ভূমিকম্প ৮.০

  • Home
  • ভূমিকম্প ৮.০

ভূমিকম্প ৮.০ I will share my daily life and my favorite things on this page In shaa allah.

বড় কিছু করতে হলে ঝুঁকি তো নিতেই হবে, তাই না?ছবিতে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি জীবনের দুটি পথকে।প্রথম পথ: ঝুঁকি ...
15/09/2025

বড় কিছু করতে হলে ঝুঁকি তো নিতেই হবে, তাই না?

ছবিতে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি জীবনের দুটি পথকে।

প্রথম পথ: ঝুঁকি নেওয়ার পথ
যদি আপনি ঝুঁকি নেন, তাহলে দুটি ফল পেতে পারেন:

পুরস্কার: আপনি আপনার চেষ্টার ফল পাবেন।

শিক্ষা: যদি সফল নাও হন, তবে তা থেকে আপনি গুরুত্বপূর্ণ কিছু শিখবেন, যা ভবিষ্যতে কাজে দেবে।

দ্বিতীয় পথ: নিরাপদে থাকার পথ
যদি আপনি কোনো ঝুঁকি না নেন, তবে হয়তো সাময়িক স্বস্তি পাবেন। কিন্তু এর শেষ ফল হতে পারে অনুশোচনা। কারণ, আপনি হয়তো কখনো জানতে পারবেন না যে ঝুঁকি নিলে কী হতে পারতো।

জীবনের প্রতিটি বড় সাফল্যের পেছনে আছে ঝুঁকি। আপনি কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত?

(সংগৃহীত)

চট্টগ্রামের আমিন জুট মিলস বন্ধ কারখানায় ব্যয় শতকোটি টাকাদীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানার সরঞ্জামে ধরেছে মরিচা। কা...
13/09/2025

চট্টগ্রামের আমিন জুট মিলস বন্ধ কারখানায় ব্যয় শতকোটি টাকা

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কারখানার সরঞ্জামে ধরেছে মরিচা। কারখানা ভবনের অনেক স্থানে পলেস্তারাও খসে পড়েছে। চুরি হয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ। পাঁচ বছর আগে এ কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বিশাল এলাকাজুড়ে থাকা কারখানাটি এখন অনেকটা ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে।

আর বন্ধ এ কারখানা পরিচালনার জন্য গত চার অর্থবছরে খরচ হয়েছে মোট ১০০ কোটি টাকা। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ খরচ ৩৩ কোটি টাকার বেশি। কারখানাটি হলো চট্টগ্রাম নগরের আমিন জুট মিলস। ৭১ বছর আগে এই পাটকল চালু হয়েছিল। ২০২০ সালের ১ জুলাই কারখানাটি বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। তাতে চাকরি হারান প্রায় চার হাজার শ্রমিক। এখন কারখানা বন্ধ থাকলেও প্রশাসনিক কাজে যুক্ত আছেন ১২৫ কর্মকর্তা-কর্মচারী।

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় প্রায় ৮০ একর জমির ওপর আমিন জুট মিলস লিমিটেড অবস্থিত। ১৯৫৪ সালে এটি স্থাপিত হয় এবং ১৯৭২ সালে স্বাধীনতার পর এটিকে জাতীয়করণ করা হয়। সে সময় আমিন জুট মিলস ও আমিন ওল্ড ফিল্ডস—এ দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন চলে আসে। চট্টগ্রামে বিজেএমসির ৯টি পাটকলের মধ্যে সবচেয়ে বড় আমিন জুট মিলস।

উৎপাদন বন্ধ, তবু শতকোটি ব্যয়

বন্ধ এই পাটকলের পেছনে গত চার অর্থবছরে পরিচালন বাবদ খরচ হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। প্রশাসনিক কাজের জন্য বর্তমানে প্রকল্প পরিচালক, উৎপাদন ব্যবস্থাপক, অন্যান্য কর্মকর্তা, নিরাপত্তা প্রহরীসহ শতাধিক লোক কর্মরত রয়েছেন। তাঁদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর গড়ে ৮ কোটি টাকা করে মোট ৩২ কোটি টাকা খরচ হয়েছে এই চার বছরে। আর বন্ধ কারখানার বিদ্যুৎ বিল দিতে হয়েছে চার বছরে ১ কোটি ২০ লাখ টাকার বেশি। এ ছাড়া জ্বালানি, সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বিমাসহ বিভিন্ন খাতে বাকি অর্থ ব্যয় হয়। আমিন জুট মিলসের নিরীক্ষা প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিয়ে প্রতি অর্থবছরে নিয়মিত নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা হয়। সর্বশেষ ২০২০-২১ থেকে ২০২৩-২৪—এই চার অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে কারখানাটির লোকসানের তথ্য পাওয়া গেছে।

শতকোটি টাকা খরচের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) এ এইচ এম কামরুল হাসান বলেন, ‘আমাদের ২৫০-এর বেশি ভাড়াটে আছে। তাদের বিদ্যুতের বিলও আমাদের মিটারে আসে। ১২৫ জনের বেশি কর্মকর্তা আছেন। পরিচালন ব্যয় সাত-আট কোটি টাকার বেশি হওয়ার কথা না। বাকিটা নথি দেখে বলতে হবে।’

সরকার এখন বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করছে। সেখানে এই প্রতিষ্ঠানে কিছু কর্মকর্তা-কর্মচারী বসে বসে বেতন নিচ্ছেন। আমরা মনে করি, এখানে বিকল্প বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল বা এ ধরনের কিছু করা উচিত
খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত আমিন জুট মিলসের মোট লোকসানের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর শেষ চার অর্থবছরে লোকসান হয়েছে ৫৩ কোটি টাকা। উৎপাদন বন্ধ থাকলেও অবশ্য আয় বন্ধ হয়নি আমিন জুট মিলসের। চার বছরে প্রতিষ্ঠানটি আয় করেছে ৪৫ কোটি ৭৯ লাখ টাকা। মূলত কারখানা বন্ধ হওয়ার আগে উৎপাদিত পণ্য, স্ক্র্যাপসহ বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে এ অর্থ আয় করেছে প্রতিষ্ঠানটি।

বন্ধ কারখানার পেছনে চার বছরে শতকোটি টাকা খরচে ক্ষোভ প্রকাশ করেছেন আমিন জুট মিলস সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। ১৯৭৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত কারখানায় কাজ করা এই শ্রমিকনেতা বলেন, শ্রমিক নেই, কারখানাও বন্ধ, কর্মকর্তারা বসে বসে বেতন নিচ্ছেন। মানুষের কষ্টের টাকা এভাবে খরচ করার কোনো মানে হয় না। আবার জায়গাও দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তা উদ্ধারেও কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের।

জমি বেদখল, যন্ত্রাংশ চুরি

নগরের চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আতুরার ডিপো এলাকায় অবস্থিত প্রায় ১৫০ একর জায়গায় তিনটি কারখানা রয়েছে। এই পুরো এলাকা স্থানীয়ভাবে আমিন শিল্প অঞ্চল হিসেবে পরিচিত। মূল কারখানা ছাড়া আশপাশের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। তবে কী পরিমাণ জায়গা বেদখল রয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব কারখানা কর্তৃপক্ষের কাছে নেই। আবার কারখানার যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও আশপাশে বিভিন্ন স্থাপনার সামগ্রীও চুরি হয়ে গেছে। শ্রমিকদের থাকার ২১টি কোয়ার্টারের কোনোটির জানালা, গ্রিল, দরজা, টিন চুরি হয়ে গেছে।

সম্প্রতি সরেজমিনে আমিন জুট মিলস এলাকা ঘুরে দেখা গেছে, ২১টি কোয়ার্টারের মধ্যে শুধু একটি বাসযোগ্য। সেটিও জরাজীর্ণ। অন্যগুলো পরিত্যক্ত। কারখানার বর্জ্য যাওয়ার খালের পাশে অন্তত ৩০টি ঘর ও দোকানের ভাড়া এখন আর কারখানা পাচ্ছে না। এগুলো একসময় শ্রমিকদের থাকার জন্য নামমাত্র মূল্যে ভাড়া দেওয়া হয়েছিল। তবে এখন সেগুলো বেদখল।

শ্রমিক নেই, কারখানাও বন্ধ, কর্মকর্তারা বসে বসে বেতন নিচ্ছেন। মানুষের কষ্টের টাকা এভাবে খরচ করার কোনো মানে হয় না। আবার জায়গাও দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তা উদ্ধারেও কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের
আবদুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক, সিবিএ, আমিন জুট মিলস
জমি বেদখলের বিষয়ে প্রকল্পপ্রধান এ এইচ এম কামরুল হাসান বলেন, কারখানার কিছু জমি একটি আবাসন নির্মাণপ্রতিষ্ঠানের নামে লিপিবদ্ধ হয়ে গেছে বাংলাদেশ জরিপে। এসব জমির দখল ফিরিয়ে আনতে মামলা চলছে।

এদিকে কারখানাটির চলমান অবস্থা নিয়ে ক্ষুব্ধ কারখানার সাবেক শ্রমিকেরা। কারখানার তাঁত বিভাগের সাবেক শ্রমিক মো. কামাল উদ্দীন বলেন, এখনো অনেক শ্রমিকের পাওনা বাকি। অথচ বসে বসে বেতন নিচ্ছেন কর্মকর্তারা। কারখানা চালুর কোনো উদ্যোগ নেই তাঁদের। পুরোনো অধিকাংশ যন্ত্রপাতি দরপত্র ছাড়াই বিক্রি করে দেওয়া হচ্ছে।

তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারখানা কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে দরপত্রের মাধ্যমে যন্ত্রপাতি ও স্ক্র্যাপ বিক্রি করা হয়।

আমিন জুট মিলসে বিকল্প বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার এখন বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করছে। সেখানে এই প্রতিষ্ঠানে কিছু কর্মকর্তা-কর্মচারী বসে বসে বেতন নিচ্ছেন। আমরা মনে করি, এখানে বিকল্প বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল বা এ ধরনের কিছু করা উচিত। সরকারের উচিত এ ধরনের (লোকসানমুখী) শিল্পপ্রতিষ্ঠান থেকে সরে আসা।’

(প্রথম আলো)

বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য! কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে!আর মায়ের মন রক্ষা করতে চাইলে বউয়ের অভি...
14/08/2025

বিয়ের পর পুরুষের ধ্বংস অনিবার্য!
কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে মায়ের অভিশাপ লাগে!
আর মায়ের মন রক্ষা করতে চাইলে বউয়ের অভিশাপ লাগে!
দুই পাশের অভিশাপে যখন পুরুষ ক্যারিয়ারে কিছুই করতে
পারে না,শেষে সন্তানের অভিশাপে পুরুষের মৃ*ত্যু হয়!😭

আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা জানিয়েছে যে রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর যেসব দেশে সুনামির সতর্কতা জারি ক...
31/07/2025

আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা জানিয়েছে যে রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর যেসব দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে, সেখানে তাদের ফ্লাইটগুলি প্রভাবিত হয়নি।

আবুধাবি-ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজের মুখপাত্র খালিজ টাইমসকে নিশ্চিত করেছেন যে সমস্ত গন্তব্যে সমস্ত ফ্লাইট "স্বাভাবিকভাবে পরিচালিত" হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া এবং অন্যান্য দেশে ফ্লাইট পরিচালনা করে।

দুবাই-ভিত্তিক ফ্লাইদুবাইও নিশ্চিত করেছে যে রাশিয়ায় তাদের ফ্লাইটগুলি নির্ধারিত সময়সূচী অনুসারে পরিচালিত হচ্ছে। তবে, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে ফ্লাইট পরিচালনা করে না। একইভাবে, এমিরেটসও নিশ্চিত করেছে যে সুনামির কারণে তাদের কার্যক্রমে "কোনও প্রভাব পড়বে না"। দুবাই-ভিত্তিক এই ক্যারিয়ারের বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কগুলির মধ্যে একটি, যা ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া জুড়ে বিমান চালায়।

(সংগৃহীত)

এক মিনিটের মূল্য কত?এক মিনিট শুধু ৬০ সেকেন্ড।শোনার মধ্যে খুবই সামান্য মনে হলেও,এই এক মিনিটই কারো জীবনে পরিবর্তন এনে দিতে...
31/07/2025

এক মিনিটের মূল্য কত?
এক মিনিট শুধু ৬০ সেকেন্ড।
শোনার মধ্যে খুবই সামান্য মনে হলেও,
এই এক মিনিটই কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে।

🚑 অ্যাম্বুলেন্স এক মিনিট দেরি করলে
একটা প্রাণ হারাতে পারে।

🎓 পরীক্ষার হলে এক মিনিটের বেশি সময় পেলে
কারো ভবিষ্যৎ বদলে যেতে পারে।

🚄 ট্রেন এক মিনিট আগে ছেড়ে দিলে
যাত্রীটি জীবনভর আক্ষেপ করতে পারে।

📞 এক মিনিট আগে ফোন করলে
কারো মন ভরে যেতে পারে।

এই এক মিনিটই কাউকে
বাঁচাতে পারে, গড়তে পারে, ভাঙতেও পারে।

👉 সময় কখনো থামে না।
আর এই "এক মিনিট"–ই প্রমাণ করে সময় মানেই জীবন।

তাই শিখে নিই
এক মিনিটও যেন না যায় বৃথা।

(সংগৃহীত)

৮.৭ মাত্রার ভূমিকম্পেও অপারেশন থামাননি ডাক্তাররাভূমিকম্পের মধ্যেও সার্জারি করেছেন রাশিয়ান ডাক্তাররা।এরাও ডাক্তার সবার আগ...
31/07/2025

৮.৭ মাত্রার ভূমিকম্পেও অপারেশন থামাননি ডাক্তাররা
ভূমিকম্পের মধ্যেও সার্জারি করেছেন রাশিয়ান ডাক্তাররা।
এরাও ডাক্তার সবার আগে রোগীর কথাই ভাবছে জয় হোক মানবতার।স্যালুট জানাই সকল ডাক্তারদের কে।

রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপান...
31/07/2025

রাশিয়ায় ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। তিনটি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে।

🎗️⚡জীবন চলার পথে কথা গুলো কাজে লাগবে✅১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না।২. রিক...
09/07/2025

🎗️⚡জীবন চলার পথে কথা গুলো কাজে লাগবে✅

১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না।

২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে মটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে।

৩. রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান। পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি?
হয়তো যে পানি বা ডাব কিনলেন, বা
অন্যকিছু তাতেই থাকতে পারে ঔষধ।

৪. ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাড়াবেন না। কিংবা যতোই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতোই রোমান্টিক লাগুক, যে গ্যাং গুলো ছি'ন'তাই করে, তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক যাত্রীর লা*শ পাওয়া যায় সারাদেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই বেওয়ারিশ হিসেবে দাফন করে ফেলা হয়।

৫. কপাল খারাপ হলে ছি'নত্যাই'য়ের শিকার হবেন। ধরা যাক হলেন। কি করবেন ? ছিনতাইকারী বেশ কয়েকজন। আপনি একা, চারপাশে কেউ নেই। আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামী ফোন। এসবক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা। কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নে*শাগ্রস্থ। আপনার জীবনের দাম পৃথিবীর যেকোনো দামী ফোনের চেয়েও অনেক বেশি।

৬. বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং। দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা ঝামেলায় বাধাতে। এতে ওদের লাভ, সেটা

কিরকম?

ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে গেলো সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে। যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান
রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে। অত:পর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা
বাবদ টাকা পয়সা কিংবা দামী ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এসব জায়গায় কথা বাড়ানো
মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন।

৭. ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন। সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাসস্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেস্ট মানুষ থাকবে তখন বের হন।

৮. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছেব দেয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো ৪০০-৫০০ টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন, দরদাম করে তারপর কুলি ঠিক করুন।

৯. নিউমার্কেট বা নীলক্ষেতের মত জায়গায় কেনা কাটা করতে গেলে খুবই সাবধান। কৌতুহলের বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও
এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নাই, এখানকার দোকানীরা সংঘবদ্ধ হয়ে কাজ করে।

১০. বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না। দেখবেন ভিড়ের মাঝে বাসে ওঠতেছেন যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে টের ও পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন।

১১. বাণিজ্যমেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশুপার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিংগাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে ৪০০-৫০০টাকার বিল ধরিয়ে।দেবে আপনাকে।

১২. রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনত্যাইকারী ধরলেতো কথাই নেই। এমনকি ‌( কিছু বিপ'দগামী)পুলিশ ( সক‌লেই নয় )ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায় আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না।

১৩. বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক
বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ‘ট্রিপ’ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না। মেয়ে
হলেতো আরো আগে না।

১৪. রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ ভদ্রবেশি কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়ষ্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো।
বললো, উনার কোন একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই হুট করে বাইকে উঠে হাওয়া।

১৫. সাথে সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দূর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা।উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে।

১৬. নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না। সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন, দোয়া পড়ে বাহির হবেন।

✅আপনার নিরাপত্তা আপনারই হাতে।
✅এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

নিজে সতর্ক ও সচেতন থাকুন এবং অন্যকেও সতর্ক ও সচেতন করুন।💥

(সংগৃহীত)

SEOUL UNIVERSITY SCHOLARSHIP 2025 | FULLY FUNDED OPPORTUNITY IN SOUTH KOREA🇰🇷Category: Masters degree, PhD & Postdoc App...
08/07/2025

SEOUL UNIVERSITY SCHOLARSHIP 2025 | FULLY FUNDED OPPORTUNITY IN SOUTH KOREA🇰🇷

Category: Masters degree, PhD & Postdoc

Apply Now, Link: https://tinyurl.com/seol-university-scholarship

* Study Level: MS, PhD & Postdoc
* Fully Funded
* Annual Stipend of 900,000 KWR

Deadline: 30th August (MS, PhD & Postdoc)

No Application fee needed.

(Collected)

সৌদিতে উচ্চশিক্ষা: ফুল ফান্ড স্কলারশিপে ৭০০ আবেদন আহ্বান।মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তর পেরিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো এ...
08/07/2025

সৌদিতে উচ্চশিক্ষা: ফুল ফান্ড স্কলারশিপে ৭০০ আবেদন আহ্বান।

মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তর পেরিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো এখন হয়ে উঠছে বৈশ্বিক শিক্ষার্থীদের জ্ঞানের কেন্দ্রস্থল। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির অন্তত ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সুবিধাসমূহ :

* বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি ৯০০ রিয়াল
* মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি ৮৫০ রিয়াল
* বিনা মূল্যে বিমান টিকিট
সম্পূর্ণ ফ্রি আবাসন
* বিবাহিত শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে সজ্জিত অ্যাপার্টমেন্ট
* স্বাস্থ্যবিমার সুবিধা
* ওমরাহ পালনের সুযোগ
* স্থানীয় যাতায়াতের খরচ বহনের সুবিধা

আবেদনের যোগ্যতা

★ বাংলাদেশের যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন
★ স্নাতকোত্তরের জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
★ পিএইচডির জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
★ একজন প্রার্থী কেবল একটি বৃত্তির জন্য আবেদন করতে পারবেন
★ আবেদনকারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না

বিশেষ কিছু অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়

▪️ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়
▪️কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
▪️উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়
▪️জেদ্দা বিশ্ববিদ্যালয়
▪️বাদশাহ ফয়সাল বিশ্ববিদ্যালয়
▪️কিং খালিদ বিশ্ববিদ্যালয়
▪️প্রিন্সেস নোরা বিশ্ববিদ্যালয়
▪️ইমাম আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়
▪️নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি
▪️হাফর আল-বাতিন বিশ্ববিদ্যালয়
▪️তাইবাহ বিশ্ববিদ্যালয়

আবেদনের পদ্ধতি

শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সৌদি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সেখান থেকে বৃত্তির বিস্তারিত তথ্য জানা এবং অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৫

এই বৃত্তি শুধু একটি শিক্ষার সুযোগ নয়, বরং এটি হতে পারে ভবিষ্যৎ গড়ার সোপান। আগ্রহী শিক্ষার্থীদের এখনই প্রস্তুতি শুরু করার উপযুক্ত সময়।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

📍📍 নকশা দেখে জমি নিজেই মাপবেন কীভাবে? সম্পূর্ণ পদ্ধতি✅ প্রয়োজনীয় সরঞ্জাম১. গুনিয়া স্কেল নকশার দৈর্ঘ্য-প্রস্থ নির্ধারণের ...
06/07/2025

📍📍 নকশা দেখে জমি নিজেই মাপবেন কীভাবে? সম্পূর্ণ পদ্ধতি

✅ প্রয়োজনীয় সরঞ্জাম

১. গুনিয়া স্কেল নকশার দৈর্ঘ্য-প্রস্থ নির্ধারণের জন্য
২. ফুট স্কেল বাস্তব পরিমাপ জানতে
৩. তিপাতার ডিভাইডার বা কাঁটা কম্পাস সঠিক বড় দূরত্ব মাপার জন্য
৪. ক্যালকুলেটর ক্ষেত্রফল ও শতকরা হিসাবের জন্য
৫. স্বচ্ছ ট্রেসিং পেপার বাঁকানো বা অস্বাভাবিক আকৃতির জমি সহজে আঁকার জন্য

🔢 পরিমাপের ধাপগুলো (ধাপে ধাপে)

১। নকশার স্কেল বুঝুন:

নকশার এক কোণে লেখা থাকে:
“১৬ ইঞ্চি = ১ মাইল (৫২৮০ ফুট)”
অর্থাৎ:
নকশায় ১৬ ইঞ্চি → বাস্তবে ৫২৮০ ফুট
→ আপনার পরিমাপ হবে এই স্কেল অনুযায়ী অনুপাতে।

২। জমি চিহ্নিত করুন:

নিজের দাগ বা প্লট নম্বর খুঁজে বের করুন

আশপাশে রাস্তা, খাল, গাছ বা পুকুর আছে কি না দেখে নিশ্চিত হন

ট্রেসিং কাগজে জমির আউটলাইন কপি করে রাখুন

৩। বাহুর দৈর্ঘ্য মাপুন:

ফুট স্কেল + ডিভাইডার ব্যবহার করুন

ছোট অংশ ধরে মাপতে শুরু করুন

ডিভাইডার দিয়ে মাপ স্কেলে মিলিয়ে দৈর্ঘ্য নির্ধারণ করুন

প্রতিটি বাহুর (সীমানার) মাপ আলাদাভাবে নোট করুন

৪। ক্ষেত্রফল নিরূপণ:

জমির আকৃতি অনুযায়ী পদ্ধতি নির্ধারণ করুন:

✅ আয়তাকার / চতুর্ভুজ আকৃতি:

> ক্ষেত্রফল (বর্গফুট) = দৈর্ঘ্য × প্রস্থ

✅ ত্রিভুজ আকৃতি (a, b, c তিন বাহু):

