
27/07/2025
অনূভুতির প্রাচুর্য
আল-আমিন (রায়হান )
হাজার টা স্বপ্ন ছিল,
- ছিল হাজার আশা।
হাজার টা ইচ্ছে ছিল,
- ছিল ভালোবাসা।
রঙিন সুতোর স্বপ্ন দিয়ে বোনা সেই শাল,
- তুমি আমার ভালোবাসায় থাকবে চির কাল।
তোমায় নিয়ে বলবো কথা বলতে পারি যত,
- মন্দ বলুক লোকে আমায় পারুক তারা যত।
তুমি আমার রঙ তুলিতে আঁকা,
- নিপুণ কারুকার্য,
তোমায় দেখে রঙ ধনু'রা অবাক হবে,
- সেটা অনিবার্য।
খুনসুটিতে মাতবো দু'জন শুনবো নাকো মানা,
বিচার-আচার, নিষেধ-বারণ মানবো নাকো থানা।
তুমি আমার শেষ বিকেলের হেলতে থাকা বেলা,
- সূর্য ডুবলেও চাঁদের আলোয় কর আজব খেলা।
সেই খেলা দেখতে দেখতে রাত্রি কেটে যায়,
- সকাল হলেই আমার আকাশ আলোয় ভরে যায়।
এসব তো কবিতা মাত্র কয়েক টা লাইন,
অতি সামান্য,
- সব অনুভব লিখতে গেলে
কাগজ আর কলম, এ-সবই নগন্ন।
বলতে গেলে শব্দ রাও হয়ে যাবে নিখোঁজ,
- ভাবনারাও হুশ হারাবে হয়ে যাবে বেহুঁশ।
তোমায় নিয়ে লিখব আমি Without দাড়ি-কমা,
পরি শেষে অনুভূতি তোলা থাকুক জমা।
অনূভুতি ভুবন আমি আজিবন আমৃত্যু।
প্রিয় তুমি ভাল থেকো, সুখে থেকো অ-সমাপ্ত।
লেখক : MD Al-amin Rayhan
fans