Mokarrom Jamil

Mokarrom Jamil Journalist at Joypurhatnews24.com
Mass Communication & journalism,
Jagannath University

ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্র দলের বিক্ষোভ! 🙂
12/07/2025

ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্র দলের বিক্ষোভ! 🙂

চাঁদা না দেওয়ায় একজন সাধারণ ব্যবসায়ীকে দিনের আলোতে রাজধানীর জনবহুল এলাকায় শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হ...
11/07/2025

চাঁদা না দেওয়ায় একজন সাধারণ ব্যবসায়ীকে দিনের আলোতে রাজধানীর জনবহুল এলাকায় শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যাই না; তার নিথর দেহের ওপর দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ-উল্লাস করেছি খু*নিরা। এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও দুই দিন পর সামনে এসেছে; তা-ও সাধারণ মানুষের ধারণ করা ভিডিও ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে। অথচ, কোনো টিভি-নিউজ এটি জোরালোভাবে সামনে আনেনি।

এভাবে প্রকাশ্য জনসম্মুখে পাথর মেরে একজন মানুষকে খু*ন করা হয়েছে। এর আগে এমন নির্মমতা আমি আমার জীবনেও দেখিনি। কেউ কাউকে এমনভাবে মারতে পারে, এটা ভাবনাতেও ছিল না। এটা যেন আইয়্যামে জাহেলিয়াতের পুনরাবৃত্তি। আগে এসব বর্বর চিত্রের ঘটনা শুধু ইতিহাসের বইয়েই পড়েছি, আজ নিজের চোখে দেখলাম।

এ-দেশে আপনার-আমার নিরাপত্তা কোথায়? এক ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় আসার পথে। প্রশ্ন হলো—জুলাই আন্দোলন করে লাভ কী হলো? আওয়ামী লীগ গেল, তাতে আমাদের কী লাভ হল? একদল গেল, আরেক দল আসার পথে। মাঝখান দিয়ে আপনি-আমি ঠিক আগের মতই দুর্নীতির গেরাকলে আটকে আছি।

এই রাজনৈতিক পালাবদলের মাঝে আপনি আমি দুর্নীতি আর অনিশ্চয়তার শিকার হব। আমাদের পুরো জীবন আতঙ্ক আর ভয়ের মাধ্যমে কাটবে। এ-দেশে আপনি কখনোই নিরাপদে বসবাস করতে পারবেন না।

এ-দেশ আপনি-আমি সাধারনের জন্য উপযুক্ত না; এ-দেশ হল দুর্নীতিবাজ, খু*নি, আর চুর-বাটপারদের জন্য।

31/05/2025
Lost in the beauty of the open road, where freedom meets adventure!🧡Eid Mubarak.🌙🧡
01/04/2025

Lost in the beauty of the open road, where freedom meets adventure!🧡
Eid Mubarak.🌙🧡

অভি দাদা - যে দল জিতবে আমরা তাদের সাপোর্টার। 🙂দাদার সাথে থাকলে যত বিনোদন আর আইডিয়া পাই,ঈদ এর পর আবার দাদার সান্নিধ্য পাব...
28/03/2025

অভি দাদা - যে দল জিতবে আমরা তাদের সাপোর্টার। 🙂

দাদার সাথে থাকলে যত বিনোদন আর আইডিয়া পাই,ঈদ এর পর আবার দাদার সান্নিধ্য পাবো। 🔥

উনি বলেছিলেন,২৪ পরবর্তী সময়ে কোনো চাদাবাজি হয় না।তার কথার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন করেছিলাম।👽
27/03/2025

উনি বলেছিলেন,২৪ পরবর্তী সময়ে কোনো চাদাবাজি হয় না।তার কথার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন করেছিলাম।👽

Channel 24 এর আমন্ত্রণে সেদিন Meet The People প্রোগ্রামে।🧡
26/03/2025

Channel 24 এর আমন্ত্রণে সেদিন Meet The People প্রোগ্রামে।🧡

21/03/2025

Tofael Ahmed হুজুরের এতো এনার্জি ভাই।অন্যদিন শেয়ার করবো কাহিনী।ক্লাসে যেমন চাঙ্গা, বাইরেও সেইরকম। 🧡🔥

Address

Mirpur 12
Rajshahi

Telephone

+8801758705238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mokarrom Jamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mokarrom Jamil:

Share