
13/09/2025
আমি যাদের কে আমার আত্তা মনে করি
তারাই প্রমান করে দেয় আমি তাদের যোগ্য না,
আমারে নিয়ে যারা অন্য মানুষের সাথে আলোচনা সমালোচনা করে
তাদের উপর আমার রাগ অভিমান
কিছুই নাই।
কারন আমি দুমুখে সাপ না।
আমার খারাপ সময় যারা আমার পাশে ছিলো
তাদের প্রতি আমি কৃতঙ্গতা জানাই,
কারো উপকার করে যদি বার বার বলে সেই উপকার করে কোন লাভ নাই।
এখন কষ্ট আর খারাপ লাগলে হাউ মাউ করে কান্না করি না,
বুকের ভিতরে দুমরে মুচরে যায়।
কাউ কে বলতেও যাই না যে আমারো কষ্ট হয়
কারন বল্লে আমার ইমোশন নিয়ে হাসি ঠাট্টা হয়।
দিন শেষে সবার জন্যই দোয়া
তারা ভালো থাকুক
যারা আমার আত্তার সাথে মিশে আছে😢😢