Jagannath University News

  • Home
  • Jagannath University News

Jagannath University News This page spread information which are help to internal and external matter about Jagannath University as well as national issues in bangladesh.

01/08/2025

যখন কোন যুক্তি থাকে না তখন ট্যাগ দিয়ে জয়ী হতে চায়। আগে আওয়ামীগ এইভাবে ট্যাগের রাজনীতি করেই মাঠের বাইরে চলে গেছে। কারণ যে নামে অন্যদের ট্যাগ দিত, পরবর্তীতে তারাই আওয়ামিলীগের ভেতরে ঢুকে সুপ্তাবস্থায় রাজনীতি করে আওয়ামিলীগকে খেয়ে দিয়েছে।
(সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে, কমিটি নতুন নাম প্রস্তাব করলে দ্রুতই তা সিন্ডিকেটের মাধ্যমে...
06/02/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নেমপ্লেট খুলে ফেলা হয়েছে, কমিটি নতুন নাম প্রস্তাব করলে দ্রুতই তা সিন্ডিকেটের মাধ্যমে পাশ করা হবে: উপাচার্য

28/01/2025

২৮ জানুয়ারি ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম বক্তব্য প্রকাশিত হচ্ছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নিম্নরূপ :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া ২০০৫ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মহান জাতীয় সংসদে পাসকৃত "জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন - ২০০৫" - এ নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে,

(স্বাক্ষরিত)
পরিচালক
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর

27/01/2025

শিক্ষা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করায় এই খনিকের ছেলের নামে মামলা দিয়ে গ্রেফতার করা হোক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সামনে ফুসকাওয়ালা মামা স্ট্রোক করে  মারা গিয়েছেন। তার লাশ নেয়ার খরচও নাই। উনার ছেলেকে সহযোগ...
23/01/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সামনে ফুসকাওয়ালা মামা স্ট্রোক করে মারা গিয়েছেন। তার লাশ নেয়ার খরচও নাই। উনার ছেলেকে সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন।
ছেলে -01799471250

এখানে কারা বাস করে?একটু সাড়া দেন...
16/01/2025

এখানে কারা বাস করে?
একটু সাড়া দেন...

15/01/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী বাস্তবায়ন করা হবে বলে ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে সেনাবাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে। সেই সাথে স্টিল বেজড দুইটি হলও তাদের দ্বারা বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে। তারা সেটাও গ্রহণ করবেন।

এই আন্দোলন সফল করার জন্য সকল জবিয়াদের ধন্যবাদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ

15/01/2025
আহা...
14/01/2025

আহা...

ভিসি স্যার কেIML-18 ব্যাচ শের-আলি ভাই বলেন,স্যার , আমরা মেসে থাকি। বাসায় গ্যাস থাকেনা,বুয়া আসেনা, রান্না হয়না।না খেয়ে থা...
14/01/2025

ভিসি স্যার কে
IML-18 ব্যাচ শের-আলি ভাই বলেন,
স্যার ,
আমরা মেসে থাকি।
বাসায় গ্যাস থাকেনা,বুয়া আসেনা, রান্না হয়না।
না খেয়ে থাকতে হয়। বাহিরের অসাস্হকর খাবার খেতে হয়। পরিবেশহীন বাসায় থাকি, বাড়ি ভাড়া অনেক টাকা দিতে হয়।
বাহিরে খেয়ে টাকায় শেষ হয়ে যায়, নাখেয়ে-খেয়ে মরার চেয়ে, যৌক্তিক দাবির জন্য অনোশন করে মরা ভালো।
এটা প্রতিটি জবিয়ানের গল্প ।

13/01/2025

জবিয়ানরা নিজের অধিকার আদায় করতে জানে। তাই সবাই এক হয়ে রাস্তায় নেমেছে। অধিকার আদায় হবেই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি -সম্পাদকের পক্ষ থেকে শিবিরের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন ও ফুলেল ...
03/01/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি -সম্পাদকের পক্ষ থেকে শিবিরের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
ছাত্রলীগ-শিবির ভাই ভাই।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jagannath University News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagannath University News:

  • Want your business to be the top-listed Media Company?

Share