04/12/2024
গুনাহের কারণে তৎক্ষনাৎ কোন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দেন না, তবে একটা নিয়ামত বান্দার হৃদয় থেকে তিনি তৎক্ষনাৎ তুলে নেন। সেটা হলো— ইবাদাতের আনন্দ৷
গুনাহ করার পর আন্তরিক তাওবা করার আগ পর্যন্ত বান্দা কোনোভাবেই তার ইবাদাতগুলোতে পূর্ণ আনন্দ এবং পূর্ণ উৎসাহ খুঁজে পায় না। গুনাহ করার ফলে তার হৃদয় থেকে সুকুন তথা প্রশান্তি হারিয়ে যায়। ফলে— সে সালাতে মনোযোগ দিতে পারে না, তিলাওয়াতে মনোযোগ দিতে পারে না, যিকির-আযকারে মনোযোগ দিতে পারে না।
গুনাহের দৃশ্যমান কোন শাস্তি না থাকলেও প্রাণহীন ইবাদাতের চাইতে বড় কোন শাস্তি একজন মুমিনের জন্য আর কিছু হতে পারে না।
-আরিফ আজাদ।