23/04/2025
আমরা প্রতিদিন অসংখ্য রঙ দেখি—লাল, নীল, সবুজ, হলুদ… কিন্তু ভাবা যায়, এমন একটা রঙ থাকতে পারে যেটা আজ পর্যন্ত কোনো মানুষ চোখে দেখেনি? সম্প্রতি এমনই এক রঙ আবিষ্কৃত হয়েছে, যার নাম "ওলো" (Olo)।
এই রঙটি আবিষ্কার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির কিছু গবেষক। তাঁদের মধ্যে একজন প্রধান গবেষক হলেন Steven K. Shevell। তাঁরা মানুষের চোখে বিশেষ ধরনের লেজার ব্যবহার করে এই রঙ দেখাতে সক্ষম হয়েছেন।
আমাদের চোখে রঙ দেখার জন্য তিন ধরনের কোষ থাকে—লাল, সবুজ আর নীল রঙ বুঝতে পারে এমন কোষ। এই রঙগুলো মিলে আমরা হাজার হাজার রঙ চেনার ক্ষমতা পাই। কিন্তু সাধারণত আমরা যেভাবে আলো দেখি, তাতে একা কোনো একটি কোষকে আলাদা করে উদ্দীপিত করা সম্ভব নয়।
গবেষকরা একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চোখের শুধু সবুজ রঙ ধরার কোষগুলোকে আলাদা করে উদ্দীপিত করেছেন। এর ফলে মস্তিষ্কে এমন এক রঙের অনুভব তৈরি হয়েছে, যেটা আমরা আগে কোনোদিন দেখিনি। এই নতুন রঙকেই বলা হচ্ছে Olo।
ওলো দেখতে অনেকটা নীল আর সবুজের মাঝামাঝি রঙের মতো হলেও, আসলে সেটা কোনো পরিচিত রঙের সাথে মেলে না। একে স্ক্রিনে, কাগজে বা আলোয় দেখানো যায় না—কারণ এটা শুধু চোখের ভিতরের অনুভূতি দিয়ে তৈরি হয়।
এখন পর্যন্ত মাত্র কয়েকজন মানুষ এই রঙটি চোখে দেখেছে—তাও গবেষণাগারে বিশেষ প্রযুক্তির মাধ্যমে। এটা সাধারণভাবে দেখা যায় না।
এই আবিষ্কার আমাদের চোখ ও মস্তিষ্ক কীভাবে রঙ বোঝে, সেই ধারণাকেই বদলে দিতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তি চোখের রোগ, রঙ অন্ধত্বের চিকিৎসা, এমনকি ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রেও কাজে লাগতে পারে।
রঙের জগতে এটি একটি বিপ্লব। ওলো আমাদের শেখায়—আমরা যা দেখি, তার বাইরেও রঙের এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে।