ইন্টারন্যাশনাল সাহলুল হিফজ মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ইন্টারন্যাশনাল সাহলুল হিফজ মাদ্রাসা

ইন্টারন্যাশনাল সাহলুল হিফজ মাদ্রাসা হিফজ গবেষণামুলক পেজ

ভর্তি চলছে!!!  ভর্তি চলছে!!! ভর্তি চলছে!! # #মাত্র_১_বছরে_হিফজ_কমপ্লিট_কোর্স!!!মেধা, সাস্থ্য, মনযোগ, উপস্থিতি যদি মোটামু...
16/04/2025

ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!

# #মাত্র_১_বছরে_হিফজ_কমপ্লিট_কোর্স!!!
মেধা, সাস্থ্য, মনযোগ, উপস্থিতি যদি মোটামুটি ভাল হয় তাহলে ইনশাআল্লাহ সর্বোচ্চ ১ বছরে হিফজ সবক কমপ্লিট হবে।

# #মাত্র_২_বছরে_হিফজ_কমপ্লিট_কোর্স!!!
মেধা, স্বাস্থ্য,মনযোগ, যদি স্বাভাবিক বা তারচেয়ে একটু কম হয় তবেও ইনশাআল্লাহ সর্বোচ্চ ২ বছরে হিফজ সবক কমপ্লিট হবে।

# #মাত্র_৩_বছরে_হিফজ_কমপ্লিট_কোর্স!!!
মেধা,স্বাস্থ্য,মনযোগ, উপস্থিতি যদি একেবারেই কম হয়, তবুও ইনশাআল্লাহ সর্বোচ্চ ৩ বছরে হিফজ সবক কমপ্লিট হবে,(তবে যদি হিফজের অযোগ্য হয় সেক্ষেত্রে কিছুই করার নাই, আমরা প্রথম ৬ মাসেই জানিয়ে দিব)

ে_নাজারা_কমপ্লিট!!!
আপনার সন্তান যদি ৭ বছর+ বয়সী হয়, এবং মেধা,সাস্থ্য,মনযোগ,উপস্থিতি স্বাভাবিক হয় তাহলে সর্বোচ্চ ১ বছরে কমপ্লিট হবে ইনশাআল্লাহ।
#মাত্র_২_বছরে_নাজারা-কমপ্লিট_কোর্স!!!
আপনার সন্তান যদি ৭- বছর কম বয়সী হয়,অথবা মেধা, সাস্থ্য,উপস্থিতি, মনযোগ কম হয় তাহলে সর্বোচ্চ ২ বছরে নাজারা কমপ্লিট হবে ইনশাআল্লাহ।

ঠিকানা= ৩নং রোড,নিপবন, শাহপরান, সিলেট।
যোগাযোগ-০১৮২৫৪৬৩৯৩৮.

21/02/2025

ভর্তি চলছে!!
অনলাইন আধুনিক হিফজ শিক্ষক প্রশিক্ষণে।

নিজেকে উভয়জগতে একজন সফল ব্যক্তিত্ব গড়ে তুলতে সহায়ক হবে ইনশাআল্লাহ।

19/02/2025

যেই ছাত্র ২ দিনের ছুটিতে বাসায় গেলেও ফোন দিয়া খোজ নিত হুজুর কেমন আছেন?
সেই ছেলেটাই বিদায় নেওয়ার পর বছর পেরিয়ে গেলেও আর ফোন দিতে পারে না!

যেই গার্ডিয়ান ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলত ছেলের জন্য, সেই গার্ডিয়ানও সন্তান নেওয়ার পর একটা ফোনও রিসিভ করতে পারে না!

