
21/08/2025
খুব তাড়াতাড়ি আসতে চলেছে দূর্গাপূজা। নিজেকে নতুন করে সাজাতে সবার কতোই না আয়োজন। সেই আয়োজনে আপনার সাথে আছে খাদিজা আর্ট গ্যালারি। নিজেকে সুন্দর ভাবে তুলে ধরতে এক অতুলনীয় অপশন হতে পারে শাড়ি। আর সেই শাড়ি যদি হয় রঙ তুলির ছোয়া দিয়ে তৈরি তাহলে তার সাথে ফুটে ওঠে ঐতিহ্য, সংস্কৃতি। তাই আপনার বিশেষ দিন টাকে আরও বিশেষ করে তুলতে পাশে আছি আমরা।