10/10/2024
সুন্নিয়তের তরুন ২ জন বক্তার জনপ্রিয়তা ও যার সাথে কোলাকুলি করেছে তার জনপ্রিয়তার( বাংলাদেশের প্রেক্ষাপটে) আকাশ পাতাল তফাৎ হওয়া স্বত্তেও তাদের মাঝে কোনো কাঁদা ছুড়াছুঁড়ি কি আপনারা দেখেছেন?? কেনো সুন্নীদের সাথে কোলাকুলি করেছে??
আর অন্যদিকে আমরা কোলাকুলির জন্য ফেইজবুকে রীতিমতো গোলাগুলি শুরু করে দিয়েছি।
ছোটরা ভুল করতে পারে ওদের আকাবেররা সংশোধন করবে। তাদেরকে বুকে নিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস জোগাতে হবে।
আমাদের এখনো অনেক পরিপক্বতা দারকার।