Miraz

Miraz ছোট্ট লেখার হাজার অনূভুতি নিয়মিত পোস্ট টাইম-লাইনে না পৌচ্ছালে Following অপশন ক্লিক করে see first করে রাখুন।
https://www.facebook.com/miraz8290
(3)

"😄 Funny & Entertaining Videos 🎥 | Just for Fun | Pure Entertainment!
👉 এখানে পাবেন হাসির মুহূর্ত, ফানি ফেইলস, এবং মজার ক্লিপস যা আপনার মন ভালো করে দেবে।
⚡ কোনো ক্ষতিকর বা বিপজ্জনক কিছু নেই, শুধু আনন্দ আর মজা!
✨ Stay connected for more funny reels.

মামার সাথে একটু আড্ডায় আছি 😁🤣
07/09/2025

মামার সাথে একটু আড্ডায় আছি 😁🤣

সবাই সত্যি করে বলেন তো পৃথিবীর  খুব শক্তিশালী কথাগুলোর একটি হলো--- আমি আছি।সবার কিন্তু  আমি থাকে না। গুটিকয়েক মানুষের আম...
06/09/2025

সবাই সত্যি করে বলেন তো
পৃথিবীর খুব শক্তিশালী কথাগুলোর একটি হলো--- আমি আছি।সবার কিন্তু আমি থাকে না। গুটিকয়েক মানুষের আমি থাকে। ঐ আমি থাকাটা খুব দামি, খুব শক্তিশালী। কার কার জীবনে সত্যি কারের আমি আছে।

কলা 🍌
06/09/2025

কলা 🍌

আজকে সকালে বৃষ্টির পর  weather টা খুব সুন্দর থাকায় আমি৯:৩০ এর দিকে একটু হাটতে বের হই। আমার বাসা যেহেতু শ্যামলীতে সেহেতু ...
05/09/2025

আজকে সকালে বৃষ্টির পর weather টা খুব সুন্দর থাকায় আমি
৯:৩০ এর দিকে একটু হাটতে বের হই। আমার বাসা যেহেতু শ্যামলীতে সেহেতু আমি হাটতে হাটতে মোহাম্মদপুরের দিকে আগাই। রাস্তায় খুব একটা মানুষ ছিলো না। কিছুক্ষন হাটার পর যখন আমি ring road এ entry করি তখন আমি notice করি যে আমাকে কিছু বখাটে ছেলে follow করছে। আমি আমার হাটার speed বাড়াই। ঠিক তখনি পিছন থেকে একটা ছেলে এসে আমর সামনে দাঁড়ায় আর আমাকে বলে "কি আপু এত সকালে একা একা কোথায় যান? " ততক্ষণে বাকি ছেলে গুলো আমাকে ঘেরাও করে ফেলে। আমি শান্তভাবে উত্তর দেই "হাটতে বের হইসি, আমার পথ থেকে সরে দাড়ান।"
তখনি তাদের মধ্যে একজন বলে "খালি হাতে আপনারে কিভাবে ছাইরা দেই আপা? দেখি কি আছে আপনার কাছে বাইর করেন!"
আমি এবার ধমক দিয়ে বলি "সরে দাঁড়ান নাহলে আমি চিল্লাতে বাধ্য হবো" ঠিক তখনি কেও একজন ধারালো কিছু দিয়ে আমার বাম হাতে আঘাত করে। কি দিয়ে সেটা খেয়াল করিনি। তারা আমাকে আরো কিছু করার আগেই আমি তাদের ধাক্কা দিয়ে দৌড় দেই। তখন আমার জামার হাতা ধরে একজন টান দিয়ে আটকানোর try করে but সেটা ছিড়ে যাওয়ায় আর আটকাতে পারেনা। আমি দৌড়াচ্ছি তারাও আমাকে ধাওয়া করছে। বেশি খানিক্ষণ দৌড়ানোর পর আমি আদাবর থানার কাছে এসে পড়ি and একটা police jeep এর কাছে গিয়ে পড়ে যাই। আমাকে ২ জন police প্রায় সাথে সাথে উঠতে help করে। Police দেখে বখাটে ছেলে গুলোর মধ্যে সবাই পালিয়ে গেলেও যেই ছেলেটা আমাকে আঘাত করেছিলো তাকে police ধরে ফেলে। এরপর আমাকে একজন police রিকশায় উঠিয়ে দেয় then আমি ১১ টার দিকে বাসায় ফিরি। এই post টা দেওয়ার main reason is to create awareness about women's safety. So the girls that are in my friend list please be safe, always carry a pepper spray or anything that can protect you from the evil guys out there.
(লেখা Sumaiya Afrin)

স্বর্ণের দাম যেই ভাবে লাফিয়ে বাড়ছে, যারা বিয়ে করে নাই তাদের আর বিয়ে করা লাগবে না, যারা করছে তারা আর একটা করো।
03/09/2025

স্বর্ণের দাম যেই ভাবে লাফিয়ে বাড়ছে, যারা বিয়ে করে নাই তাদের আর বিয়ে করা লাগবে না, যারা করছে তারা আর একটা করো।

কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসল...
02/09/2025

কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔
গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না। গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম। মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে। আমি বললাম আমরা তো রুম ছাড়বো না। বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে। সেইম সিস্টেমের নাকি। আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম। বলে সমস্যা নাই দেখলেই হবে। তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা'ন্দা'য় ফেলে দেয়। একের পর এক প্রশ্ন করছে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই। বললাম যান। গিয়ে দেখে বাবা ভিতরে। বাবাকে দেখে থতমত খেয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।

একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাইনি! আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল, গহনা, টাকা নিয়ে গেছে।

আব্বুর ব্যবসার টাকা, গহনা(শেষ সম্বল) কাল সব যেত আমাদের।
খুব সাবধানে থাকবেন ঢাকায় আপনারা।

সবাইকে সর্তক করার জন্য পোস্টটি শে-য়া-র করে দিন।

লেখা- সংগৃহীত

গুগল আমাদের মতো সাধারণ মানুষদের জন্য একটা জাদুর কাঠি নিয়ে এসেছে। সেটার নাম Google Vids.ব্যাপারটা একদম সহজ ভাষায় বলি...ধর...
29/08/2025

গুগল আমাদের মতো সাধারণ মানুষদের জন্য একটা জাদুর কাঠি নিয়ে এসেছে। সেটার নাম Google Vids.

ব্যাপারটা একদম সহজ ভাষায় বলি...

ধরুন, আপনার একটা কফি শপ আছে। আপনি শুধু কফি মগের কয়েকটা ছবি তুলে রেখেছেন। এখন Vids-কে শুধু ছবিগুলো দিয়ে বলবেন, "একটা সুন্দর ৮ সেকেন্ডের ভিডিও বানিয়ে দাও তো!" ব্যস! AI নিজে থেকেই ছবিগুলোকে নাড়াচাড়া করে, মিউজিক দিয়ে একটা চমৎকার ভিডিও ক্লিপ বানিয়ে দেবে। কোনো কষ্টই করতে হলো না!

আবার ধরুন, আপনি একটা ট্রেনিং ভিডিও রেকর্ড করেছেন কিন্তু কথার মাঝে অনেকবার "উমমম," "আআআ" করেছেন বা অনেকক্ষণ থেমে ছিলেন। Vids নিজে থেকেই এই অপ্রয়োজনীয় শব্দ আর লম্বা পজগুলো কেটে ফেলে আপনার কথাকে একদম ঝরঝরে আর কনফিডেন্ট বানিয়ে দেবে। ভাবা যায়?

আসল কথা হলো, গুগল বুঝতে পেরেছে যে আমাদের সবার হাতে দামি সফটওয়্যার শেখার সময় বা টাকা নেই।আমাদের দরকার এমন কিছু যা দিয়ে খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই কাজটা সেরে ফেলা যায়।

লিঙ্ক - https://workspace.google.com/products/vids/

এখন সবাই-ই Google Vids এর বেসিক ভার্সনটা ব্যবহার করতে পারবেন।

এতে রেডিমেড টেমপ্লেট, স্টক ভিডিও, ছবি এসব তো থাকছেই।

যদিও ওদের সবচেয়ে পাওয়ারফুল AI ফিচারগুলো, যেমন আপনার হয়ে কথা বলার জন্য AI অ্যাভাটার তৈরি করা, সেটা আপাতত ফ্রি ভার্সনে নেই, কিন্তু যা আছে, সেটাই আমাদের মতো মানুষের জীবন সহজ করার জন্য যথেষ্ট।

এখন থেকে ছোটখাটো প্রোডাক্ট ডেমো, বা কোনো সাপোর্টের ভিডিও কিংবা নিজের শখের জন্য ভিডিও বানাতে আর মাথার চুল ছিঁড়তে হবে না।

শেষ পর্যন্ত টেকনোলজি আমাদের জীবনকে কঠিন করার জন্য নয়, সহজ করার জন্য আসছে...

এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়।

শেয়ার + সেভ করে রাখুন :)

সমুদ্রের পাড়ে 💞🤣
28/08/2025

সমুদ্রের পাড়ে 💞🤣

শেফ হ্যাট মুরগি খাওয়াচ্ছে
28/08/2025

শেফ হ্যাট মুরগি খাওয়াচ্ছে

সাহস থাকলে উত্তর দিন আপনার পকেটে কতো টাকা আছে 🤣🤣
26/08/2025

সাহস থাকলে উত্তর দিন আপনার পকেটে কতো টাকা আছে 🤣🤣

সেফাত উল্লাহ সেফুদা 🤣🤣🤣
26/08/2025

সেফাত উল্লাহ সেফুদা 🤣🤣🤣

Address


Telephone

+8801712403805

Website

https://www.facebook.com/miraz8290

Alerts

Be the first to know and let us send you an email when Miraz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miraz:

  • Want your business to be the top-listed Media Company?

Share