্মান্তিকভাবে ইন্তেকাল করেছেন।

💔 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 💔

১৩,০০০+ ভিউ 👉 আয় মাত্র $0.31! 😅  এটাই হলো ফেসবুকের রিয়েলিটি!  ভিউ দিয়ে কাজ হয় না, *Watch Time আর Engagement* বাড়ান — তাহ...
26/10/2025

১৩,০০০+ ভিউ 👉 আয় মাত্র $0.31! 😅
এটাই হলো ফেসবুকের রিয়েলিটি!
ভিউ দিয়ে কাজ হয় না, *Watch Time আর Engagement* বাড়ান — তাহলেই আসবে ইনকাম।

#ভিউআছেডলারনাই

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাপলা চত্বর থেকে আমিরে মজলিস  (দা.বা.)-এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রা...
25/10/2025

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাপলা চত্বর থেকে আমিরে মজলিস (দা.বা.)-এর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাইতুল মুকাররম উত্তর গেটে এসে এক মহাসমাবেশে রূপ নেয়।
উক্ত মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি মাওলানা সানাউল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিসের ৮ম কেন্দ্রীয় সাধারণ অধিবেশন। স্থান-সাদিক হোসেন খোকা কমিউনিটি সেন্টার,পল্টন, ঢাকা।
25/10/2025

বাংলাদেশ খেলাফত মজলিসের ৮ম কেন্দ্রীয় সাধারণ অধিবেশন।
স্থান-সাদিক হোসেন খোকা কমিউনিটি সেন্টার,পল্টন, ঢাকা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Yasin Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yasin Arafat:

  • Want your business to be the top-listed Media Company?

Share