
18/07/2025
🔴অঙ্কুরের চিকিৎসার জন্য এগিয়ে আসুন🔴
অঙ্কুর আমার চারুকলার ছোটভাই, আমার খুলনার ছোটভাই।ওর আঁকা ছবি দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ নেই।
শিক্ষা জীবনে ক্লাসে সবসময় প্রথম স্থান তার, চারুকলার সর্বোচ্চ সম্মানজনক পুরষ্কার জয়নুল স্বর্নপদক, ভারতে ICCR স্কলারশিপ নিয়ে রবীন্দ্রভারতী তে মাস্টার্স সহ অসংখ্য প্রাপ্তি ওর ঝুলিতে।
অনন্য শিল্পভাবনা, নিজস্ব ফর্ম, সৃজনশীল কাজের মধ্য দিয়ে অঙ্কুর দেশে এবং দেশের গন্ডি পেরিয়ে উদিয়মান শিল্পী র তালিকায় প্রথম সারিতে।
অঙ্কুরের আর্টিস্ট পেইজ https://www.facebook.com/share/15t8xD6Lft/
মাত্র ২৮ বছর বয়স, সারাক্ষণ হাসিখুশি-দুষ্টুমিতে মেতে থাকা ছেলেটার অসুস্থতার খবর নিয়ে লিখতে হবে কখনো ভাবিনি।
***অঙ্কুর লিভার সিরোসিস এর ট্রিটমেন্ট এ ছিল ঢাকা মেডিকেলে। ওর খুব তাড়াতাড়ি লিভার ট্রান্সপ্লান্ট দরকার।অপরেশনের জন্য ওর বর্তমান শারিরীক অবস্থা স্ট্যাবল করার ট্রিটমেন্ট চলছে।
প্রায় বছরের বেশি ট্রিটমেন্ট চলছে, বিন্দুমাত্র বুঝতে পারিনি ছেলেটা এত অসুস্থ।বর্তমান চিকিৎসা এবং লিভার ট্রান্সপ্লান্ট এর পুরো জার্নিটাই ব্যায়বহুল।***
আমি বোধয় কখনোই কারো জন্য সাহায্যের আবেদন নিয়ে এত মরিয়া হয়ে অনুরোধ করিনি।আজ করছি ,আপনাদের সবাইকে অনুরোধ করছি আমার ভাইটার চিকিৎসায় এগিয়ে আসার জন্য।
আমি আমাদের চারুকলার ২১ ব্যাচ, সিনিয়র জুনিয়র, আমাদের সম্মানিত শিক্ষক এবং আমার বন্ধুতালিকার সবাইকে অনুরোধ করছি, নিজেদের অবস্থান থেকে আমাদের অঙ্কুরের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িতে দিতে।
অঙ্কুর এবং ওর পরিবারের ব্যাংক ডিটেইল এবং বিকাশে সরাসরি যে যেভাবে যতখানি পারেন সহযোগিতা করেন, পাশে দাঁড়ান। 🙏
ACCOUNT DETAILS..
Account name- Dipankar Singha
Account number- 0903204000058138
Bank- United commercial bank
Branch- Banani
Routing number- 245260434
(অংকুরের নিজের একাউন্ট)
Agrani Bank Limited -
Dilip Kumar Singha
Account Number - 0200002864885
Branch : Doulatpur,Khulna
(অংকুরের বাবা)
Bkash: 01824193795 (অংকুর এর পারসোনাল একাউন্ট)
Bkash /Nagad: 01917415533 ( এটা অয়নের নাম্বার,অংকুরের ছোট ভাই)