হ্যা এটাই বাস্তবতা, এটাই শিক্ষকদের নিয়তি।

প্রশিক্ষণ!!  প্রশিক্ষণ!!  প্রশিক্ষণ!!!  #অনলাইন আধুনিক হিফজ শিক্ষক  প্রশিক্ষণ :- #নিজেকে একজন যোগ্যতাসম্পন্ন মেহনতী শিক্...
16/02/2025

প্রশিক্ষণ!! প্রশিক্ষণ!! প্রশিক্ষণ!!!
#অনলাইন আধুনিক হিফজ শিক্ষক প্রশিক্ষণ :-

#নিজেকে একজন যোগ্যতাসম্পন্ন মেহনতী শিক্ষক হিসেবে গড়ে তুলতে একটা যথাযথ প্রশিক্ষণ যথেষ্ট সহায়ক।

#ইনশাআল্লাহ এবারের প্রশিক্ষণটি আরও ব্যতিক্রম এবং সাজানো, আগের চেয়ে কম সময়ে আরও বেশী ফায়দাজনক।
#তাছাড়াও নতুন পুরাতন সব মুয়াল্লিম ভাইদের জন্য থাকবে বিশেষ একটা সুযোগ।
রমজান পর থেকে বছরব্যাপী থাকবে প্র‍্যাক্টিকাল ক্লাস, সরাসরি ছাত্রদের নিয়ে মেহনত, গড়ে তোলার কাজ চলবে এই ক্লাসে।
#এবং যারাই এই বছরব্যাপী ক্লাসের সফলতা অর্জন করবেন তাদের জন্য থাকবে পরের বছর আরও উন্নতমানের প্র‍্যাক্টিকাল ক্লাস।
ইনশাআল্লাহ এই প্র‍্যাক্টিকাল ক্লাসগুলো নি:সন্দেহে আপনার যোগ্যতাকে ১০০% পরিপূর্ণতায় পৌছে দিবে।

প্রশিক্ষণটিতে দু'টি বিষয় আলাদা থাকবে:-
১= হিফজুল কোরআন শিক্ষক প্রশিক্ষণ, (৭মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত, ১৫ দিনব্যাপী ) ক্লাস টাইম ১ ঘন্টা+।
(শুধুমাত্র হিফজ শিক্ষক/পরিচালক ও সংশ্লিটদের জন্য)
২= তেলাওয়াত সিহ্যাতের প্রশিক্ষণ।(২২ থেকে ২২ ১৫ এপ্রিল ২০ দিন ব্যাপী)
(সবার জন্য উন্মুক্ত) ক্লাস টাইম ৪০ মিনিট+।

#দুটি বিষয় আলাদা কোর্স হবে,চাইলে একসাথে দুনোটায় কিংবা যে কোন একটায় ভর্তি হতে পারেন।

১= হিফজ প্রশিক্ষণে যা যা থাকছে:-
১- আদর্শ শিক্ষক হওয়ার উপায় ও গুনাবলি।
২- ছাত্রদের কন্ট্রোলিং সিষ্টেম, ও মনযোগ বাড়ানোর উপায়।
৩- ছাত্রদের সবক শিখানো ও তেলাওয়াতের মান উন্নত করার পদ্ধতি।
৪- ছাত্রদের পিছন ইয়াদ করানোর ও ইয়াদ ধরে রাখার উপায়।
৫- পরিক্ষার্থী ও প্রতিযোগী গড়ার উপায়।
৬- যে লক্ষ্য ঊদ্দোশ্য একজন শিক্ষকের ১০০% সফলতা নিহিত।
৭- নিজেকে আরও দক্ষ ও শানিত করার উপায়।

কোর্স ২ টি শুরু হবে ০৭মার্চ ২০২৫ থেকে,
আজ থেকেই ভর্তি শুরু,ভর্তি শেষ ৫ মার্চ।
ভর্তির জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ - 01705968405.

ছাত্রদের মেধা কি বাড়ানো যায়?পিছন ইয়াদ কি ধরে রাখা যায়?হ্যা মেধা অবশ্যই বাড়ে,এবং পিছন ইয়াদ ধরে রাখা যায় প্রমাণিত,  নিচের ...
16/02/2025

ছাত্রদের মেধা কি বাড়ানো যায়?পিছন ইয়াদ কি ধরে রাখা যায়?

