
29/06/2025
"এই সাইকেলটা শুধু লোহার ফ্রেম না, এতে আছে আমার ঘাম, পরিশ্রম আর স্বপ্ন।
দোকানে কাজ করে এক মাস ধরে টুকরো টুকরো করে টায়ার, রিম, ফ্রেম সব কিছু কিনেছিলাম।
আজও এই সাইকেলটা আমার কাছে অমূল্য—কারণ এতে জড়িয়ে আছে আমার সংগ্রামের গল্প।"