
03/05/2024
হুমায়ূন আহমেদ স্যার বলতেন,
পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না।
তিনি বলতেন,
কেউ না কেউ শূন্যস্থান পূর্ণ করে দেয় কিংবা দ-খল করে নেয়।
আমার মতে কথাটা সত্য না,
কিছু শূন্যস্থান আজীবন শূন্যই রয়ে যায়। পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও সেসব শূন্যস্থান আর পূর্ণ হয় না। কিছুতেই হয় না, কোনোদিনও হয় না...🖤🦋🖤
PIU's Territory
゚