হ্যা মেধা অবশ্যই বাড়ে,এবং পিছন ইয়াদ ধরে রাখা যায় প্রমাণিত, নিচের উল্লেখিত ছাত্ররাই তার বর্তমান প্রমাণ।

তবে হ্যা এটাকে মেধা বাড়ানো না বলে প্রতিভাকে বিকশিত করানো বলাটাই হয়ত বেশী যুৎসই হবে।

আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন অসংখ্য ছাত্র পেয়েছি হিফজে পড়ে ১/২/৩ এমনকি ৪ বছর চলে,অথচ তারা সবক শুনায় আধা পৃষ্টা বা ১০ লাইন তাও অনেক কষ্টে আর চেষ্টা মেহনতের ফলে, দেখা গেল, বিগত বছরগুলোতে গড়ে সে বছরে সর্বোচ্চ ৪-৫ পারা মুখস্ত করেছে, তাও বিন্দুমাত্র ইয়াদ নেই, প্রায় শিক্ষকরা ঘোষণা দিয়ে ফেলছেন সে হিফজের অযোগ্য, আলহামদুলিল্লাহ এরকম অনেক ছাত্রই পরবর্তীতে শুরুতে এক পৃষ্টা সবক, এবং বাড়তে বাড়তে শেষ পর্যায়ে ৫ পৃষ্টা পর্যন্ত সবক দেওয়ার অসংখ্য নজির রয়েছে।দেখা গেছে অতীতে বছরে সর্বোচ্চ ৪-৫ পারা শোনাত, কিন্ত আমার কাছে আলহামদুলিল্লাহ বছরে নিম্নে ১২-১৫ পারা পর্যন্ত পড়েছে, তাও আবার সবগুলো পারাই ইয়াদ আছে।
এমনকি এরকম অনেক ছাত্রদেরকে ৩০ পারা সবক কমপ্লিট করিয়েছি মোটামুটি ভাল ইয়াদ সহ (শোকরিয়া মহান রবের)

এবার আসি এদের বিষয়ে:-
এখানে ৩ জন সবকী ছাত্রের কথা বলব।
(নামগুলো ছন্দনাম হিসেবে)
সালমান= ৩ বছর হিফজে পড়ছে অন্য প্রতিষ্ঠানে, সে পড়েছে মোট ৫ পারা, কিন্ত ইয়াদ একেবারেই নেই,যেন সে এগুলো নাজারাও করে নাই কোনদিন।
মাহের= ২ বছর হিফজে পড়ছে অন্য প্রতিষ্ঠানে, ইয়াদের অবস্থা সালমানের মত সেইম, দুনোজন একই মাদ্রাসায় ছিল।
সোহান= নতুন যে আমার কাছে নাজারা ৭৫% ঠিক করেছে,অত:পর বিশেষ কারণ বশত: তাকে হিফজে দিয়ে দিয়েছি।।

আশা করি হিফজ উস্তাদগণ ভালভাবেই বুঝতে পারতেছেন সালমান আর মাহেরের মেধা কতটা অভাবনীয় দুর্বল, এবং তারা ঠিক কতটা অমনোযোগী ও অনাগ্রহী।
হ্যা তারা আধা পৃষ্টা সবক দিত ৩/৪ দিনে।।
মেধার দুর্বলতা ছাড়াও অবশ্য অন্য কিছু দুর্বলতাও ছিল।

আমি তাদের ৩ জনকেই একসাথে সবক শুরু করি ২১ নং পারা থেকে বিগত ৬ মাস আগে।
প্রথম দিকে তাদের ১পৃষ্টা সবক নিয়মিত নেওয়া প্রায়ই অসম্ভব ছিল, ফলে বার বার তাদের জন্য নতুন নতুন সিষ্টেম দিতাম এবং বিভিন্ন কৌশলে পড়াতাম, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে তারা মোটামুটি এক পৃ ভালভাবে শুনাতে সক্ষম হল, পাশাপাশি বিভিন্ন টেকনিক অনুসরণ করে তাদের পিছনটাও সাথে রাখতাম, গত কয়েকদিন থেকে সবক শিখার জন্য আরও ভিন্ন কিছু টেকনিক অবলম্বন করেছি,এবং আমি নিজে সাথে থেকে প্র‍্যাক্টিকালই তাদেরকে পদ্ধতি ধরিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন তারা অনায়াসে দেড় পৃ. সবক দিতে পারতেছে, পিছন ইয়াদ থাকায় পরীক্ষার জন্য সবকও বন্ধ করতে হচ্ছে না।
এজাবত আল্লাহর শোকরিয়া প্রতি মাসে নিয়মিত ১ পারা সবক শুনিয়ে আসছে পিছন ইয়াদ সহ, কিছুদিন পর ৭ মাস পুর্ণ হবে, আলহামদুলিল্লাহ এর ভিতরেই ৭ পারা মুখস্ত করে ফেলছে এবং পিছনও ইয়াদ আছে।

তাদের পড়া আগানো কিংবা পিছন ধরে রাখার জন্য আমাকে প্রচুর ব্যাগ পেতে হয়েছিল, কেননা তারা মেধার দিক থেকে, আবার মনযোগ ও আগ্রহের দিক থেকে প্রচন্ড দুর্বল ছিল, তবে একটা দিক ভাল ছিল, গার্ডিয়ানরা তেমন ডিস্টার্ব করে নাই, ২ জনের গার্ডিয়ানের গুরুত্ব কম ফলে তারা ডিস্টার্ব করে নাই, আমি তাদেরকে আমার মত করে পড়াতে পেরেছি। ফলে এত দুর্বল ছাত্র থেকেও ভাল একটা ফলাফল অর্জন করতে পেরেছি।
ইনশাআল্লাহ এই রমজানে তাদের মুখস্ত করা মোট ৮ পারা দিয়ে মহিলা তারাবীহ জামাতে ইমামতি করবে।

এবং রমজান পর থেকে প্রথমে দেড় পৃ করে মাসিক দেড় পারা,অত:পর ২ পৃষ্টা করে মাসিক ২ পারা সবক নিব ইনশাআল্লাহ।
আশা করতেছি ইনশাআল্লাহ আগামী বছরে তাদের অন্ততপক্ষে ২২ থেকে ২৫ পারা সবক কমপ্লিট হয়ে যাবে।
এবং এটা দিয়ে পরের বছর মহিলা কিংবা পুরুষ তারাবীহর জামাত পড়াবে ইনশাআল্লাহ।

দুর্বল ছাত্রদের সাতসবক আমি যেভাবে শুনি:-🔛🔛🔛🔛হিফজ বিষয়ক টিপস*🔛🔛🔛🔛🔛★★★★★★★★★পর্ব-৪২★★★★★★★★★অনেকেই একটা প্রশ্ন করেন,দুর্বল...
04/02/2025

দুর্বল ছাত্রদের সাতসবক আমি যেভাবে শুনি:-
🔛🔛🔛🔛হিফজ বিষয়ক টিপস*🔛🔛🔛🔛🔛
★★★★★★★★★পর্ব-৪২★★★★★★★★★

অনেকেই একটা প্রশ্ন করেন,দুর্বল ছাত্ররা সাত সবক শুনাতে পারে না,এমনকি পারা কমপ্লিট হওয়ার আগেই পারার পিছন তথা সবকের পারা কাচা হয়ে যায়।

★আমি বর্তমানে মারাত্নক দুর্বল ছাত্রদের একটা ব্যাচ পড়াই, ত এদের সাত সবক যে ভাবে শুনি:-

★১= যথা সম্ভব সবকের পৃষ্টা খুব ভালভাবে ইয়াদ করানোর চেষ্টা করি, প্রয়োজনে ৪/৫ বার সবক শুনি।
★২ = সবকের পৃষ্টা সহ সাত/সবক শুনি।
★৩ =সবক ৬ পৃষ্টা + হয়ে গেলে সাত সবককে ২ টা ভাগ করে ফেলি এবং তা ২ দিনে শুনি, এমনকি ১৪ পৃষ্টা বেশী হয়ে গেলে, যদি আমার কাছে মনে হয় দুর্বলতা রয়েছে, তখন প্রয়োজন হলে ৩ ভাগ করে ফেলি এবং ৩ বারে, কিন্ত যতটুকুই শুনি খুব ভালভাবেই ইয়াদ করিয়ে শুনি,যেন একেবারেই ভাল ইয়াদ হয়ে যায়।

