꧁ It's Imran's Zone ꧂

  • Home
  • ꧁ It's Imran's Zone ꧂

꧁ It's Imran's  Zone ꧂ এটা কোনো রোস্টিং পেইজ নয়
শুধু মাত্র বিনোদন এর জন্য তৈরি

গোপালগঞ্জ বাশির  ভয় নাই শেখ মুজিব সাহেব এখনো গোপালগঞ্জ ছাড়ে নাই
16/07/2025

গোপালগঞ্জ বাশির ভয় নাই
শেখ মুজিব সাহেব এখনো গোপালগঞ্জ ছাড়ে নাই

সন্তানের জন্য অন্যের হক নষ্ট করে নিজের সন্তানের  ভবিষ্যৎ সাজানো প্রতিটি বাবা মা এর দেখা উচিৎ একটানা ৬ ঘণ্টা গ্যারেজে বসে...
16/07/2025

সন্তানের জন্য অন্যের হক নষ্ট করে নিজের সন্তানের ভবিষ্যৎ সাজানো প্রতিটি বাবা মা এর দেখা উচিৎ

একটানা ৬ ঘণ্টা গ্যারেজে বসে ছিলেন বৃদ্ধ মা বিলকিস আক্তার (৭০)। শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছিল। চোখে অশ্রু, মুখে অপমানের ভার। সহ্য করতে না পেরে সন্ধ্যায় থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াল এর নেতৃত্বে পুলিশ এর উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন দেও...
16/07/2025

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াল এর নেতৃত্বে পুলিশ এর উপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এই ঘটনার ভিডিও ধারণ করে নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে।
ভিডিও লিংক কমেন্ট বক্সে
#গোপালগঞ্জ

#আজকের_খবর

#গোপালগঞ্জ_আপডেট
#সত্য_নিউজ



13/07/2025

ক্ষমতায় যে দলের নেতা/নেত্রী ই
আসুক
আমি শুধু আপনাদের ভাবির হাতেই
ক্ষমতা তুলে দিবো🙂

রাগ!!!কুষ্টিয়া জেলার  কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি হয় ! ...
13/07/2025

রাগ!!!
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি হয়
! একপর্যায়ে ছেলের দিকে কাচি ছুরে মারে বাবা শাহিন, মুহুর্তেই কাচিটি ছেলে মাথায় গেথে যায়! দ্রুত নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটির পর অবশেষে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও এখনো মাথা থেকে কাচি বেড় করা হয়নি, রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন এর কাচি বেড় করতে দেড় লাখ টাকা লাগতে পারে এবং ঝুঁকি রয়েছে! ছেলের এ অবস্থায় বাবাও ছুটাছুটি করে পাগল প্রায়!

তাই,,,,আসুন রাগকে কন্ট্রোল করতে শিখি।
কারণ রাগ মানুষকে ধ্বংস করে
ফেলে।
#সংগৃহীত

13/07/2025

ধৈর্য এক ধরনের বোঝা
আপনি যত বেশি ধৈর্যশীল হবেন
তত বেশি এই বোঝা আপনাকে বয়ে বেড়াতে হবে

12/07/2025

তোমার আজকের এই বিশেষ দিনে, মন থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর নিরব ভালোবাসার একটি স্পর্শ।

আমাদের পরিচয় খুব দীর্ঘ না হলেও, এই ছোট্ট পরিসরে তোমার ব্যক্তিত্ব, হাসি, আর তোমার চোখে দেখা স্বপ্নগুলো যেন আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে বহুকাল আগেই।
তোমার সেই নির্ভেজাল বাচ্চামো, হঠাৎ বলা কোন কথা, বা ছোট্ট একটা মেসেজ — কখন যে মন ছুঁয়ে যায়, সেটা বোধহয় তুমি জানো না।

আমি জানি না ভবিষ্যত আমাদের জন্য কী রাখে।
তবে এটুকু মন থেকে চাই —
তুমি যেন তোমার প্রতিটি স্বপ্ন ছুঁয়ে ফেলো,
তোমার প্রতিটি সকাল হোক পূর্ণতায় ভরা।

