Hafez Sadikur Rahman

  • Home
  • Hafez Sadikur Rahman

Hafez Sadikur Rahman সাফল্যের কোনো শর্টকাট নেই,
কঠিন পরিশ্রমই একমাত্র চাবিকাঠি।

🌿 আলহামদুলিল্লাহ 🌿অদ্য ১০ নভেম্বর ২০২৫ ইংরেজি, রোজ সোমবার সকাল ৯:৩০ ঘটিকার সময় আপনাদের প্রাণপ্রিয় দীনী প্রতিষ্ঠানতা'লিমু...
10/11/2025

🌿 আলহামদুলিল্লাহ 🌿

অদ্য ১০ নভেম্বর ২০২৫ ইংরেজি, রোজ সোমবার সকাল ৯:৩০ ঘটিকার সময় আপনাদের প্রাণপ্রিয় দীনী প্রতিষ্ঠান
তা'লিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসা-তে
মজলিসে শুরার সদস্যবৃন্দ ও এলাকার মুরুব্বিয়ানের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

🕌 সভায় আলোচ্য বিষয়সমূহ:
১️⃣ বার্ষিক জলসা আয়োজন সংক্রান্ত আলোচনা
২️⃣ মাদ্রাসার সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা
৩️⃣ বিবিধ বিষয়

🤲 মহান আল্লাহ তায়ালা যেন এই মাদ্রাসাকে আরও খেদমতে দ্বীন ও ইলমে নাফেয়ের কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করে নেন।
আল্লাহ তায়ালা আমাদের সব প্রচেষ্টায় বরকত দান করুন — আমীন।

📍 তা'লিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসা

🌿 আলহামদুলিল্লাহ 🌿📖 আজ থেকে তা'লিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসার২য় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।🤲 সকল ছাত্র-ছাত্রীর জন্য দোয়...
04/11/2025

🌿 আলহামদুলিল্লাহ 🌿

📖 আজ থেকে তা'লিমুল কুরআন সিকন্দরপুর মাদ্রাসার
২য় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

🤲 সকল ছাত্র-ছাত্রীর জন্য দোয়া করবেন,
আল্লাহ তায়ালা যেন সবাইকে মনোযোগ, নেক নিয়ত ও সুন্দরভাবে পরীক্ষায় সফলতা দান করেন।

30/10/2025

তা'লিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসার মুহতামিম সাহেবের পুত্র ও নাজেরা বিভাগের ছাত্র **সাফওয়ান আহমদের কণ্ঠে কোরআন তেলাওয়াত** 💚 শুনে দোয়া করবেন ইনশাআল্লাহ 🌸

29/10/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! সেজুয়ান আহমদ, Mohammed Titumiah, Johirul Islam, Humayun Kabir, Kofil Miah

22/10/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! M Mahmudul Alom Tarek, Sumon Ahmod, Tawhid Hridoy, Md Sadikul Islam, Mahadi Hasan Shuvo, MD Jibon Ahmed, Md Ansar, Noyon Ahmed, Abul Hasnat, MD Saifur Rohman, এসো শান্তির পথে, Sadik Mia, KM Nur Alom Siddiki, Tarajul Hoque, Ahmed Anis, সুলাইমান হক আজিজী, Motin Miah, M Rahman, Md. Savidur Rohman, Onik Vro, Dobir Hossin, Mo Ramajan, Nayeem Ahmad, Tamjid Hasan

কোরআন তেলাওয়াতের ফজিলত কোরআন কেবল সওয়াবের কিতাব নয়—এটা হৃদয়ের শান্তি, কবরের নূর, হাশরের ছায়া, আর জান্নাতের মর্যাদার সোপা...
19/10/2025

কোরআন তেলাওয়াতের ফজিলত

কোরআন কেবল সওয়াবের কিতাব নয়—
এটা হৃদয়ের শান্তি, কবরের নূর, হাশরের ছায়া, আর জান্নাতের মর্যাদার সোপান।

রাসূল ﷺ বলেছেন —
“তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।” (বুখারি)

আরেক হাদিসে —
“পড় ও উঠতে থাক… কিয়ামতের দিন তোমার ঠিকানা হবে সেই আয়াতে এসে, যেটুকু তুমি শেষ করবে।”

প্রতিটি অক্ষরে ১০ নেকি।
আলিফ-লাম-মীম = ৩০ নেকি!
কত সহজ, আর কত লাভ!

কোরআন দুনিয়া-আখেরাতের রোগের শিফা।
হৃদয়ের অশান্তিতে শান্তি —
ভয়-উদ্বেগে সান্ত্বনা —
পথহারা জীবনে দিশা।

চলুন আজ প্রতিজ্ঞা করি —
প্রতিদিন অন্তত ১–২ পৃষ্ঠা তিলাওয়াত
তাজবীদে শুদ্ধ করার চেষ্টা
নিজে পড়ি, সন্তানদের শিখাই
বুঝে এবং মেনে চলার চেষ্টা করি

আল্লাহ আমাদেরকে কোরআনের সঠিক তিলাওয়াত, আমল ও দাওয়াতের তৌফিক দান করুন।
কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন—আমীন। 📖🤲

18/10/2025

মোহাম্মদ তাওহীদুল ইসলামের তেলাওয়াত শুনে অন্তর থেকে দোয়া করবেন —
পরওয়ারদিগার যেন তাকে পূর্ণ হিফজের তাওফিক দান করে কবুলের তালিকায় অন্তর্ভুক্ত করেন।

17/10/2025

🌼“জুমআর সকাল মানেই নতুন এক বরকতময় সূচনা।”

15/10/2025

✨ তা'লিমুল কোরআন সিকন্দরপুর মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র মোহাম্মদ জিহাদুল ইসলাম এর হৃদয় ছোঁয়া কোরআন তেলাওয়াত 🕋📖
#জিহাদুল_ইসলাম #তা'লিমুল_কোরআন_সিকন্দরপুর

🌙 আল্লাহর কাছে চাওয়া 🌙মানুষের কাছে চেয়ে আমরা অনেকবার অপমানিত হয়েছি,কিন্তু আল্লাহর দরজায় কেউ যায় না অপমানিত হয়ে। 💧তিনি শু...
14/10/2025

🌙 আল্লাহর কাছে চাওয়া 🌙
মানুষের কাছে চেয়ে আমরা অনেকবার অপমানিত হয়েছি,
কিন্তু আল্লাহর দরজায় কেউ যায় না অপমানিত হয়ে। 💧
তিনি শুনেন, তিনি জানেন,
তবু তিনি চান তুমি চাও —
কারণ চাওয়া নিজেই এক ধরণের ইবাদত। 🤲
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“যে আল্লাহর কাছে চায় না,
আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন।” (তিরমিজি)
তুমি যদি রাতের নিঃস্তব্ধতায় বলো —
“হে আল্লাহ, আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া আর কেউ নেই।”
তাহলে জেনে রাখো, তোমার সেই কান্না সরাসরি পৌঁছে যায় আসমানের দরজায়। 🌌
মানুষের কাছে নয়,
চাও শুধু আল্লাহর কাছেই —
তিনি দেরি করেন, কিন্তু কখনো ফেরান না। ❤️
#আল্লাহ #দোআ #তাওয়াক্কুল

Address

Sylhet

3010

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Sadikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafez Sadikur Rahman:

  • Want your business to be the top-listed Media Company?

Share