Japan BD 日本

Japan BD 日本 Believe in the one and only Allah, Stay on the Honesty.
(1)

Success will come to you In Sha Allah....

Alhamdulillah for Everything
I'm Bangladeshil🇧🇩
I'm living in JAPAN🇯🇵

YouTube👇
https://www.youtube.com/

08/08/2025

মৌকরা ফাজিল মাদ্রাসা।যেখানে লুকিয়ে আছে অসংখ্য স্মৃতি ভালবাসা।তোমাদের অক্লান্ত পরিশ্রম এর কারণে অসংখ্য ধন্যবাদ দিতে চাই বন্ধু শামীমুল ইসলাম এবং সঙ্গে বন্ধু মাওলানা ইব্রাহিম কে। আমি নিজেও একদিন এই সিরিয়ালে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতাম সেই মনে করিয়ে দেয় শিক্ষা জীবনের কথা। #বাংলাদেশ

07/08/2025

বিশ্বাস করতে কষ্ট হবে জাপানের Teikyo University Hospital সঙ্গে ডাক্তারের সার্ভিস👍

তার স্বপ্ন গুলো আজে লাশে রুপান্তরিত হয়েছে।আল্লাহ শোক সহিবার শক্তি দিও তাকে।ইন্না-লিল্লাহ 😭মর্মান্তিক দূর্ঘটনা-ওমান ফেরত ...
06/08/2025

তার স্বপ্ন গুলো আজে লাশে রুপান্তরিত হয়েছে।
আল্লাহ শোক সহিবার শক্তি দিও তাকে।
ইন্না-লিল্লাহ 😭
মর্মান্তিক দূর্ঘটনা-
ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,
পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা মরদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।
#বাংলাদেশ
#জীবন
#কবর

03/08/2025

Cricket in Japan। জাপানে ক্রিকেট।🇯🇵🇧🇩🏏

দ্বীনদারি চাইলে পরিবেশ বাধা হতে পারে না।প্রবাসে, তা যত আধুনিক সমাজই হোক না কেন—যদি কারও অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা থা...
03/08/2025

দ্বীনদারি চাইলে পরিবেশ বাধা হতে পারে না।

প্রবাসে, তা যত আধুনিক সমাজই হোক না কেন—যদি কারও অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা থাকে, তাহলে পরিবেশ কখনোই বাধা হতে পারে না।

নিউইয়র্কে দায়িত্বরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম ছিলেন তার এক বাস্তব উদাহরণ। দায়িত্ব পালনকালেই তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃ''ত্যুর পর যুক্তরাষ্ট্র সরকার যে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে, তা ছিল চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো—সশস্ত্র সালাম, জাতীয় পতাকা মোড়ানো কফিন, এবং সরকারি পর্যায়ের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ বিদায়।

কিন্তু এতো কিছুর মাঝেও সকলের দৃষ্টি কেড়েছে এক বিশেষ দিক—তা হলো তার পরিবারের দ্বীনদারি।

তার স্ত্রী ও পরিবারের নারীরা পরিপূর্ণ পর্দা মেনে চলেন, আর পুরুষ সদস্যরা ইসলামি লেবাসে সজ্জিত। এই দৃশ্যটি প্রমাণ করে, দ্বীন মানার জন্য পরিবেশ নয়, দরকার ইচ্ছা, চেতনা আর আল্লাহর প্রতি ভালোবাসা।
আল্লাহ দিদারুল ইসলাম ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং তাঁর পরিবারকে ধৈর্য ও সম্মানিত প্রতিদান দান করুন।

আমিন।

02/08/2025

জাপান অথবা পৃথিবীর উন্নত কোন দেশে এসে মানুষ ভুলে যা সে মুসলিম ভুলে যায় সে মুসলিম পরিবারের সন্তান।

পৃথিবীজুড়ে ভূমিকম্প – কিসের ইঙ্গিত দিচ্ছে এই অস্থিরতা?প্যাসিফিক রিং অফ ফায়ার আর নিশ্চুপ নেই, মনে হচ্ছে, তার ঘুম ভেঙেছে। ...
01/08/2025

পৃথিবীজুড়ে ভূমিকম্প – কিসের ইঙ্গিত দিচ্ছে এই অস্থিরতা?

প্যাসিফিক রিং অফ ফায়ার আর নিশ্চুপ নেই, মনে হচ্ছে, তার ঘুম ভেঙেছে। একটা-দু’টা অগ্ন্যুৎপাত বা ভূমিকম্প হলে আমরা বলি, "সম্ভবত কাকতালীয়"। কিন্তু এখন? সবকিছু মিলিয়ে যেন এক ভয়াবহ সতর্কবার্তা।

• রাশিয়ার ক্লুচেভস্কয় হঠাৎ করে অগ্ন্যুৎপাত

• মাউন্ট রেনিয়ার-এ রেকর্ডসংখ্যক ভূকম্পন

• আলাস্কার গ্রেট সিটকিন ও স্পার-এর ঘুম ভেঙেছে

• জাপানের সাকুরাজিমা আবার জেগে উঠছে

• ইন্দোনেশিয়ার লেওটোবি ও মেরাপি চঞ্চল হয়ে উঠেছে

• মেক্সিকোর পোপোক্যাটেপেটল থামার নাম নিচ্ছে না

এই ঘটনাগুলো একেকটা আলাদা ঘটনা হয়তো, কিন্তু মনে হচ্ছে, সব একে অপরকে টেনে তুলছে। পৃথিবীর গভীরে যেন শুরু হয়েছে এক নিরব যুদ্ধ!

এটা কি শুধুই প্রকৃতির খেলা?

নাকি অদেখা কোনো গহীনে, টেকটোনিক প্লেটেরও নিচে, কিছু একটার সাড়া?

এমনকি USGS ও NHK-এর মতো সংস্থাগুলোও এখন চুপচাপ, কিন্তু স্পষ্টভাবে কিছু একটা বুঝতে পারছে।

👁️ হয়তো কিছু একটা আসছে

🧠 সতর্ক থাকুন

📌 প্রস্তুত হোন

পৃথিবী যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে, সে জীবন্ত, আর প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সময় এসেছে তাকে নতুন করে বোঝার, আরও শ্রদ্ধার সঙ্গে শোনার।

life is unpredictable ‼️Dhanmondi -6বাংলাদেশের মানুষ সচেতন হবে কবে 🥲
01/08/2025

life is unpredictable ‼️

Dhanmondi -6
বাংলাদেশের মানুষ সচেতন হবে কবে 🥲

নিউইর্য়কে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলাম: এক হৃদয়বিদারক বিদায়ের দৃশ্যনিউইয়র্ক সিটির বুকে এক শোকাবহ...
01/08/2025

নিউইর্য়কে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলাম: এক হৃদয়বিদারক বিদায়ের দৃশ্য

নিউইয়র্ক সিটির বুকে এক শোকাবহ দিন। সন্ত্রাসের গুলিতে প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত সাহসী পুলিশ অফিসার দিদারুল ইসলাম আজ চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন। ব্রংক্স পার্কচেস্টার জামে মসজিদের আঙিনায় আজ সকাল থেকেই হাজারো মানুষের ভিড়। প্রায় বিশ হাজার পুলিশ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনার দিয়ে তাঁর মরদেহ বহনকারী গাড়িকে বিদায় জানাবেন।

তাঁর জানাজার নামাজ শেষে অশ্রুসিক্ত নয়নে সবাই তাঁকে শেষ বিদায় জানাবে।
এই বিদায় শুধু একজন অফিসার বা সহকর্মীর নয় এটা এক বাবার, এক স্বামীর, এক ছেলের, এক ভাইয়ের হৃদয়বিদারক বিদায়।

যার চলে যায়, সেই বোঝে যে হায়,
বিচ্ছেদে কী যন্ত্রণা!
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন—
“আমার বাবা আর কখন ফিরবে?”
কি দিয়ে দেব সান্ত্বনা…?

এই মুহূর্তে দিদারুল ইসলামের পরিবার ভেঙে পড়েছে। স্ত্রীর চোখে অশ্রু আর চরম অনিশ্চয়তা। ছোট্ট সন্তান স্তব্ধ হয়ে বসে আছেসে এখনো বুঝে উঠতে পারেনি কেন তার বাবাকে কোলে নেয়া যাচ্ছে না, কেন বাবা আর কথা বলেন না। মায়ের কাঁধে মাথা রেখে বারবার জানতে চাইছে, “বাবা কোথায় গেলো?”
পরিবারের চারপাশে শোকের ছায়া। আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশীরা নির্বাক।
এই নির্মম মৃত্যু যেন প্রশ্ন রেখে গেছে, আর কত মা সন্তান হারাবে? কত স্ত্রী হবে বিধবা? আর কত অবুঝ শিশুকে বড় হতে হবে বাবাহীন শূন্যতায়?
প্রয়াত পুলিশ অফিসার দিদারুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Copy 𝘼𝙝𝙢𝙖𝙙 𝙐𝙡𝙡𝙖𝙝


🇺🇸🇧🇩

31/07/2025

একটা জাতি সভ্য হতে ২০০ বছর লাগে। সেই হিসাবে ১৪৬ বছর বাকি।
বাঙালি সভ্য হতে কত বছর লাগবে?

ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ😁😁
31/07/2025

ভারতে সূর্য দেবতার অপমান হচ্ছে মনে করে সরকারি সোলার ভেঙে ফেলছে সাধারণ মানুষ😁😁

30/07/2025

জাপান সততা নৈতিকতা। Japan Honesty Morality👍🇯🇵 আমার ৭৬ টাকা ফিরত দিলো🙄

住所

Shibuya Center-Street, 12-3 Udagawacho
Shibuya-ku, Tokyo
150-0000

アラート

Japan BD 日本がニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する