তুমি যেমন আছো, তেমনই থেকো —
একটু বেখেয়ালী, একটু বাচ্চা, কিন্তু একদম নিজের মতো।
এই নতুন বছরটা তোমার জীবনের সেরা অধ্যায় হয়ে উঠুক —
যেখানে প্রতিটি মুহূর্তে তুমি একটু বেশি নিজের মতো করে বাঁচবে।

12/07/2025

তোমার আজকের এই বিশেষ দিনে, মন থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর নিরব ভালোবাসার একটি স্পর্শ।

আমাদের পথচলাটা খুব দীর্ঘ না হলেও, এই ছোট্ট পরিসরে তোমার ব্যক্তিত্ব, হাসি, আর তোমার চোখে দেখা স্বপ্নগুলো যেন আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে বহুকাল আগেই।
তোমার সেই নির্ভেজাল বাচ্চামো, হঠাৎ বলা কোন কথা, বা ছোট্ট একটা মেসেজ — কখন যে মন ছুঁয়ে যায়, সেটা বোধহয় তুমি জানো না।

আমি জানি না ভবিষ্যত আমাদের জন্য কী রাখে।
তবে এটুকু মন থেকে চাই —
তুমি যেন তোমার প্রতিটি স্বপ্ন ছুঁয়ে ফেলো,
তোমার প্রতিটি সকাল হোক পূর্ণতায় ভরা।

তুমি যেমন আছো, তেমনই থেকো —
একটু বেখেয়ালী, একটু বাচ্চা, কিন্তু একদম নিজের মতো।
এই নতুন বছরটা তোমার জীবনের সেরা অধ্যায় হয়ে উঠুক —
যেখানে প্রতিটি মুহূর্তে তুমি একটু বেশি নিজের মতো করে বাঁচবে।

আপনার রিয়েকশন তখন কি হবে?
11/07/2025

আপনার রিয়েকশন তখন কি হবে?

এক মাসের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে যদি কেউ রাজপথে নামেনআমারেও ডাক দিয়েন ভাই।হ্যাঁ বি এন পি মানেই একটা ...
11/07/2025

এক মাসের মধ্যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে যদি কেউ রাজপথে নামেন
আমারেও ডাক দিয়েন ভাই।
হ্যাঁ বি এন পি মানেই একটা আবেগ।
আর যাদের জন্য বিন্দু পরিমান ও দলের বদনাম হবে
তাদের যাষ্ট ঘৃণা করি থু

দয়া করে পোস্ট এপ্রুভ করুন 🙏🙏🙏একটি হারানো বিজ্ঞপ্তি...নাম: সুমাইয়া আক্তার মিম বয়স : ২২ বছরগায়ের রং শ্যামলা বর্নেরউচ্চতাঃ ...
07/07/2025

দয়া করে পোস্ট এপ্রুভ করুন 🙏🙏🙏
একটি হারানো বিজ্ঞপ্তি...

নাম: সুমাইয়া আক্তার মিম
বয়স : ২২ বছর
গায়ের রং শ্যামলা বর্নের
উচ্চতাঃ ৪ ফুট ৮ ইঞ্চি
বাবার নামঃ আজাদ হাওলাদার
মায়ের নামঃ শাহনাজ বেগম
বাবা মায়ের ঠিকানা হিজলা, বরিশাল
হরিনাথপুর ইউনিয়ন,গ্রাম বদরপুর।

হারিয়ে যাওয়ার সময় তাহার পড়নে ছিলো কালো রংয়ের বোরকা
তিনি ০৫/০৭/২৫ তারিখ শনিবার আনুমানিক ০৭:৪৫ মিনিট এর সময় থেকে নিখোঁজ

মিরপুর ১৪ নাম্বার থেকে নড়াইল শ্বশুর বাড়ি যাওয়ার পথে , গুলিস্তান থেকে নিখোঁজ হয়েছেন।

মেয়েটিকে খুঁজে পেতে সহায়তা করুন
যোগাযোগের নাম্বারঃ
📠 01714667020 (বাবা)
📠 01787-207281 (মামা)

শেয়ার পোস্ট
মানব সেবায় এগিয়ে আসুন 🫡
copy From wab

Address


Alerts

Be the first to know and let us send you an email when ꧁ It's Imran's Zone ꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꧁ It's Imran's Zone ꧂:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share