Atia & Saikat

  • Home
  • Atia & Saikat

Atia & Saikat Glimpse of our Life ✨❤️❤️

বাঙালি মানেই ভোজন রসিক।আজকের রেসিপি ধোয়া ওঠা গরম ভাত, করলা ভাজি আর চিকেন রেজালা সাথে লেবু।
24/08/2025

বাঙালি মানেই ভোজন রসিক।
আজকের রেসিপি ধোয়া ওঠা গরম ভাত, করলা ভাজি আর চিকেন রেজালা সাথে লেবু।

Every morning is a new beginning.. 🌞Have a nice day!!🌺🌺
12/08/2025

Every morning is a new beginning.. 🌞
Have a nice day!!🌺🌺

Evening snacks with pancake...
23/07/2025

Evening snacks with pancake...

22/07/2025

গল্পের নাম: "চালাক মা, তালাক কন্যা"

একটা ছোট শহরে রোজিনা বেগম নামে এক মহিলা থাকতেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কথায় পাকা, আর সামান্য বিষয়েও নিজের মত চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার একমাত্র মেয়ে ছিল সানজিদা। মেয়েটি দেখতে সুন্দর, শিক্ষিত, তবে মা'র প্রভাবে একটু বেশি আত্মবিশ্বাসী আর অহংকারী হয়ে উঠেছিল।

রোজিনা বেগম সবসময় মেয়েকে বলতেন,
– "তোর শ্বশুরবাড়ির কেউ যদি তোকে একটু কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি! কোনোরকম ছাড় দিবি না। আমরা কি কেউ কম নাকি?"

সানজিদা বিয়ের পর শ্বশুরবাড়িতে যায়। স্বামী রাশেদ ছিল সহজ-সরল, ভালো মানুষ, কিন্তু খুব বেশি কথা বলতো না। শ্বশুর-শাশুড়িও ছিলেন শান্ত স্বভাবের। কিন্তু সানজিদা সেখানে একটু কিছু হলেই মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দিতো।

একদিন শুধু ডাল পাতলা হয়েছে বলে সে রাগ করে নিজে রান্নাঘরে গিয়ে ডাল ফেলেই দিল। আরেকদিন স্বামী অফিস থেকে দেরি করে আসায় রেগে গিয়ে দরজা খুলতে দেয়নি। দিনদিন তার আচরণ এমন হয়ে উঠছিল যেন সবাই তার দাস।

রাশেদ অনেক চেষ্টা করেও শান্তি আনতে পারলো না। কথা বললে ঝগড়া, চুপ থাকলে অপমান। কয়েক মাস না যেতেই তালাক হয়ে গেল।

রোজিনা বেগম বললেন,
– "ওরা তোকে বুঝতে পারেনি, তুই তো ঠিকই ছিলি।"

তারপর দ্বিতীয় বিয়ে হলো। নতুন শ্বশুরবাড়ি, নতুন স্বামী। কিন্তু একই আচরণ, একই চিন্তাধারা। আবারও তালাক।

এভাবে একে একে তিনবার বিয়ে হলো সানজিদার। কিন্তু মায়ের শেখানো চালাকি, তর্ক, অহংকার, একচেটিয়া মনোভাব – সব কিছুই সম্পর্ক ভেঙে দিতে লাগলো।

শেষে যখন সানজিদা একা হয়ে গেল, তখন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল,
– "সব দোষ কি শুধু তাদেরই ছিল? না কি মা’র চালাকির চেয়ে একটু ভালোবাসা, ধৈর্য আর নম্রতা শিখলেই জীবনটা অন্যরকম হতো?"

গল্পের শেষে বলা যায়—
চালাকি দিয়ে সম্পর্ক টেকে না, টেকে সহনশীলতা, শ্রদ্ধা আর মনের মিল দিয়ে। মায়ের চাতুর্যের ছায়া যদি মেয়ের জীবনে অহংকার হয়ে দাঁড়ায়, তাহলে প্রেমের জায়গা করে নেয় তালাকের নোটিশ।

–সমাপ্ত।

22/07/2025

ছুটির ঘন্টা ঠিকই বেজেছিল তবে সারাজীবনের জন্য 🥲

গতকালকে ও সবাই সবার পরিবারের সাথে ছিল কে জানতো এটাই তাদের শেষ রাত। কত আয়োজন আগামীকাল স্কুল, হোমওয়ার্ক, টিফিন, বন্ধুদের সাথে আড্ডা সবকিছুই নিমিষেই শেষ।
চোখ দুটো বন্ধ হলেই বাচ্চাগুলোর কথা মনে পড়ে তাদের পরিবার কীভাবে সহ্য করবে আমার জানা নেই।🥲

21/07/2025

May Almighty Allah bless the injured with quick recovery

Please pray for Milestone💔

20/07/2025

অনেক সুন্দর একটি বানী-
"হযরত আলী (রা:) বলেছিলেন"
যার মা নেই তার অর্ধেক দুনিয়া নেই।
যার বাবা নেই তার কোন ছায়া নেই।
আর যাদের মা বাবা আছে তাদের কোনো
কদর নেই।
কার কার জীবনের সাথে মিলে গেছে মা বাবাকে স্মরন করি।

20/07/2025

Your future is already written but dua edits the script...

যখন মনে যা চায়- ময়দা, ডিম, দুধ ও চিনি দিয়ে পিঠা। যদিও খেতে ভালোই হয়েছে 😌
19/07/2025

যখন মনে যা চায়- ময়দা, ডিম, দুধ ও চিনি দিয়ে পিঠা।
যদিও খেতে ভালোই হয়েছে 😌

Hello beautifulEndless love for flowers 🌹🌹
13/07/2025

Hello beautiful
Endless love for flowers 🌹🌹

12/07/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Atia & Saikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atia & Saikat:

  • Want your business to be the top-listed Media Company?

Share