10/11/2025
🌿 আলহামদুলিল্লাহ 🌿
অদ্য ১০ নভেম্বর ২০২৫ ইংরেজি, রোজ সোমবার সকাল ৯:৩০ ঘটিকার সময় আপনাদের প্রাণপ্রিয় দীনী প্রতিষ্ঠান
তা'লিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসা-তে
মজলিসে শুরার সদস্যবৃন্দ ও এলাকার মুরুব্বিয়ানের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
🕌 সভায় আলোচ্য বিষয়সমূহ:
১️⃣ বার্ষিক জলসা আয়োজন সংক্রান্ত আলোচনা
২️⃣ মাদ্রাসার সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা
৩️⃣ বিবিধ বিষয়
🤲 মহান আল্লাহ তায়ালা যেন এই মাদ্রাসাকে আরও খেদমতে দ্বীন ও ইলমে নাফেয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করে নেন।
আল্লাহ তায়ালা আমাদের সব প্রচেষ্টায় বরকত দান করুন — আমীন।
📍 তা'লিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসা