31/10/2025
একটি মানবিক সাহায্যের আবেদন..
পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মোনছে আলী হাওলাদারের ছেলে মোঃ মন্টু হাওলাদার দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত। ধারকর্জ করে এবং যেটুকু জমি ছিলো তা বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। তার চিকিৎসায় এখনো অনেক টাকার প্রয়োজন। এখন তাদের হাতে চিকিৎসা করাবার মতো কোনো টাকাপয়সা নাই। অর্থের অভাবে পরবর্তী চিকিৎসা অনিশ্চয়তার দিকে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী। তার সংসারে স্ত্রী, বৃদ্ধ বাবাসহ ছোট ছোট ৪ টি সন্তান আছে। আসুন সকলে মিলে যতটুকু সম্ভব মানবিক সেবায় এগিয়ে আসি। তাঁহাকে সহযোগিতা পাঠানোর জন্য নিম্নে নগদ (পার্সোনাল) নাম্বার দেওয়া আছে। যতটুকু সম্ভব অর্থ দিয়ে তাকে সহযোগিতা করুন। আপনার-আমার ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ বড় তহবিল গঠনে ভূমিকা রাখবে। আসুন আমরা সকলে মানবিক সেবায় এগিয়ে আসি।
রোগীর নগদ নাম্বার 01755926201 (পার্সোনাল)।
সাহায্য পাঠানোর আগে কল করে নিশ্চিত হয়ে নিবেন।
এই পোষ্টটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ রইলো।