14/06/2022
এ ভিডিওটি ভারতের। নতুন বাড়িতে প্রথমবার এসেছেন শাশুড়ি। তাকে বরণ করে নিতে পুত্রবধূ যা করেছেন তা আমরা সচরাচর দেখি না বলেই বিস্মিত হই। কিন্তু একজন মায়ের এমন সম্মানই পাওয়া উচিত।
ওই পুত্রবধূ শুধু এই মায়ের জন্য নন, তিনি শিক্ষা পেয়েছেন তার পরিবার থেকে। ঘরে ঘরে এমন সন্তান ও মায়ের জন্ম হোক। প্রতিটি ঘর থাকুক এমন ভালোবাসার পরশে।