Mohaiminul Islam Amit

  • Home
  • Mohaiminul Islam Amit

Mohaiminul Islam Amit Digital Marketing Consultant | Mentor | Entrepreneur

Founder of Amit International

🎉 ১ মিলিয়ন ভিউ! তাও আমার দাদিকে নিয়ে করা একটি সাধারণ ভিডিওতে! ❤️গত সপ্তাহে হঠাৎ করে টিকটকে একটি ভিডিও আপলোড করেছিলাম — আ...
27/05/2025

🎉 ১ মিলিয়ন ভিউ! তাও আমার দাদিকে নিয়ে করা একটি সাধারণ ভিডিওতে! ❤️

গত সপ্তাহে হঠাৎ করে টিকটকে একটি ভিডিও আপলোড করেছিলাম — আমার দাদিকে নিয়ে। খুব সাধারণ একটা মুহূর্ত ছিল। কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো স্ট্র্যাটেজিও ছিল না। শুধু ভালোবাসা, শ্রদ্ধা আর বাস্তবতা।

কিন্তু যা ভাবিনি — সেটাই ঘটলো। ভিডিওটি ১ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেল! এরপর একের পর এক আরও কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গেল।

🔍 তখন আমি একটু গভীরভাবে চিন্তা করলাম — এই ভিডিওগুলো কেন ভাইরাল হলো?

👇 এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, যেগুলো আপনার সাথেও শেয়ার করতে চাই:

🔑 ভাইরাল কনটেন্টের আসল চাবিকাঠি কী?
১. বাস্তবতা (Authenticity)
আজকের দিনে মানুষ সত্যিকারের গল্প দেখতে চায়। আপনার পরিবার, অনুভূতি, হাসি-কান্না — এসবই এখন সবচেয়ে শক্তিশালী কনটেন্ট।

২. ইমোশনাল কানেকশন
দাদির প্রতি ভালোবাসা — এটি এমন একটি আবেগ, যা প্রায় সবার জীবনেই রয়েছে। যখন মানুষ নিজের জীবনের সাথে মিল খুঁজে পায়, তখনই কনটেন্ট ভাইরাল হয়।

৩. সিনেম্যাটিক না, সিম্পল
অনেকেই মনে করেন ভাইরাল হতে হলে দারুণ ক্যামেরা, এডিটিং বা লোকেশন দরকার। কিন্তু বাস্তবতা হলো — সাধারণ, সৎ কনটেন্টই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।

এখন প্রশ্ন হলো — আপনি কীভাবে এই শিক্ষা আপনার কনটেন্টে কাজে লাগাবেন?
✅ নিজের জীবন, পরিবার, সংগ্রাম আর অনুভূতি নিয়ে কথা বলুন।
✅ এমন কিছু শেয়ার করুন, যা অন্যকে অনুপ্রাণিত করতে পারে।
✅ ট্রেন্ডের পেছনে না ছুটে, আপনার নিজস্ব ভয়েস তৈরি করুন।

❤️ আমি শুধু একটি ভিডিও বানাইনি — বরং নিজের শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করেছি।

আপনি কবে শেষবার আপনার দাদী বা নানীর সঙ্গে সময় কাটিয়েছেন?
একবার ভিডিও করে দেখুন — হোক না নিজের জন্য। ভাইরাল না হলেও, সেই মুহূর্তটি আপনার হৃদয়ে চিরকাল থেকে যাবে।

👇 কমেন্টে লিখে জানান — আপনি কাকে নিয়ে এমন একটি গল্প বলতে চান?

যে পরিশ্রম করে, তার ভাগ্য কখনো তাকে ধোঁকা দেয় না।
27/04/2025

যে পরিশ্রম করে, তার ভাগ্য কখনো তাকে ধোঁকা দেয় না।

জীবন কখনো পারফেক্ট হবে না, কিন্তু তুমি চেষ্টা করতে পারো পারফেক্টভাবে বাঁচার।– বাস্তবতা কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে ...
25/04/2025

জীবন কখনো পারফেক্ট হবে না, কিন্তু তুমি চেষ্টা করতে পারো পারফেক্টভাবে বাঁচার।

– বাস্তবতা কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু আমাদের প্রতিক্রিয়া, মনোভাব, এবং চেষ্টা—এইগুলো পুরোপুরি আমাদের হাতে। শুভ রাত্রি।

06/04/2025

পাহাড়িরা যেভাবে জীবনধারণ করেন

বিশ্বের মুসলমানদের সংখ্যা গতকাল পযন্ত ছিল ২,০৪৩,৫৯৯,৩০২নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছিলেন,يُوشِكُ الأمم...
06/04/2025

বিশ্বের মুসলমানদের সংখ্যা গতকাল পযন্ত ছিল ২,০৪৩,৫৯৯,৩০২

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছিলেন,
يُوشِكُ الأممُ أن تَداعَى عليكم، كما تَداعَى الأكَلةُ إلى قصْعتِها، فقال قائلٌ : ومن قِلَّةٍ نحن يومئذٍ ؟ قال : بل أنتم يومئذٍ كثيرٌ، ولكنَّكم غُثاءٌ كغُثاءُ السَّيلِ ، ولينزِعَنَّ اللهُ من صدورِ عدوِّكم المهابةَ منكم، وليقذِفَنَّ اللهُ في قلوبِكم الوهْنَ، فقال قائلٌ : يا
رسولَ اللهِ وما الوهْنُ ؟ قال حبُّ الدُّنيا وكراهيةُ الموتِ

একসময় সমস্ত বিজাতিয় শক্তি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ হবে, যেমনটা ভোজনকারীরা খাবারের চারপাশে একত্রিত হয়। (চারদিক থেকে খেতে শুরু করে)।

একজন বলল, ’আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রসূল?’ তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।

আল্লাহ তোমাদের শত্রুদের বক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে (ওয়াহান) দুর্বলতা সঞ্চার করবেন।

একজন বলল, ’হে আল্লাহর রসূল! দুর্বলতা কী?’
তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া।
(সাওবান রা। আবু দাউদ: ৪২৯৯)

- শায়েখ আতিক উল্লাহ্

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mohaiminul Islam Amit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohaiminul Islam Amit:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share