সিরাজগঞ্জের সৌন্দর্য্য উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখান
(2)
16/07/2025
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের যমজ দুই বোন এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তারা দুজনেই দৃষ্টিপ্রতিবন্ধী। আফিয়া আক্তার ও ইভা আক্তার। অবাক করা বিষয় হলো ইংরেজিতে দুই বোনই ২০০ নম্বরের মধ্যে ১৯৫ করে পেয়েছে। শুভ কামনা আফিয়া ও ইভার জন্য।
Be the first to know and let us send you an email when Beauty Of Sirajganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Want your business to be the top-listed Media Company?
Share
Beauty Of Sirajganj
" Beauty Of Sirajganj " পেজটি কোন ফটোগ্রাফি পেজ নয় যেখানে ছবিগুলিকে ফটোগ্রাফির দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। তাই এই পেজে প্রোফেসনাল এবং ননপ্রফেসনাল প্রত্যেকের পোস্টগুলো সমান বিবেচনা করা হয়। কারন আপনাদের শেয়ার করা ছবিগুলোই কিন্তু আমাদের প্রিয় সিরাজগঞ্জের বিভিন্ন স্থান, স্থাপনা, ইতিহাস, সংস্ক্রিতি ইত্যাদি বর্ণনা করে। তাই গ্রুপে বর্ণিত নিয়ম অনুসরন করে আপনাদের যার কাছে যে ডিভাইস আছে (যেমন ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদি) তার মাধ্যমে বেশি বেশি ছবি তুলে এই গ্রুপটিতে শেয়ার করুন, এবং তুলে ধরুন আমাদের প্রিয় সিরাজগঞ্জকে ও সেই সাথে সিরাজগঞ্জে থাকা আপনার বন্ধুদেরকে অবশয়ই আমন্ত্রন করুন।
উদ্দেশ্য: এই গ্রুপের একমাত্র উদ্দেশ্য হলো সিরাজগঞ্জের সৌন্দর্য্য তুলে ধরা এবং ঐতিহাসিক ও ঘুরে বেড়ানো যায় সেই স্থানে কিভাবে যাওয়া যায় তার বর্ণনা দিয়ে অন্যকে সেখানে যেতে সাহায্যে করা ।
নিয়মাবলি =>
১. শুধুমাত্র সিরাজগঞ্জের বিভিন্ন স্থানের নিজের তোলা ছবি পোস্ট করতে পারবেন । অন্য কারো তোলা কপি করা ছবি কোনভাবেই গ্রহনযোগ্য নয় । তবে ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত পোস্টের ক্ষেত্রে কালেক্টেড ছবি ব্যবহার করা যাবে ।
২. "ক্যাপশনে স্থানের নাম ছাড়া কোনো ছবি এপ্রুভ হবেনা।"
৩. স্থানের বিশেষত্ব বা পারিপার্শ্বিক অবস্থা প্রকাশ পায় না - এমন কোনো ছবি এপ্রুভ করা হবেনা। যেমন, শুধুমাত্র ফুল-ফল এর ছবি।
৪. কোনোরূপ ভুল এবং অসংগতিপূর্ণ তথ্য সংযোজন করা যাবেনা।
৫. এই গ্রুপের সদস্যদের কোনো সেলফি অথবা নিজেদের পোর্ট্রেট পোস্ট করা যাবেনা।
৬. কোনোরূপ ব্যবসায়িক বা অন্য কোনো গ্রুপের বিজ্ঞাপনের কিংবা ব্যাক্তিগত বার্তার পোস্ট দেয়া যাবে না
৭. কোনোরূপ রাজনৈতিক পোস্ট এপ্রুভ করা হবেনা। ৮.কোনোরূপ বাজে বা অসামাজিক কোনো মন্তব্য করা যাবেনা। করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। অসামাজিক কোনো পোস্ট এপ্রুভ করা হবেনা এবং পোস্টদাতাকে তাৎক্ষনিক ব্যান করা হবে।
৯. চেষ্টা করুন নরমাল ছবি পোষ্ট করার জন্য। অস্বাভাবিক কিংবা ওভার এডিটেড ছবি গুলো সিরাজগঞ্জের স্বাভাবিক সৌন্দর্য্য কে নষ্ট করে দেয়।
*** পেশাদার বা অপেশাদার সকলেই ছবি পোস্ট করতে পারবে।
সিরাজগঞ্জের জনগনের জন্য জনস্বার্থে যেকোনো প্রয়োজনীয় সঠিক তথ্য শেয়ার করা যাবে। জরুরী রক্তদানের আবেদন সংক্রান্ত পোস্ট করা যাবে। ছবির বিভিন্ন টেকনিক্যাল তথ্য, যেমন - ডিভাইস নাম, সেটিংস ইত্যাদি; দেয়া আবশ্যক নয়। ছবি বা পোস্ট এপ্রুভালের ক্ষেত্রে এডমিন-মডারেটর প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত।