Jinat Islam

Jinat Islam I wanna make people happy with my videos�
(1)

জীবনে যা-ই করেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আশা রাখবে...
01/05/2025

জীবনে যা-ই করেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আশা রাখবেন না। নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না। কারো জন্য নিজের জী'বন বা'জি রাখবেন না।

বিশ্বাস করুন! মানুষ এগুলোর মূল্য দিতে পারে না। কেউ আপনাকে বুঝবেও না। আপনি তার জন্য কী কী করছেন এটা সে কোনেদিনও স্বীকার করবে না। উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করছেন, সেটা আসলে তার অধিকার। আপনি সবার জন্য সবটাই করবেন। কিন্তু, দিনশেষে আপনার অবস্থান হবে আস্তাকুঁড়ে। কেউ আপনাকে ফিরেও দেখবে না।🌸

মানুষ সব ভুলে যেতে পারে!!রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে ম...
11/03/2025

মানুষ সব ভুলে যেতে পারে!!
রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ। শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছুকিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো।

বুকের ভিতর আটকে থাকে সে'সব অপমান, গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সে'সব কটূক্তি, ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে। না গেলা যায়, না ফেলা যায়। একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে, দিব্যি থাকি আমরা।

তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে, স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সে'সব কথার কাছে। কী ভীষণ যন্ত্রণা হয় আবার! সেই একই কষ্ট আবার ফিরে আসে। আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথাগুলোকে না!

অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই, সেই মানুষটা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। ত...
07/02/2025

অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই, সেই মানুষটা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর.......
তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।

মানুষ তার জীবনের একটি বড় অংশ ‘অপেক্ষা’ করে কাটিয়ে দেয়। জীবনের জন্য অপেক্ষা, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্...
07/01/2025

মানুষ তার জীবনের একটি বড় অংশ ‘অপেক্ষা’ করে কাটিয়ে দেয়। জীবনের জন্য অপেক্ষা, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্য অপেক্ষা, অপেক্ষার জন্য অপেক্ষা। আক্ষেপের অপেক্ষা।

ভোরের সূর্য উঠলে, দুপুরের সূর্য বিকেল গড়িয়ে সন্ধ্যার অপেক্ষা, সন্ধ্যা ঘনালে রাত নামার জন্য অপেক্ষা। গভীর রাতের ঘনত্ব বাড়লে আবার ভোরের জন্য অপেক্ষা। ভোরের পাখির কিচিরমিচির শুনলে মানুষ তখন একাকিত্বের হাফ ছেড়ে বাঁচে। এরপর এই যানজটের শহরে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। পৌঁছে গেলে ঘরে ফেরার অপেক্ষা।

ঘরে ফিরে মানুষ অপেক্ষার ছলে একটুখানি প্রশান্তির খোঁজ করে। সেও দীর্ঘ অপেক্ষা।
রাতের আকাশের চাঁদ, চাঁদের পাশের ধ্রুবতারা, দিনের সূর্য, নক্ষত্র, চন্দ্রের গ্রহণ, সূর্যের গ্রহণ, আকাশ, অবকাশ, নিরবে থাকা মহাকাশ— ধ্রুবতারার পাশে জ্বলজ্বল করে জ্বলতে থাকা একটুকরো নিমের ডাল। সে ডালের পাতা! সবাই অপেক্ষা করে থাকে।

প্রিয় মানুষের জন্য অপেক্ষা, অপ্রিয়তা থেকে নিজেকে লুকিয়ে রাখার অপেক্ষা। জীবনের সবটুকু আক্ষেপকে ভুলে থাকবার অপেক্ষা, ভুলে গেলে আবার স্মরণ করার অপেক্ষা। স্মৃতিকে ভুলে যাবার অপেক্ষা, স্মৃতিকে আবার আঁকড়ে ধরার অপেক্ষা। শতবছরের প্রতীক্ষার জন্য অপেক্ষা।

সুখের সন্ধানে অপেক্ষা, দুঃখকে হাত বাড়িয়ে খোঁজার অপেক্ষা। কখনো জোয়ার, আবার কখনো ভাটার জন্য অপেক্ষা।

আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি। একটানা বর্ষণে অপেক্ষা করি রোদের জন্য। কাছের মানুষের জন্য অপেক্ষা, কাছের মানুষগুলো চলে যাবার যে ভয়— সে ভয়ও অপেক্ষায় রাখে৷ হঠাৎ কখনো চলে গেলে তার ফিরে আসার জন্য অপেক্ষা।

এইযে পাহাড়, সমুদ্র— কবিতার কথা; এই সবকিছুর জন্য মানুষ অপেক্ষা করে। আক্ষেপ, আপেক্ষিকতা; সবকিছুই অপেক্ষা করে। অপেক্ষা নিজেও নিজের জন্য অপেক্ষা করে।
জীবনের জন্য অপেক্ষা, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্য অপেক্ষা, অপেক্ষার জন্য অপেক্ষা। আক্ষেপের অপেক্ষা। সাড়ে তিনহাত কবর, কবরের বাসিন্দা আসার সাথে সাথে দুই ফেরেস্তা; তারাও অপেক্ষা করে।

মৃত মানুষও অপেক্ষা করে। শুধু মৃত মানুষের জন্য কেউ অপেক্ষা করেনা। মৃত মানুষের জন্য শুধুই জমে থাকে আক্ষেপ।

Address


Telephone

+8801760144214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jinat Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jinat Islam:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share