★২ বারে বা ৩ বারে শুনার নিয়ম:-
মনে করুন ১১পৃষ্টা সবক।
★প্রথম দিন= ১১ নং পৃ. থেকে ৫ পৃ. পর্যন্ত।
★দ্বিতীয় দিন= ১২ নং পৃ. থেকে ১০ নং পৃ. পর্যন্ত এবং ৪ নং পৃ. থেকে ১ নং পৃ. পর্যন্ত।
অর্থাৎ সবক এবং পিছনের ২ পৃ. নিয়মিত শুনি, এবং বাকিগুলো ভাগ করি।

★৪ = ২ বার বা ৩ বারে শুনার পর পরিপূর্ণ ইয়াদ হয়েছে মনে হলে একবারে এক সাথে, যদি মনে হয় ইয়াদ হয় নাই, সেক্ষেত্রে আবার ২/৩ বারে শুনি এরপর একসাথে শুনি, মোটকথা ছাত্রদের মেধা, নাজারা, মনযোগ, সাস্থ্য, উপস্থিতি, ও ইয়াদ শক্তির উপর নির্ভর করে বার বার ভিন্নভাবে তার উপযুক্ত সিষ্টেম এপ্লাই করে ইয়াদ করানোর চেষ্টা করি।
★৫ = আমি সবক কিংবা আমুখতা বন্ধ করে গতাণুগতিক সিষ্টেমে, সবকের পারা শুনিনা।
বরং সম্পুর্ন আলাদা সিষ্টেমে শুনি। বিধায় ছাত্রদের পারার ইয়াদ হয় পিছনের পারার চাইতেও ভাল আলহামদুলিল্লাহ, এবং টেকসইও হয় ভাল।

(সবকের পারা শুনার সিষ্টেম অন্য সময় লিখব)
(দুর্বল কিভাবে সবক নিচ্ছি, অনেকের প্রশ্ন আছে ইনশাআল্লাহ লিখার চেষ্টা করব)
শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিন।

ইব্রাহীম বিন আব্দুস সালাম
৬ঃ৪৩
২/২/২০২৫ ইং

বাংলাদেশে প্রথম নির্ধারিত টার্গেট ভিত্ত্বিক আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিষ্ঠান  #ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সা...
21/11/2024

বাংলাদেশে প্রথম নির্ধারিত টার্গেট ভিত্ত্বিক আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিষ্ঠান
#ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সাহলুল হিফজ মাদ্রাসায় #

সীমিত আসনে ভর্তি নেওয়া হবে, শুধুমাত্র হিফজ সবক ও শুনানি শাখায়।

09/07/2024
09/07/2024

মো: তাওহীদ ও আফফান কে
কোরআন নাজারায় সবক দেওয়া হল।
আল্লাহ যেন বাচ্চাগুলোকে কবুল করেন।

08/07/2024

মাহবুবের আগের একটি তেলাওয়াত

আবাসিকের কয়েক জনকে নিয়ে বিশেষ উপহার হিসেবে সকালে পানি পরিদর্শনে বের হয়েছিলাম।ছেলেরা অনেক খুশী হয়েছে,অনেক আনন্দিত হয়েছে।র...
27/06/2024

আবাসিকের কয়েক জনকে নিয়ে বিশেষ উপহার হিসেবে সকালে পানি পরিদর্শনে বের হয়েছিলাম।
ছেলেরা অনেক খুশী হয়েছে,অনেক আনন্দিত হয়েছে।

রাস্তা পানির নিচে ডুবে গেছে,কিন্ত খুবই স্বচ্ছ ও সুন্দর পানি,তাই বেশী ভাল লেগেছে।পানির উপর দিয়ে হাটাহাটি করলাম।

Address

Sylhet

Telephone

+8801825463938

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইন্টারন্যাশনাল সাহলুল হিফজ মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share