> ব্যবহার করুন Heron’s formula

✅ আঁকাবাঁকা জমি:

> ট্রেসিং পেপারে বাহু নির্ধারণ করে ছোট ছোট আয়তাকার বা ত্রিভুজ আঁকুন
প্রতিটির ক্ষেত্রফল হিসাব করে যোগ করুন

৫। একক রূপান্তর করুন:

রূপান্তর হিসাব:

একক সমান বর্গফুট

১ শতাংশ ৪৩৫.৬
১ কাঠা ৭২০
১ বিঘা ১৪,৪০০ = ২০ কাঠা

উদাহরণ:
যদি ক্ষেত্রফল হয় ২১৭৮ বর্গফুট →
২১৭৮ ÷ ৪৩৫.৬ ≈ ৫ শতাংশ

🧠 টিপস ও সতর্কতা:

✅ চিহ্ন বুঝুন:
∎ (পাকা বাড়ি), ☐ (কাঁচা বাড়ি), 〰️ (পুকুর), ▬ (রাস্তা)

✅ নোট রাখুন:
সব বাহুর মাপ লিখে রাখুন

✅ নিখুঁত হন:
মাপ নিতে সময় দিন তাড়াহুড়ো করলে ভুল হতে পারে

✅ সহযোগিতা নিন:
জটিল হলে দু’জন মিলে করুন তবে নিজে চেষ্টা করতে ভুলবেন না

🛡️ শেষ কথা:

নিজে নিজে জমি মাপতে পারলে আপনি আপনার জমির স্বত্ব নিশ্চিত করতে পারবেন। চূড়ান্ত দলিলে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধনের সুযোগ পাবেন। নিজে শিখুন, সচেতন থাকুন।

(সংগৃহীত)

ছাত্রী শিক্ষককে প্রশ্ন করল, স্যার, প্রকৃত ভালোবাসা কি?জবাবে শিক্ষক বললেন, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে ত...
06/07/2025

ছাত্রী শিক্ষককে প্রশ্ন করল, স্যার, প্রকৃত ভালোবাসা কি?

জবাবে শিক্ষক বললেন, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। আমাদের কলেজের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি ওখানে যাবে আর সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে আসবে। কিন্তু একটা শর্ত আছে। বড় ভুট্টা খুঁজতে গিয়ে যে ভুট্টগুলো তুমি পিছনে ফেলে যাবে তা আর‌ নিতে পারবে না।

ছাত্রীটি ভাবল, এ আবার এমন কি কাজ! সে মৃদু হেসে উঠে দাঁড়িয়ে ভুট্টার ক্ষেতে গেল আর একেবারে প্রথম সারি থেকে খোঁজা শুরু করল। সেই সারিতে একটা বড় ভুট্টা ছিল, কিন্তু তার মনে হল, সামনের সারিতে হয়তোবা আরো বড় কোনো ভুট্টা তার জন্য অপেক্ষা করে আছে।

এরপর সে যখন মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করল তখন বুঝতে পারল, এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল। ক্ষেতের সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনে ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকল না। কিন্তু এখন তার আর কিছুই করার নেই। তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে শিক্ষকের কাছে ফিরে আসলো।

তখন শিক্ষক তাকে বললেন, এটাই‌ প্রকৃত ভালোবাসা। তুমি হয়তো তোমার জীবনে তাকে খুঁজে পেয়েছিলে, কিন্তু তবু আরো ভালো কাউকে পাবার আশায় যদি তাকে ত্যাগ করে থাকো, তবে এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষটিকে তুমি হারিয়ে ফেলেছ। তখন হাজার আফসোস করলেও তাকে আর ফিরে পাবে না।

(সংগৃহীত)

Address


Telephone

+8801747896897

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূমিকম্প ৮.০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভূমিকম্প ৮.০:

  • Want your business to be the top-listed Media Company?

Share